Search This Blog

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি প্রতিষ্ঠিত হয়- ১৯২১ সালের ১ জুলাই ঢাবি দিবস/ ঢাবি প্রতিষ্ঠা দিবস- ১ জুলাই ঢাবি প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশন- নাথান কমিশন নাথান কমিশন গঠিত হয়- ১৯১২ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে ঢাবি’র বিভাগ ছিল- ১২টি প্রতিষ্ঠাকালীন সময়ে ঢাবির অনুষদ- ৩টি প্রতিষ্ঠাকালীন আয়তন / মোট জমির পরিমাণ- ৬০০ একর বর্তমান আয়তন / মোট জমির পরিমাণ- ২৫৮ একর ঢাবির জমি দান করেন- নবাব সলিমুল্লাহ সলিমুল্লাহ মুসলিম হল নির্মিত হয়- ১৯২১ সালে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়- ১৯২৩ সালে স্বাধীনতার পর প্রথম সমাবর্তন- ১৯৯৯ সালে শেখ মুজিবুর রহমান- ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন শেখ হাসিনা- ঢাবির বাংলা বিভাগের ছাত্রী ছিলেন (মাস্টার্ট) প্রথম মহিলা ডিন- বেগম আজিজুন্নেসা (বাংলা বিভাগ) মোট ৫ জন নোবেল বিজয়ীকে ডক্টরেট ডিগ্রি দেয়া হয়েছে সর্বশেষ সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন- তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল (ডক্টর অব ল’জ) বর্তমানে মোট বিভাগ- ৬৭টি সাম্প্রতিকতম/সর্বশেষ বিভাগ- টিভি এন্ড ফিল্ম স্টাডিজ বিভাগ মোট অনুষদ- ১৩টি মোট ইন্সটিটিউট- ৮টি মোট হল- ১৭টি (ছেলেদের- ১৩টি, মেয়েদের- ৪টি) ভিসি- আ আ ম স আরেফিন সিদ্দিকী (২৭তম) স্যার পি জে হার্টস ইন্টারন্যাশনাল হল অবস্থিত- ঢাকা বিশ্ববিদ্যালয়ে (বিদেশি ছাত্রদের হল) সিনেট ভবনের নাম- নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন বসুনিয়া গেট- মুহসীন হলের প্রবেশ পথে এক সময় সংসদ কার্যক্রম চলত- জগন্নাথ হলে অক্টোবর স্মৃতি ভবন’ অবস্থিত- জগন্নাথ হলে ঢাবি শোক দিবস- ১৫ অক্টোবর অপরাজেয় বাংলা- কলা ভবনের সামনে রাজু সন্ত্রাসবিরোধী ভাস্কর্য- টিএসসির সামনে স্বোপার্জিত স্বাধীনতা- টিএসসির সঙ্গে/ ডাসে ঢাবির গুরুত্বপূর্ণ ভিসি/উপাচার্য : প্রথম উপাচার্য স্যার পি জে হার্টস (তাঁর নামে একটি হল আছে) প্রথম উপমহাদেশীয়/ভারতীয়/মুসলিম উপাচার্য স্যার এ এফ রহমান (তাঁর নামে একটি হল আছে) ভাষা আন্দোলনের সময় উপাচার্য ছিলেন ঢাবির ছাত্র হিসেবে প্রথম উপাচার্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন চৌধুরী মুক্তিযুদ্ধের সময় উপাচার্য ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী ভারতের রাষ্ট্রপতির ভাই ছিলেন যে উপাচার্য আর সি মজুমদার (তাঁর নামে একটি অডিটোরিয়াম আছে) বর্তমান উপাচার্য (২৭তম উপাচার্য) আ আ ম স আরেফিন সিদ্দিকী (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক) ঢাবিতে গুরুত্বপূর্ণ চেয়ার : বোস চেয়ার সত্যেন্দ্রনাথ বসু(ঢাবির শিক্ষক ছিলেন) আব্দুর রাজ্জাক চেয়ার আব্দুর রাজ্জাক(ঢাবির শিক্ষক ছিলেন) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বেগম রোকেয়া চেয়ার রোকেয়া সাখাওয়াত হোসেন উইমেন্স এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ রবীন্দ্রনাথ চেয়ার রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা বিভাগ