Search This Blog

কৃষি ও কৃষিজ সম্পদ কৃষি দিবস- ১ অগ্রহায়ণ মোট জমি- ৩ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার একর মোট আবাদী জমি- ২ কোটি ১ লাখ ৫৭ হাজার একর মাথাপিছু আবাদী জমি- ০.২৮ একর কৃষির উপর নির্ভরশীল- ৮০% মানুষ ফসল তোলার ঋতু- ৩টি (ভাদোই, হৈমন্তিক, রবি) শস্য ২ প্রকার, রবিশস্য(শীতকালীন শস্য) ও খরিপ শস্য(গ্রীষ্মকালীন শস্য) অর্থনীতিতে কৃষির অবদান- ২০.৬০% শস্য ভাণ্ডার- বরিশাল মোট কৃষিশুমারি- ৪টি সর্বশেষ কৃষিশুমারি- ১৯৯৭ জাতীয় কৃষিনীতি- ১৯৯৯ কৃষি পণ্য- ধান, পাট, চা, গম, আখ , আলু, তামাক, ডাল, তেলবীজ, মসলা, ফল, মাংস, দুধ, পোল্ট্রি ধান প্রধান খাদ্যদ্রব্য- ধান সবচেয়ে বেশি ধান হয়- ময়মনসিংহে ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান- ৪র্থ ধান উৎপাদনে শীর্ষদেশ- চিন চাল রপ্তানিতে শীর্ষদেশ- থাইল্যান্ড বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটউট- বিরি(BRRI), জয়দেবপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটউট- বারি(BARI), জয়দেবপুর পাট প্রধান অর্থকরী ফসল- পাট পাট গবেষণা ইন্সটিটিউট- ঢাকার শেরে বাংলা নগরে পাট গবেষণা বোর্ড- মানিকগঞ্জ সবচেয়ে বেশি পাট হয়- রংপুরে পাট উৎপাদনে বাংলাদেশের অবস্থান- ২য় পাট উৎপাদনে শীর্ষদেশ- ভারত পাট রপ্তানিতে শীর্ষদেশ- বাংলাদেশ জুটন- ৭০% পাট ও ৩০% তুলার সমন্বয়ে তৈরি এক প্রকার কাপড় পৃথিবীর সবচেয়ে বড় পাটকল- আদমজী পাটকল (১৯৫১) আদমজী পাটকল বন্ধ হয়- ৩০ জুন, ২০০২ আদমজী পাটকল আবার চালু হয়- আন্তর্জাতিক পাট সংস্থার সদর দপ্তর- ঢাকায় নারায়ণগঞ্জ- প্রাচ্যের ডান্ডি চা মোট চা বাগান- ১৬৩টি বাণিজ্যিক ভিত্তিতে প্রথম চা চাষ শুরু হয়- ১৮৫৭ সালে প্রথম চা বাগান- সিলেটের মালনিছড়ায় সর্বশেষ চা বাগান তৈরি করা হয়েছে- পঞ্চগড়ে অর্গানিক চা বাগান তৈরি করা হয়েছে- পঞ্চগড়ে অর্গানিক চায়ের নাম- মীনা চা সবচেয়ে বেশি চা জন্মে- মৌলভীবাজারে চা গবেষণা কেন্দ্র- শ্রীমঙ্গলে চা জাদুঘর- শ্রীমঙ্গলে চা বোর্ড- চট্টগ্রাম চা উৎপাদনে বাংলাদেশের অবস্থান- ১১তম চা উৎপাদনে শীর্ষদেশ- ভারত চা রপ্তানিতে শীর্ষদেশ- কেনিয়া অন্যান্য রেশম বেশি উৎপন্ন হয়- রাজশাহীতে রেশম বোর্ড- রাজশাহীতে তামাক হয়- রংপুরে তুলা উৎপাদনে শীর্ষজেলা- যশোরে রাবার হয়- কক্সবাজারের রামুতে (আরো চট্টগ্রাম, মধুপুর, পার্বত্য চট্টগ্রাম) সবচেয়ে বড় সেচ প্রকল্প- তিস্তা বাঁধ প্রকল্প (রংপুর) ইক্ষু গবেষণা কেন্দ্র- ঈশ্বরদীতে ডাল গবেষণা কেন্দ্র- ঈশ্বরদীতে মসলা গবেষণা কেন্দ্র- বগুড়া আম গবেষণা কেন্দ্র- চাঁপাই নবাবগঞ্জ জুমচাষ- পাহাড়ে চাষ করার এক রকম কৌশল দেশের প্রথম কৃষি জাদুঘর- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-তে অবস্থিত বেশি উৎপণ্ন হয় যে জেলায় উৎপাদনে বাংলাদেশের অবস্থান উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানীয় গবেষণা ইন্সটিটিউট (বোর্ড ও অন্যান্য) ধান ময়মনসিংহ ৪র্থ চিন থাইল্যান্ড জয়দেবপুর (ধান ও চাল, দু’টোই) পাট রংপুর ২য় ভারত বাংলাদেশ ইন্সটিটিউট- ঢাকার শেরে বাংলা নগর বোর্ড- মানিকগঞ্জ চা মৌলভীবাজারে ১১তম ভারত কেনিয়া চা গবেষণা কেন্দ্র- শ্রীমঙ্গলে চা জাদুঘর- শ্রীমঙ্গলে চা বোর্ড- চট্টগ্রাম রেশম রাজশাহী রাজশাহী তামাক রংপুর তুলা যশোর রাবার কক্সবাজার আখ ঈশ্বরদী ডাল ঈশ্বরদী মসলা বগুড়া আম চাঁপাই নবাবগঞ্জ