Search This Blog

বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ: ডাক যোগাযোগ বাংলাদেশের প্রথম ডাকটিকিট প্রকাশিত হয়- ২০ জুলাই, ১৯৭১ প্রথম ডাকটিকিটে ছবি ছিল- বাংলাদেশের মানচিত্রের স্বাধীনতার পর স্বাধীন বাংলাদেশে প্রথম ডাকটিকিট প্রকাশিত হয়- ২১ ফেব্রুয়ারি ১৯৭২ স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটের ডিজাইনার ছিলেন- বিমান মল্লিক স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে ছবি ছিল- বাংলাদেশের মানচিত্র ১৯৭২ সালের ২৬ মার্চ প্রকাশিত ডাকটিকিটে ছিল- আগুনের ফুলকি বাংলাদেশে পোস্ট কোড চালু হয়- ১৯৮৬ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকঘর- চুয়াডাঙায় ডাক বিভাগের মনোগ্রাম- একজন ধাবমান রানারের কাঁধে চিঠির ব্যাগ ঝোলানো, হাতে একটা বল্লম, মাথায় প্রজ্বলিত লণ্ঠন ডাক বিভাগের শ্লোগান- সেবাই আদর্শ ডাক বিভাগের সদর দপ্তর- ঢাকায় ডাক যাদুঘর- ঢাকার জিপিওতে একমাত্র পোস্টাল একাডেমি- রাজশাহীতে GEP চালু হয়- ১৯৮৪ EPP চালু হয়- ২০০০ ডাক যোগাযোগ নেই- ইসরায়েলের সঙ্গে টেলিযোগাযোগ টিএন্ডটি সদর দপ্তর- ঢাকায় T&T- Bangladesh Telegraph & Telephone Board BTRC- Bangladesh Telecom Reguletory Board পার্বত্য চট্টগ্রামে মোবাইল ফোন সার্ভিস শুরু হয়- ১১ মে ২০০৮