Search This Blog

আন্তর্জাতিক সংস্থা, সংগঠন ও জোট (পর্ব ২): সার্ক(SARRC) দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতার আঞ্চলিক জোট SAARC নাম প্রতিষ্ঠাকাল সচিবালয় সদস্য মহাসচিব বাংলাদেশ সম্মেলন South Asian Association for Regional Co-Operation ১৯৮০ উদ্যোক্তা- প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাঠমুন্ডু ৮টি ফাতিমা ধিয়ানা সায়েদ (মালদ্বীপ) উদ্যোক্তা রাষ্ট্র সর্বশেষ- ২০১০; ভূটানের থিম্পুতে পরবর্তী- ২০১১; মালদ্বীপ SARRC এর পূর্ণরূপ- South Asian Association for Regional Co-Operation SARRC এর সচিবালয়- কাঠমুন্ডুতে (নেপাল) SAARC এর বর্তমান মহাসচিব- ফাতিমা ধিয়ানা সায়েদ (মালদ্বীপ) ফাতিমা ধিয়ানা সায়েদ সার্কের- ১০ম মহাসচিব (১ মার্চ ২০১১ সালে নিয়োগপ্রাপ্ত) SAARC এর বর্তমান চেয়ারম্যান- জিগমে ওয়াই থিনলে (ভুটানের প্রধানমন্ত্রী) SARRC এর বর্তমান সদস্য- ৮ টি (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান) SARRC এর সর্বশেষ সদস্য দেশ- আফগানিস্তান SARRC এর পর্যবেক্ষক সদস্য- অস্ট্রেলিয়া, চীন, ইরান, জাপান, কোরিয়া, মরিশাস, মায়ানমার, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (অস্ট্রেলিয়া ও মায়ানমার ২০১০ সালেই প্রথম সার্ক সম্মেলনে অংশ নেয়) SARRC এর সদস্য হতে আগ্রহী- চীন, ইরান, মায়ানমার SARRC পর্যবেক্ষক হতে আগ্রহী- ইন্দোনেশিয়া ও রাশিয়া SAARC এর অন্তর্ভূক্ত যে দেশে সামরিক বাহিনী নেই- মালদ্বীপ ও ভুটান SAARC এর অন্তর্ভূক্ত স্থলবেষ্টিত রাষ্ট্র- আফগানিস্তান, নেপাল ও ভুটান SAARC এর সহযোগিতার ক্ষেত্র- ১৩ টি SARRC এর ষোড়শ বা সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়- ভুটানের থিম্পুতে, ২৮-২৯ এপ্রিল, ২০১০ এই সম্মেলনে আলোচিত বিষয়- পরিবেশ/পরিবেশ বিপর্যয় SAARC এর পরবর্তী সম্মেলন হবে- ২০১১ সালে মালদ্বীপে SARRC এর অন্তর্ভূক্ত যে দেশে SARRC এর সম্মেলন হয়নি- আফগানিস্তান SARRC এর বানিজ্য চুক্তি SAPTA স্বাক্ষরিত হয়- ১১ এপ্রিল, ১৯৯৩ SAPTA চুক্তি কার্যকরী হয়- ৮ ডিসেম্বর,১৯৯৫ SAFTA বা অবাধ মুক্ত বানিজ্য এলাকা চুক্তি স্বাক্ষরিত হয়- ৬ জানুয়ারি, ২০০৪ সালে SAFTA বা অবাধ মুক্ত বানিজ্য এলাকা চুক্তি কার্যকরী হয়- ১ জুলাই, ২০০৬ সালে SAIC (সার্ক কৃষি তথ্য কেন্দ্র) অবস্থিত- বাংলাদেশে SMRC (সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত- বাংলাদেশ তথ্যসূত্র : www.saarc-sec.org ইউরোপিয়ানইউনিয়ন(EU) ইউরোপীয়ান দেশগুলোর, মূলত অর্থনৈতিক সহযোগিতার জোট- EU নাম প্রতিষ্ঠাকাল সদরদপ্তর সদস্য প্রেসিডেন্ট European Union ১৯৯৩ ব্রাসেলস ২৭ Heran Van Rompuy ইউরোপিয়ান জোটগুলোর মধ্যে সর্ববৃহৎ অর্থনৈতিক জোট- ইউরোপিয়ান ইউনিয়ন(EU)। EU এর পূর্ব নাম- EC (EEC) EU প্রতিষ্ঠিত হয়- ১ নভেম্বর, ১৯৯৩ সালে EU প্রতিষ্ঠাকালীন সদস্য- ১৫ টি EU এর বর্তমান সদস্য- ২৭ টি EU এর সদর দপ্তর- ব্রাসেলস(বেলজিয়াম) ইউরো কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর- জার্মানির ফ্রাঙ্কফুটে ইউরোপীয় পার্লামেন্ট অবস্থিত- স্টাসবার্গে (ফ্রান্স) এবং ব্রাসেলস (বেলজিয়াম) EU এর বর্তমান প্রেসিডেন্ট- Heran Van Rompuy ইউরোপীয়ান কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট- Jen-Claude Trichet (ফ্রান্স) ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট- Jerzy Buzek ইউরো মূদ্রার জনক- রবার্ট ম্যান্ডেল ইউরো মুদ্রা বাজারে আসে- ২০০২ সালে তথ্যসূত্র : europa.eu www.ecb.int europarl.europa.eu আফ্রিকানইউনিয়ন(AU) আফ্রিকান দেশগুলোর আঞ্চলিক জোট- AU AU এর পূর্ণরূপ- African Uninon আফ্রিকার দেশ হয়েও AU র সদস্য নয়- মরক্কো OAU প্রতিষ্ঠিত হয়- ২৫ মে, ১৯৬৩ সালে OAU পরিবর্তিত হয়ে AU হয়- ৯ জুলাই, ২০০২ সালে AU এর বর্তমান সদস্য- ৫৪ টি AU এর সদর দপ্তর- আদ্দিস আবাবায় (ইথিওপিয়া) বর্তমান প্রধান- বিঙ্গু ওয়া মুথারিকা তথ্যসূত্র : www.au.int ওপেক(OPEC) তেল উৎপাদনকারী দেশগুলোর জোট- OPEC নাম প্রতিষ্ঠাকাল সদরদপ্তর সদস্য Organization of Petroleum Exploring Countries ১৯৬০ ভিয়েনা ১২ OPEC এর পূর্ণ নাম- Organization of Petroleum Exploring Countries OPEC এর বর্তমান সদস্য- ১২ টি OPEC এর সদর দপ্তর- ভিয়েনা OPEC এর অন্তর্ভূক্ত অনারব দেশ- ইরান, ভেনেজুয়েলা, নাইজেরিয়া সম্প্রতি তেলের দাম বৃদ্ধি পাওয়াতে OPEC ত্যাগ করে- ইন্দোনেশিয়া তথ্যসূত্র : www.OPEC.org G-8 G-8 এর পূর্ণনাম- Group of Eight G-8 এর সদস্য- ৮ টি (ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, রাশিয়া) G-8 এর সদর দপ্তর- নেই তথ্যসূত্র : en.wikipedia.org/wiki /G8 বাণিজ্যিক ও অর্থনৈতিক সংস্থা, সংগঠন ও জোট বিশ্ববাণিজ্যসংস্থা(WTO) : নাম প্রতিষ্ঠাকাল সদরদপ্তর সদস্য বাংলাদেশ মহাপরিচালক World Trade Organization ১৯৯৫ জেনেভা ১৫৩ সদস্য (১৯৯৫) প্যাসকেল ল্যামি (ফ্রান্স) বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়- ১ জানুয়ারি, ১৯৯৫ সদস্য সংখ্যা- ১৫৩ সদর দপ্তর- জেনেভা পূর্বনাম/পূর্ব স্বত্ত্বা- GATT (General Agreement on Tariffs and Trade) (মূলত GATT ছিল একটি বাণিজ্য চুক্তি; পরবর্তীতে UN র কোন বাণিজ্য সংস্থা কার্যকর না হতে পারায় এটিকেই আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা হিসেবে রূপদান করে বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization) নাম দেয়া হয় ।) GATT প্রতিষ্ঠিত হয়- ১৯৪৭ সালে GATT বিলুপ্ত ঘোষণা করা হয়- ১৯৯৩ সালে বাংলাদেশ GATT স্বাক্ষর করে- ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে সর্বশেষ সদস্য- কেপ ভার্দে (২৩ জুলাই ২০০৮) (ইউক্রেন সদস্য হয় ১৬ মে ২০০৮ সালে) তথ্যসূত্র : www.wto.org