আন্তর্জাতিক সংস্থা, সংগঠন ও জোট (পর্ব ১):
রাজনৈতিকওআঞ্চলিকজোট
কমনওয়েলথ(Commonwealth)
যে সব দেশ পূর্বে বৃটিশ উপনিবেশের অন্তর্গত ছিল, সে সকল দেশের জোট- কমনওয়েলথ
নাম
প্রতিষ্ঠাকাল
সদরদপ্তর
সদস্য
মহাসচিব
চেয়ারপার্সন
বাংলাদেশ
সম্মেলন
কমনওয়েলথ(Commonwealth)
১৯৪৯
লন্ডনের মার্লবরো হাউজ
৫৪টি
কমলেশ শর্মা (ভারত)
কমলাপ্রসাদ বিশ্বেশ্বর (ত্রিনিদাদ এন্ড টোব্যাগো)
সদস্য
সর্বশেষ- অস্ট্রেলিয়া (পার্থ)
পরবর্তী- শ্রীলংকা (হাম্বানটোটা)
কমনওয়েলথ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়- ১৯৪৯ সালে
কমনওয়েলথ এর আদি নাম- ব্রিটিশ কমনওয়েলথ অব নেশন
কমনওয়েলথ এর সদর দপ্তর- লন্ডনের মার্লবরো হাউজে
কমনওয়েলথ এর প্রধান- রাণী দ্বিতীয় এলিজাবেথ (বৃটেনের রাণী)
কমনওয়েলথ এর বর্তমান মহাসচিব- কমল শর্মা (ভারত)
কমনওয়েলথ এর বর্তমান চেয়ারপার্সন- কমলাপ্রসাদ বিশ্বেশ্বর (ত্রিনিদাদ এন্ড টোব্যাগো)
কমনওয়েলথ দিবস পালিত হয়- প্রতি বছর মার্চ মাসের ২য় সোমবার
কমনওয়েলথ এর সদস্য- ৫৪ টি
ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথ এর সদস্য- মোজাম্বিক ও রুয়ান্ডা
কমনওয়েলথের সদস্যপদ পেতে আগ্রহী- সুদান, আলজেরিয়া, মাদাগাস্কার, দক্ষিণ সুদান ও ইয়েমেন (এদের মধ্যে মাদাগাস্কার ও আলজেরিয়া বৃটিশ উপনিবেশ ছিল না)
ব্রিটিশ উপনিবেশের অন্তর্ভূক্ত হয়েও কমনওয়েলথ এর সদস্য নয়- মায়ানমার, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, মিসর, ইরাক, কুয়েত, সুদান, বাহরাইন ও জর্ডান
সম্প্রতি কমনওয়েলথ যে দেশটিকে বহিস্কার করে- ফিজি (৫ সেপ্টেম্বর,২০০৯)
ফিজিকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল- ২০০৬ সালে (পরবর্তীতে শর্ত পূরণ করতে না পারায় ২০০৯ সালে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়)
ফিজিকে এর আগেও একবার বহিষ্কার করা হয়েছিল- ২০০০-২০০১
পাকিস্তানকে কমনওয়েলথ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়- ১৯৯৯ সালে
পাকিস্তানকে পুনরায় কমনওয়েলথ এর সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়- মে, ২০০৪ সালে
সম্প্রতি যে দেশকে পুনরায় কমনওয়েলথ এর সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়- নাইজেরিয়া (১৯৯৯)
নাইজেরিয়ার সদস্যপদ বাতিল করা হয়- ১৯৯৫ সালে
কমনওয়েলথ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছিল- পাকিস্তান ও জিম্বাবুয়ে (পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে, ১৯৭২ সালে)
কমনওয়েলথ শীর্ষ সম্মেলন:
সাল
তারিখ/সময়
স্থান
২০০৯
২৭-২৯ নভেম্বর
ত্রিনিদাদ এন্ড টোব্যাগো (পোর্ট অফ স্পেন)
২১তম
২০১১
২৮-৩০ অক্টোবর
অস্ট্রেলিয়া (পার্থ)
২২তম
২০১৩
শ্রীলংকা (হাম্বানটোটা)
২৩তম
২০১৫
মরিশাস (পোর্ট লুইস)
২৪তম
তথ্যসূত্র : www.wikipedia.org
জোটনিরপেক্ষআন্দোলন(NAM)
নাম
প্রতিষ্ঠাকাল
সদরদপ্তর
সদস্য
চেয়ারম্যান
এশিয়ারভিসি
সম্মেলন
জোটনিরপেক্ষআন্দোলন(NAM- Non Aligned Movement)
১৯৬১
বান্দুং
১২০
পর্যবেক্ষক সদস্য- ১৭
হোসনি মোবারক
শেখ হাসিনা
সর্বশেষ-
পরবর্তী-
NAM এর পূর্ণরূপ- Non Aligned Movement.
