Search This Blog

গণমাধ্যম (রেডিও ও টেলিভিশন) রেডিও বাংলাদেশ বেতার প্রতিষ্ঠা/স্থাপন- ১৬ ডিসেম্বর ১৯৩৯ সদর দপ্তর- ঢাকার আগারগাঁও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র- চট্টগ্রামের কালুরঘাটে বাংলাদেশ বেতারের পূর্বনাম- রেডিও বাংলাদেশ (১৯৭৫-১৯৯৬) প্রথম এফএম চ্যানেল- রেডিও টুডে মোট এফএম চ্যানেল- ৪টি (রেডিও টুডে, রেডিও ফূর্তি, রেডিও আমার, রেডিও এবিসি) সর্বশেষ এফএম রেডিও চ্যানেল- রেডিও এবিসি (৭ জানুয়ারি ২০০৯) টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয়- ১৯৬৪ সালে সদর দপ্তর/প্রধান কার্যালয়- রামপুরা বিটিভির প্রথম শিল্পী- ফেরদৌসী রহমান প্রথম প্রচারিত নাটক- একতলা দোতলা রঙিন টেলিভিশন চালু হয়- ১৯৮০ সালে পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র- ২টি (ঢাকার রামপুরা ও চট্টগ্রাম) রামপুরা টেলিভিশন কেন্দ্র স্থাপিত- ১৯৭৫ চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র স্থাপিত- ১৯৯৬ সম্প্রচার কেন্দ্র- ১৭টি বিশ্বে বিটিভির সম্প্রচার কার্য পরিচালনার জন্য চ্যানেল- বিটিভি ওয়ার্ল্ড সংসদ কার্যক্রম সম্প্রচারের জন্য বিটিভির নতুন চ্যানেল- বিটিভি সংসদ তথ্যসূত্র : www.betar.org.bd www.btv.gov.bd