Search This Blog

বিশ্বের গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনা, শহর, বন্দর ও রুট (পর্ব ২ ): হোয়াইট লজ ইংল্যান্ডে অবস্থিত রাজা অষ্টম এডওয়ার্ডের জন্মভূমি ব্লাক কান্ট্রি ইংল্যান্ডের দক্ষিণ স্টেফোর্ডকে বুঝায় । কয়লার খনি এবং ধোঁয়ার জন্য এরূপ নামকরন করা হয়েছে হোয়াইট হল লন্ডনে অবস্থিত বৃটিশ সরকারের সদর দপ্তর স্কটল্যান্ড ইয়ার্ড লন্ডনে অবস্থিত পুলিশের সদর দপ্তর ট্রাফালগার স্কোয়ার লন্ডনে অবস্থিত । বিজয় উৎবের জন্য বিখ্যাত উইম্বলডন লন্ডনে অবস্থিত । লন টেনিস খেলার জন্য স্থানটি বিখ্যাত হাইড পার্ক লন্ডনে অবস্থিত । মুক্তাঙ্গন নামে পরিচিত । এখানে যার যা ইচ্ছা বলতে পারে ওভাল লন্ডনে অবস্থিত । ক্রিকেট গ্রাউন্ডের জন্য ফ্লিট স্ট্রিট লন্ডনে অবস্থিত; সংবাদপত্র প্রকাশনার জন্য বিখ্যাত বুশ হাউজ লন্ডনে অবস্থিত বিবিসির কার্যালয় বাকিংহাম প্যালেস লন্ডনে অবস্থিত বৃটেনের রাণীর বাসভবন আয়ারল্যান্ড ডাবলিন আয়ারল্যান্ডের রাজধানী ও প্রধান শিল্পকেন্দ্র ফ্রান্স আইফেল টাওয়ার প্যারিসে অবস্থিত । বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ টাওইয়ার । বর্তমানে ওয়ারলেস হিসেবে ব্যাবহৃত হচ্ছে মার্সেই ফ্রান্সের একটি বৃহত্তম বন্দর । এখানে জাহাজ নির্মান কারখানা অবস্থিত ভার্সাই উত্তর ফ্রান্সের একটি শহর । ১৯১৯ সালে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পর এ স্থানেই জার্মানি ও মিত্র বাহিনীর মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় যা ভার্সাই চুক্তি নামে পরিচিত নটরডেম প্যারিসে অবস্থিত । প্রাচীন স্থাপত্যের জন্য বিখ্যাত এলিসি প্রাসাদ ফ্রান্সে অবস্থিত, প্রেসিডেন্টের সরকারী বাসভবন ল্যুভর প্যারিসে অবস্থিত; পৃথিবীর অন্যতম বিখ্যাত জাদুঘর; পূর্বে ফ্রান্সের রাজপ্রাসাদ ছিল সুইজারল্যান্ড জেনেভা সুইজারল্যান্ডের একটি বিখ্যাত স্বাস্থ্যকর স্থান যা ঘড়ির জন্য বিখ্যাত । জাতিসংঘের ইউরোপীয় সদরদপ্তর রাশিয়া স্টালিনপ্রসাদ রাশিয়ায় অবস্থিত । এখানে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে পরাজিত করেছিল রেড স্কোয়ার মস্কোয় অবস্থিত রাজনৈতিক বক্তৃতার স্থান হিসেবে বিখ্যাত ক্রেমলিন মস্কোয় অবস্থিত । রাশিয়া সরকারের সচিবালয় কিয়েভ রাশিয়ার স্তেপ অঞ্চলে অবস্থিত একটি শহর । স্থানটি খনি ও শস্য উৎপাদনের জন্য বিখ্যাত লেলিন গ্রাদ রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং বিখ্যাত বাণিজ্য ও শিল্প কেন্দ্র বেলজিয়াম ওয়াটার লু বেলজিয়ামে অবস্থিত বিখ্যাত যুদ্ধক্ষেত্র । এখানে নেপোলিয়ন এক যুদ্ধে কিং অব ওয়েলিংটনের কাছে পরাজিত হয়েছিল স্পেন কর্ডোভা স্পেনের একটি প্রাচীন শহর । প্রাচীন মুসলিম সভ্যতার নিদর্শন রয়েছে বার্সিলোনা স্পেনের সর্ববৃহৎ শহর, বন্দর ও শিল্প কেন্দ্র । ১৯৯২ সালের অলিম্পিক এখানে অনুষ্ঠিত হয়েছিল আলহামরা স্পেনে অবস্থিত । প্রাচীন মুসলিম সভ্যতার জন্য বিখ্যাত ইতালি পিসা ইতালির একটি বিখ্যাত শহর । বিশ্ববিখ্যাত হেলেনা স্তম্ভের জন্য বিখ্যাত ভেনিস ইতালির একটি প্রসিদ্ধ বানিজ্য কেন্দ্র । প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অতুলনীয় । ১২০ টি দ্বীপের উপর শহরটি অবস্থিত সিসিলি ভূ-মধ্যসাগরে অবস্থিত ইতালির একটি দ্বীপ । সালফারের জন্য বিখ্যাত পিসার হেলানো মিনার ইতালিতে অবস্থিত । শ্বেত মার্বেল পাথরে নির্মিত মিনারটি উত্তর দিকে হেলানো ভ্যাটিকান রোমে অবস্থিত । বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র । পোপের নগরী হিসেবে বিখ্যাত গ্রিস এথেন্স গ্রীসের রাজধানী । প্রাচীন গ্রীক স্থাপত্য ও সভ্যতার নিদর্শন রয়েছে সুইডেন গুটেনবার্গ সুইডেনের প্রধান বন্দর ও নগর । প্রেস শিল্পের জন্য বিখ্যাত জার্মানি নুরেমবার্গ জার্মানির বিখ্যাত শহর । এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যুদ্ধপরাধীদের বিচার করা হয় তুরস্ক কন্সট্যান্টিনোপল বর্তমানে ইস্তাবুল নামে পরিচিত । তুরস্কে অবস্থিত । বিখ্যাত সোফিয়া মসজিদ এখানে অবস্থিত জিব্রাল্টার* জিব্রাল্টার ভূ-মধ্যসাগরের তীরে জিব্রাল্টার প্রণালীর মাঝে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ব্রিটিশ সামরিক ঘাঁটি ও নৌবিহার কেন্দ্র নেদারল্যান্ড হেগ নেদারল্যান্ডের অন্যতম প্রধান শহর শান্তি প্রাসাদ নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের কার্যালয়/বিচারালয় *বৃটিশশাসিত/বৃটিশউপনিবেশ আফ্রিকা মিশর আলেকজান্দ্রিয়া ভূ-মধ্য সাগরের তীরে অবস্থিত মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর ও প্রধান বন্দর কুবে মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত সরকারের সচিবালয় হিসেবে ব্যাবহৃত হচ্ছে মরক্কো রাবাত মরক্কোর রাজধানী ও সমূদ্র বন্দর । প্রথম OIC শীর্ষসম্মেলন এখানে অনুষ্ঠিত হয় কাসাব্লাঙ্কা মরক্কোয় অবস্থিত উত্তর-পশ্চিম আফ্রিকার বৃহত্তম শহর ও বন্দর । মনোরম ভাসমান বাদশা হাসান মসজিদ এখানে অবস্থিত ফেজ মরক্কোর বিখ্যাত নগর ও বন্দর ঐতিহাসিক শহর । সংস্কৃতি ও জ্ঞান-বিজ্ঞান চর্চার জন্য বিখ্যাত । বিখ্যাত পর্যটক ইবনে বতুতার জন্মস্থান এখানে দক্ষিন আফ্রিকা জোহান্সবার্গ দক্ষিণ আফ্রিকার বিখ্যাত শহর । স্বর্ণ খনির জন্য বিখ্যাত কিম্বার্লি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত হীরক খনির জন্য বিখ্যাত ইথিওপিয়া আদ্দিসআবাবা ইথিওপিয়ার রাজধানী । জাতিসংঘের অর্থনৈতিক পরিষদের সদর দপ্তর এখানে অবস্থিত লিবিয়া আজিজিয়া লিবিয়ায় অবস্থিত । পৃথিবীর উষ্ণতম স্থান বেনগাজি লিবিয়ায় অবস্থিত উত্তর আফ্রিকার গুরুত্বপূর্ণ সমূদ্রবন্দর সেনেগাল ডাকার সেনেগালের রাজধানী । পশ্চিম আফ্রিকার প্রধান সমূদ্র বন্দর অ্যাঙ্গোলা লুয়ান্ডা এ্যাঙ্গোলার রাজধানী । বর্তমানে এখানে গৃহযুদ্ধ চলছে সেন্ট হেলেনা* সেন্ট হেলেনা আফ্রিকার পশ্চিম উপকূলে আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি ছোট দ্বীপ । ওয়াটার লুর যুদ্ধে পরাজিত নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেয়া হয় তাঞ্জানিয়া জাঞ্জিবার আফ্রিকার একটি বিখ্যাত বন্দর সাহারা উত্তর আফ্রিকায় অবস্থিত । বিশ্বের বৃহত্তম মরুভূমি (আলজেরিয়া, চাঁদ, মিশর, ইরিত্রিয়া, লিবিয়া, মালি, মৌরিতানিয়া, মরক্কো, নাইজার, সুদান, তিউনিশিয়া ও পশ্চিম সাহারায় অবস্থিত)