Search This Blog

জাতিসংঘ (পর্ব ২ ও শেষ পর্ব): ICC প্রতিষ্ঠা- ১ জুলাই ২০০২ ICC র সদর দপ্তর- হেগ, নেদারল্যান্ডস ICC র সদস্য- ১১৬ (১ নভেম্বর থেকে ১১৭; ১ ডিসেম্বর থেকে ১১৮) বাংলাদেশ ICC র সদস্য নয়/ চুক্তি স্বাক্ষর করেনি UN Women :জাতিসংঘেরসর্বশেষঅঙ্গসংস্থা জাতিসংঘের সর্বশেষ অঙ্গসংস্থা (১৭তম) অনুমোদন লাভ- ২ জুলাই ২০০৯ কার্যক্রম শুরু- ১ জানুয়ারি ২০১১ পুরো নাম/ আসল নাম- United Nations Entity for Gender Equlity and the Empowerment of Women প্রধান- মিশেল ব্যাচলেট (চিলির প্রথম নারী প্রেসিডেন্ট; জাতিসংঘের পরবর্তী উপমহাসচিব) সদর দপ্তর- নিউইয়র্ক জাতিসংঘেরমহাসচিব জাতিসংঘ মহাসচিবের মেয়াদ- ৫ বছর (প্রকৃতপক্ষে মহাসচিবের পদের নির্দিষ্ট কোন মেয়াদ নেই । তবে ঐতিহ্যগতভাবে মহাসচিব ৫ বছরের জন্য ১ বা ২ মেয়াদে নির্বাচিত হন) জাতিসংঘের প্রথম মহাসচিব- ট্রিগভে লি (Trygve Lie) (নরওয়ে) জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব- কফি আনান (ঘানা) মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন- উ থান্ট (মায়ানমার) (প্রথম এশীয় মহাসচিব) জাতিসংঘের বর্তমান মহাসচিব- বান কি মুন (দক্ষিণ কোরিয়া) (নির্বাচিত হন- ২০০৭ সালে) জাতিসংঘের মহাসচিবদের মধ্যে শান্তিতে নোবেল পুরস্কার পান- দ্যাগ হেমারশোল্ড(১৯৬১) ও কফি আনান(২০০১) জাতিসংঘের যে মহাসচিব মরণোত্তর শান্তিতে নোবেল পুরস্কার পান- দ্যাগ হেমারশোল্ড(১৯৬১) জাতিসংঘেবাংলাদেশ সদস্যপদলাভ *.১৩৬তমসদস্য ১৯৭৪(১৭সেপ্টেম্বর) UN-এরনিরাপত্তাপরিষদেরসদস্য(স্বস্তিপরিষদ) *.মোট২বার *.২য়বারবাংলাদেশ(১৯৯৯সালেনির্বাচিত,২০০০-০১মেয়াদে)সভাপতিরদায়িত্বপালনকরে *.সভাপতিত্বকরেনআনোয়ারুলকরিমচৌধুরী ১ম বার : ১৯৭৮ (১০ নভেম্বর) ২য় বার : ১৯৯৯ (১৪ অক্টোবর) UN-এরসাধারণপরিষদেরসভাপতি *.সভাপতিত্বকরেনহুমায়ুনরশীদচৌধুরী ১৯৮৬ জাতিসংঘঘোষিতশীর্ষসম্মেলন সম্মেলন স্থান সময়কাল শিশুবিষয়কবিশ্বশীর্ষসম্মেলন নিউইয়র্ক ১৯৯০ পরিবেশওউন্নয়নসম্মেলন(ধরিত্রীসম্মেলন) রিওডি জেনিরো ১৯৯২ বিশ্বমানবাধিকারসম্মেলন ভিয়েনা ১৯৯৩ আন্তর্জাতিকজনসংখ্যাওউন্নয়নসম্মেলন কায়রো ১৯৯৪ চতুর্থবিশ্বনারীসম্মেলন বেইজিং ১৯৯৫ পরিবেশসম্মেলন+৫ নিউইয়র্ক ১৯৯৭ বর্ণবাদওবর্ণবৈষম্যবিরোধীবিশ্বসম্মেলন ডারবান ২০০১ জাতিসংঘওনোবেল(শান্তিতে) জাতিসংঘ মোট নোবেল পায়- ৮ বার জাতিসংঘ/ জাতিসংঘের মহাসচিব নোবেল পায়- ২ বার জাতিসংঘের অঙ্গসংস্থাগুলো নোবেল পায়- ৬ বার জাতিসংঘের মোট- ৫টি অঙ্গসংস্থা নোবেল পেয়েছে (UNHCR, UNICEF, ILO, IAEA, IPCC) জাতিসংঘের যে অঙ্গসংস্থা ২ বার নোবেল পেয়েছে- UNHCR জাতিসংঘঘোষিতআন্তর্জাতিকবর্ষ প্রতিবন্ধী বর্ষ- ১৯৮১ নারীবর্ষ- ১৯৮৪ আদিবাসী বর্ষ- ১৯৯৩ আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ আন্তর্জাতিক সাংস্কৃতিক সৌহার্দ্য বর্ষ ২০১০ আন্তর্জাতিক নাবিক বর্ষ আন্তর্জাতিক যুব বর্ষ- ১২ আগস্ট ২০১০ থেকে ১১ আগস্ট ২০১১ আন্তর্জাতিক বন বর্ষ আন্তর্জাতিক রসায়ন বর্ষ ২০১১ Int’l year for people of African Descent International Year of Cooperatives International Year of Sustainable Energy for All ২০১২ International Year of Water Cooperation- ২০১৩ জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবসসমূহ তথ্যসূত্র : www.un.org www.icj-cij.org www.icc-cpi.int জাতিসংঘ ঘোষিত বর্ষ তালিকার অফিশিয়াল পেজ : http://www.un.org /en/events /observances /years.shtml