Search This Blog

আন্তর্জাতিক চুক্তি ১ম ভার্সাই চুক্তি *.সাল- ১৭৮০ *.সম্পাদনের স্থান- ফ্রা্ন্সের ভার্সাই শহর *.সংশ্লিষ্ট দেশ- যুক্তরাষ্ট্র-বৃটেন *.বিষয়- আমেরিকার স্বাধীনতা ২য় ভার্সাই চুক্তি *.সাল- ১৯১৯ *.সম্পাদনের স্থান- ফ্রান্সের ভার্সাই শহর ডেটন চুক্তি *.সাল- ১৯৪৫ *.সম্পাদনের স্থান- যুক্তরাষ্ট্রের ওহিও রাজ্যের ডেটন বিমান ঘাঁটি *.সংশ্লিষ্ট দেশ- বসনিয়া, সার্বিয়া ও ক্রোয়েশিয়া *.বিষয়- বসনিয়া ও হার্জেগোভিনার যুদ্ধের অবসান আটলান্টিক সনদ *.সাল-১৯৪১ *.সম্পাদনের স্থান- আটলান্টিক মহাসাগর *.জাহাজ- প্রিন্সেস অব ওয়েলস *.সংশ্লিষ্ট দেশ- যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য/ ইংল্যান্ড *.বিষয়- জাতিসংঘ গঠনের প্রথম ধাপ মানবাধিকার চুক্তি *.সাল- ১৯৪৮ জেনেভা কনভেনশন *.সাল- ১৯৪৯ *.সম্পাদনের স্থান- সুইজারল্যান্ডের জেনেভা *.সংশ্লিষ্ট দেশ- ৫৮টি *.বিষয়- যুদ্ধাহত ও যুদ্ধবন্দীদের ন্যায়বিচারের জন্য আচরণবিধি তাসখন্দ চক্তি *.সাল- ১৯৬৬ *.সম্পাদনের স্থান- উজবেকিস্তানের তাসখন্দ *.সংশ্লিষ্ট দেশ- ভারত-পাকিস্তান *.বিষয়- কাশ্মীর যুদ্ধের অবসান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি *.সাল- ১৯৬৮ সিমলা চুক্তি *.সাল- ১৯৭২ *.সম্পাদনের স্থান- ভারতের হিমাচল প্রদেশের সিমলা *.সংশ্লিষ্ট দেশ- ভারত-পাকিস্তান প্যারিস চুক্তি *.সাল- ১৯৭৩ *.সম্পাদনের স্থান- ফ্রান্সের প্যারিস *.বিষয়- ভিয়েতনাম যুদ্ধের অবসান ক্যাম্প ডেভিড চুক্তি *.সাল- ১৯৭৮ *.সম্পাদনের স্থান- যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড প্রদেশের ক্যাম্প ডেভিড ম্যাসট্রিক্ট চুক্তি *.সাল- ১৯৯২ *.সম্পাদনের স্থান- নেদারল্যান্ডের ম্যাসট্রিক্ট *.সংশ্লিষ্ট দেশ- ১২টি ইউরোপীয় দেশ *.বিষয়- অভিন্ন ইউরো মুদ্রা প্রচলন পিএলও-ইসরায়ের স্বায়ত্ত্বশাসন চুক্তি *.সাল- ১৯৯৩ গঙ্গার পানি বণ্টন চুক্তি *.সাল- ১৯৯৬ *.সম্পাদনের স্থান- নয়াদিল্লীর হায়দ্রাবাদ *.৩০ বছর মেয়াদী CTBT (Comprehensive Nuclear Test Ban Treaty) *.সাল- ১৯৯৬ পরমাণু অস্ত্র বিলোপ চুক্তি *.সাল- ১৯৯৬ *.সংশ্লিষ্ট দেশ- ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও বৃটেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি *.সাল- ১৯৯৭ কিয়োটো বিশ্ব উষ্ণতা রোধচুক্তি *.সাল- ১৯৯৭ *.সম্পাদনের স্থান- জাপানের কিয়োটো *.যুক্তরাষ্ট্র এই চুক্তি প্রত্যাখ্যান করেছে *.বিষয়- বিশ্ব পরিবেশ রক্ষা অটোয়া চক্তি/ স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি *.সাল- ১৯৯৭ *.সম্পাদনের স্থান- কানাডার কিয়োটো