Search This Blog

আন্তর্জাতিক সংস্থা, সংগঠন ও জোট (পর্ব ৩): বিশ্বব্যাংক(World Bank) বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়- ১৯৪৫ সালে বিশ্বব্যাংকের সদরদপ্তর- ওয়াশিংটন ডিসি (সকল সংস্থার সদর দপ্তরও ওয়াশিংটন ডিসিতে) বিশ্বব্যাংকের বর্তমান সদস্য- ১৮৭ বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট- রবার্ট জোয়েলিক বিশ্বব্যাংকের গঠিত হয়- ব্রিটন উডস চুক্তির মাধ্যমে বিশ্বব্যাংকের মূল সংস্থা- ৫টি; *.ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকন্স্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট (International Bank for Reconstruction and Development) (IBRD) *.ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (International Development Association) (IDA) *.ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (International Finance Corporation) (IFC) *.মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (Multilateral Investment Guarantee Agency) (MIGA) *.ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস (International Centre for Settlement of Investment Disputes) (ICSID) বিশ্বব্যাংক বলতে মূলত IBRD ও IDA কে বোঝানো হয় (সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ IBRD; পরীক্ষায় আসলে IBRD উত্তর করতে হবে) সম্প্রতি নিজেদেরকে বিশ্বব্যাংক থেকে প্রত্যাহার করেছে- ভেনিজুয়েলা ও ইকুয়েডর জাতিসংঘের সদস্য না হয়েও বিশ্বব্যাংকের সদস্য- কসোভো ইন্টারন্যাশনালব্যাংকফররিকন্স্ট্রাকশনএন্ডডেভেলপমেন্ট(IBRD) সদস্য রাষ্ট্র- ১৮৭ সর্বশেষ সদস্য- টুভ্যালু সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি ইন্টারন্যাশনালডেভেলপমেন্টঅ্যাসোসিয়েশন(IDA) সদস্য রাষ্ট্র- ১৭১ সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি ইন্টারন্যাশনালফিন্যান্সকর্পোরেশন(IFC) সদস্য রাষ্ট্র- ১৮২ সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি মাল্টিল্যাটারালইনভেস্টমেন্টগ্যারান্টিএজেন্সি(MIGA) সদস্য রাষ্ট্র- ১৭৫ সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি ইন্টারন্যাশনালসেন্টারফরসেটলমেন্টঅফইনভেস্টমেন্টডিসপিউটস(ICSID) সদস্য রাষ্ট্র- ১৪৪ সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি তথ্যসূত্র : www.worldbank.org এশীয়উন্নয়নব্যাংক(ADB) ADB প্রতিষ্ঠিত হয়- ১৯৬৬ সালে ADB এর বর্তমান সদস্য- ৬৭ টি ADB এর সদর দপ্তর- ম্যানিলা পুনঃনির্বাচিত প্রেসিডেন্ট- হারাহিকো কুরোদা (৮ম) তথ্যসূত্র : www.adb.org BIMSTEC BIMSTEC এর পূর্ণ নাম- Bay of Bengal Initiative for Multi-Sector Technical and Economic Cooperation BIMSTEC গঠিত হয়- ৬ জুন, ১৯৯৭ সালে BIMSTEC এর পূর্বনাম- BISTEC BIMSTEC এর সদর দপ্তর- ব্যাংকক BISTEC এর নাম BIMSTEC হয় যে দেশ যোগ দেয়ার পরে- মায়ানমার BIMSTEC এর সদস্য- বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ড, ভূটান, নেপাল (৭টা) বর্তমান চেয়ারম্যান রাষ্ট্র- মায়ানমার তথ্যসূত্র : bimstec.org আসিয়ান(ASEAN) পূর্ণ নাম- Association of Southeast Asian Naions সদর দপ্তর- জাকার্তা