Search This Blog

আন্তর্জাতিক সংস্থা, সংগঠন ও জোট (পর্ব ৪ ও শেষ পর্ব): রোটারিইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয়- ১৯০৫ সালে সদর দপ্তর- ইভান্সটন, ইলিয়নিস (শিকাগো) (উত্তরে ইভান্সটন না থাকলে শিকাগো দিতে হবে; ইভান্সটন শহরটি শিকাগোর ১০ মাইল উত্তরে অবস্থিত) তথ্যসূত্র : www.rotary.org অ্যামনেস্টিইন্টারন্যাশনাল(Amnesty International; a.k.a.- Amnesty, AI) মানবাধিকার সংরক্ষণে কাজ করা একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও- Non-governmental organisation) প্রতিষ্ঠিত হয়- ১৯৬১ সালে সদর দপ্তর- লন্ডন বর্তমান মহাসচিব- সলিল শেঠী (ভারত) প্রাক্তন মহাসচিব- আইরিন খান (বাংলাদেশ) তথ্যসূত্র : www.amnesty.org ট্রান্সপারেন্সিইন্টারন্যাশনাল বর্তমান চেয়ারপার্সন- ড. হিউগেট লেবেল আরোকিছুস্বেচ্ছাসেবীসংগঠন- সংগঠন সদরদপ্তর বিবরণ অক্সফাম লন্ডন বৃটেন ভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা; মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে পরিবহন ও যাতায়াত ব্যবস্থা পুনর্নির্মাণে সহায়তা করেছিল পিসকর্পস ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা কেয়ার যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রভিত্তিক সাহায্য সংস্থা অরবিস ভাসমান (Flying) চক্ষু হাসপাতাল (যুক্তরাষ্ট্র) গ্রিনপিস নেদারল্যান্ডভিত্তিক পারমাণবিক বিস্ফোরণ বিরোধী পরিবেশবাদী গ্রুপ Abolition 2000 পারমাণবিক অস্ত্র বিলোপ সাধনে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ডওয়াচ যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশবাদী গ্রুপ ডেমোক্রেসিওয়াচ বাংলাদেশভিত্তিক বেসরকারি জরিপ পরিচালনাকারী সংস্থা ফ্রিডমহাউস ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রভিত্তিক বুদ্ধিজীবীদের সংগঠন বিভিন্ন সংস্থা, জোট ও সংগঠনের প্রতিষ্ঠাসাল ১৮৬৬ Red Cross ১৯০৫ Rottery Int’l ১৯১৯ ILO (+২য় ভার্সাই চুক্তি) ১৯২৩ INTERPOL ১৯৪৫ UN, UNESCO, IMF, আরব লীগ, WB, FAO ১৯৪৮ WHO (+মানবাধিকার চুক্তি) ১৯৪৯ COMMONWEALTH, NATO (+জেনেভা কনভেনশন) ১৯৫৩ UNICEF ১৯৫৫ WARSHAW PACT (বিলুপ্তি- ১৯৯১) ১৯৬০ OPEC, IDA ১৯৬১ NAM, Amnesty Int’l ১৯৬৩ OAU(পরে AU, ২০০২ সালে) ১৯৬৬ ADB (+তাসখন্দ চুক্তি) ১৯৬৭ ASEAN ১৯৬৯ OIC ১৯৭৩ IDB (+প্যারিস চুক্তি) ১৯৮৫ SAARC ১৯৯৫ WTO, EU(ম্যাসট্রিক্ট চুক্তি- ১৯৯২) (+ডেটন চুক্তি) ১৯৯৭ BIMSTEC, D-8 (+শান্তিচুক্তি, কিয়োটো, অটোয়া চুক্তি) ২০০২ AU(পূর্বে- OAU) * (+ ) এর মাঝে উল্লিখিত চুক্তিগুলো একই সালে সম্পাদিত হওয়ায় মনে রাখার সুবিধার্থে এখানেও দেওয়া হলো। বাংলাদেশের সদস্যপদ লাভ ১৯৭২ COMMONWEALTH (৩২), IMF ১৯৭৪ UN (১৩৬), OIC ১৯৭৬ INTERPOL ১৯৮০ WOA (World Olympic Assoc.) ১৯৯৫ WTO (১২৪)