উপজাতি
বাংলাদেশে মোট উপজাতি- ৩১টি
মোট উপজাতিদের সংখ্যা- প্রায় ১৪ লক্ষ
উপজাতিরা দেশের জনসংখ্যার- প্রায় ১.০৮%
বাংলাদেশে উপজাতিদের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা- চাকমাদের
বাংলাদেশে উপজাতিদের মধ্যে জনসংখ্যায় দ্বিতীয়- সাঁওতাল
মুসলমান উপজাতি- পাঙন ও লাউয়া
মাতৃতান্ত্রিক উপজাতি- গারো, খাসিয়া ও সাঁওতাল
পিতৃতান্ত্রিক উপজাতি- মারমা ও হাজং
[বি:দ্র: পরীক্ষায় কারা মাতৃতান্ত্রিক বললে গারো, খাসিয়া, সাঁওতাল- যেটা থাকবে, সেটা উত্তর হবে । আর কারা মাতৃতান্ত্রিক নয় বললে মারমা বা হাজং যেটা থাকবে, সেটা উত্তর হবে ।]
[বি:বি:দ্র: আসলে সাঁওতালরা মাতৃতান্ত্রিক নয়, কিন্তু পরীক্ষায় আসলে দিতে হবে । সত্যিকার অর্থে একমাত্র মাতৃতান্ত্রিক গারোরা । ওদের মাঝেই কেবল উত্তরাধিকার সূত্রে মেয়েদের সম্পদের উত্তরাধিকারী হওয়ার ঐতিহ্য আছে ।]
পার্বত্য চট্টগ্রামে উপজাতি বাস করে- ১৩টি
‘চাকমা’ শব্দের অর্থ- মানুষ
পার্বত্য চট্টগ্রামের প্রাচীনতম অধিবাসী- মুরং বা ম্রো
মণিপুরীরা বাস করে- সিলেটে
মণিপুরী নৃত্য- সিলেটের
রাখাইনরা এসেছে- মায়ানমার থেকে
রাখাইনরা বেশি বাস করে- পটুয়াখালীতে (এছাড়া কক্সবাজারেও বাস করে)
উপজাতিদের জন্য সরকারি সাংস্কৃতিক প্রতিষ্ঠান- ৩টি
১. উপজাতীয় সাংস্কৃতিকএকাডেমি- বিরিশিরি, নেত্রকোণা (প্রথম প্রতিষ্ঠিত; ১৯৭৭ সালে)
২. ট্রাইবাল কালচারালইন্সটিটিউট- রাঙামাটি
৩. ট্রাইবালকালচারএকাডেমি- দিনাজপুর
পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের বর্ষবরণকে সামগ্রিকভাবে বলা হয়- বৈসাবি (ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাইং ও চাকমাদের বিঝু)
সাঁওতাল বিদ্রোহের নায়ক- ২ ভাই কানু আর সিদু (১৮৫৫-৫৬)
চাকমা বিদ্রোহের নায়ক- জুম্মা খান (কার্পাস বিদ্রোহ) (১৭৭৬-৮৭)
একমাত্র খেতাবপ্রাপ্ত আদিবাসী/উপজাতি মুক্তিযোদ্ধা- ইউ কে চিং
শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা- মানবেন্দ্র নারায়ণ লারমা
শান্তিবাহিনীর বর্তমান চেয়ারম্যান- জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারাম (সন্তু লারমা)
বিভিন্ন উপজাতিদের আবাসস্থল
পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী উপজাতি
চাকমা
চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান
ত্রিপুরা
খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি
মারমা
বান্দরবান, কক্সবাজার ও পটুয়াখালী
রাখাইন
পটুয়াখালীও কক্সবাজার
খুমী
বান্দরবানের লামা, রুমা ও থানচি থানায়
পাংখো
বান্দরবান
মুরং/ম্রো
বান্দরবান
মগ
খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও পটুয়াখালী
লুসাই
রাঙামাটি
বনজোগী
বান্দরবানের গহীন অরণ্যে
তঞ্চংগা
রাঙামাটি
চক
বান্দরবানের লামা থানায়
কুকি
রাঙামাটি
খ্যাং
রাঙামাটির কাপ্তাই ও রাজস্থালী
সমতল ও অন্যান্য অঞ্চলের আদিবাসী
গারো
ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর ও নেত্রকোনা
হাজং
ময়মনসিংহ ও নেত্রকোনা
হদি
নেত্রকোনা জেলার শ্রীবর্দি ও বারহাট্টায়
হাদুই
নেত্রকোনা জেলার শ্রীবর্দি ও বিরিশিরি
সাঁওতাল
রাজশাহী, রংপুর, বগুড়া ও দিনাজপুর
ওঁরাও
বগুড়া ও রংপুর
রাজবংশী
রংপুর
মণিপুরী
সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ
খাসিয়া
সিলেটের জৈয়ন্তিকা পাহাড়ে
পাত্র
সিলেট
বাওয়ালী
সুন্দরবন
মৌয়ালী
সুন্দরবন