বর্তমান সদস্য- ১০ টি তথ্যসূত্র : asean.org সিরডাপ(CIRDAP) CIRDAP প্রতিষ্ঠিত হয়- ১৯৭৯ CIRDAP এর সদস্য- ১৫ টি CIRDAP এর সর্বশেষ সদস্য- ফিজি (জুন ২০১০) CIRDAP এর সদর দপ্তর- ঢাকা CIRDAP এর পূর্ণনাম- Centre on Integrated Rural Development for Asia and the Pacific তথ্যসূত্র : www.cirdap.org.sg/ জাতিসংঘের অঙ্গসংগঠন আন্তর্জাতিকশ্রমসংস্থা(International Labour Organisation) জাতিসংঘের শ্রম বিষয়ক সংস্থা প্রতিষ্ঠা- ১৯১৯ সালে সদর দপ্তর- জেনেভা জাতিসংঘপরিবেশবাদীসংস্থা(IPCC) এটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক অঙ্গ সংগঠন IPCC এর পূর্ণ রূপ- Inter Governmental Panel on Climate Change. প্রতিষ্ঠাকাল- ১৯৮৮ নির্বাহী প্রধান- রাজেন্দ্র কে পাটোরি(ভারত) নোবেল পুরস্কার লাভ- ২০০৭ সাল তথ্যসূত্র : www.ipcc.ch UN Women জাতিসংঘের সর্বশেষ অঙ্গসংস্থা (১৭তম) অনুমোদন লাভ- ২ জুলাই ২০০৯ কার্যক্রম শুরু- ১ জানুয়ারি ২০১১ পুরো নাম/ আসল নাম- United Nations Entity for Gender Equlity and the Empowerment of Women প্রধান- মিশেল ব্যাচলেট (চিলির প্রথম নারী প্রেসিডেন্ট; জাতিসংঘের পরবর্তী উপমহাসচিব) সদর দপ্তর- নিউইয়র্ক তথ্যসূত্র : www.unwomen.org সামরিকজোট ন্যাটো(NATO) নাম প্রতিষ্ঠাকাল সদরদপ্তর সদস্য মহাসচিব North Atlantic Treaty Organization ১৯৪৯ ব্রাসেলস ২৮টি এন্ডার্স ফগ রাসমুসেন NATO-র পূর্ণরূপ- North Atlantic Treaty Organization প্রতিষ্ঠিত হয়- ১৯৪৯ সালে বর্তমান সদস্য- ২৮টি সদর দপ্তর- ব্রাসেলস ১৯৬৬ সালের আগ পর্যন্ত NATO-র সদর দপ্তর ছিল- প্যারিসে মহাসচিব- এন্ডার্স ফগ রাসমুসেন তথ্যসূত্র : nato.int ইন্টারপোল(INTERPOL) পুলিশের আন্তর্জাতিক সংগঠন নাম প্রতিষ্ঠাকাল সদরদপ্তর সদস্য বাংলাদেশ International Criminal Police Organization ১৯২৩ প্যারিসের লিঁও ১৮৮টি সদস্য (১৯৭৬) পূর্ণরূপ- International Criminal Police Organization প্রতিষ্ঠিত হয়- ১৯২৩ সালে প্রাথমিক সদস্য- ৫০টি বর্তমান সদস্য- ১৮৮টি সদর দপ্তর- প্যারিসের লিঁও বাংলাদেশ সদস্যপদ লাভ করে- ১৯৭৬ সালে International Criminal Police Commission থেকে International Criminal Police Organization হয়- ১৯৫৬ সালে তথ্যসূত্র : www.interpol.int বিলুপ্তহয়েযাওয়াসামরিকজোটসমূহ- WARSAW PACT, SEATO, CENTO আন্তর্জাতিকস্বেচ্ছাসেবীসংস্থা রেডক্রস(Red Cross) চিকিৎসাক্ষেত্রে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন নাম প্রতিষ্ঠাকাল প্রতিষ্ঠাতা/স্বপ্নদ্রষ্টা সদরদপ্তর সদস্য Red Cross ১৮৬৩ হেনরি ডুনান্ট জেনেভা ১৮৫টি পুরো নাম- International Red Cross and Red Crescent Movement প্রতিষ্ঠিত হয়- ১৮৬৩ সালে প্রথম রেডক্রস প্রতিষ্ঠার চিন্তা করেন/ প্রতিষ্ঠাতা- হেনরি ডুনান্ট (সুইজারল্যান্ড) (১৯০১ সালে প্রথম শান্তিতে নোবেল পান) সদর দপ্তর- জেনেভা বর্তমান সদস্য- ১৮৫ (রেডক্রস ও রেডক্রিসেন্ট মিলিয়ে) রেডক্রস দিবস- ৮ মে (হেনরি ডুনান্টের জন্মদিন) রেডক্রসের প্রতীক- লাল ক্রস মুসলিম বিশ্বে রেডক্রসের নাম- রেড ক্রিসেন্ট রেড ক্রিসেন্টের প্রতীক- লাল অর্ধাকৃতি চাঁদ আনুমানিক ভলান্টিয়ার সদস্য- প্রায় ৯ কোটি ৭০ লক্ষ তথ্যসূত্র : www.redcross.int