NAM প্রতিষ্ঠিত হয়- ১৯৬১ সালে (বেলগ্রেডে)
NAM এর সদর দপ্তর- বান্দুং(ইন্দোনেশিয়া) (NAM- এর কার্যত কোন সদর দপ্তর নেই, শুধু নামেমাত্র সদর দপ্তর)
NAM এর চেয়ারম্যান- মোহাম্মদ হুসেন টারটায়ি
NAM- এর এশিয়ার আঞ্চলিক ভাইস চেয়ারম্যান- শেখ হাসিনা
NAM এর সর্বশেষ (১৫তম/পঞ্চদশ) সম্মেলন অনুষ্ঠিত হয়- ১১-১৬ জুলাই ২০০৯ সালে (মিসরের শারম আল শেখে)
NAM পরবর্তী (১৬তম/ষোড়শ) সম্মেলন অনুষ্ঠিত হবে- ২৩-২৭ মে, ২০১১ (বালি, ইন্দোনেশিয়া)
NAM এর শীর্ষনম্মেলন বসে- ৩ বছর পর পর
তথ্যসূত্র : csstc.org
ইসলামীসম্মেলনসংস্থা(OIC)
ইসলামিক রাষ্ট্রগুলোর জোট- OIC
নাম
প্রতিষ্ঠাকাল
সদরদপ্তর
সদস্য
মহাসচিব
বাংলাদেশ
সম্মেলন
Organization of Islamic Cooperation (OIC)
১৯৬৯
জেদ্দা
৫৭
একমেলেদ্দিন এহসানোগলু
সদস্য (১৯৭৪)
সর্বশেষ- ডাকার, সেনেগাল
পরবর্তী- স্থগিত (শারম আল শেখ, মিশর)
OIC- এর পূর্ণরূপ- Organization of Islamic Cooperation
OIC এর আদিনাম- Organization of the Islamic Conference
OIC এর বর্তমান সদস্য- ৫৭ টি
OIC এর সর্বশেষ সদস্য- আইভোরিকোস্ট (২০০১)
OIC এর সদর দপ্তর- জেদ্দা
বাংলাদেশ OIC এর সদস্য পদ লাভ করে- ১৯৭৪ সালে
অমুসলিম রাষ্ট্র হয়েও OIC এর সদস্য- উগান্ডা, রুয়ান্ডা, ক্যামেরুন, বেনিন, সুরিনাম, গায়না ও মোজাম্বিক
তথ্যসূত্র : www.oic- oci.org
আরবলীগ(League of Arab States)
আরব রাষ্ট্রগুলোর জোট, অর্থাৎ আরব সাগরের তীরবর্তী দেশগুলোর জোট- আরব লীগ (পরবর্তীতে দূরবর্তী অনেক দেশও এর সদস্য হয়েছে)
আরব লীগ প্রতিষ্ঠিত হয়- ২২ মার্চ, ১৯৪৫ সালে
আরব লীগ এর প্রতিষ্ঠাকালীন সদস্য- ৬ টি (ইরাক, সিরিয়া, মিশর, জর্ডান, ইয়েমেন, লেবানন ও সৌদিআরব) (৫ মে ইয়েমেন ৭ম সদস্য হিসেবে যোগ দেয়)
আরব লীগের সদর দপ্তর- কায়রো
আরব লীগের বর্তমান/ নবনির্বাচিত মহাসচিব- নাবিল আল আরাবি (৮ম)
সম্প্রতি আরব লীগ এর সম্মেলন অনুষ্ঠিত হয়- ২৭-২৮ মার্চ, ২০১০(লিবিয়ার সার্তে)
পরবর্তী সম্মেলন ইরাকের বাগদাদে হওয়ার কথা ছিল; ২০১২ সালের মার্চ পর্যন্ত এই সম্মেলন স্থগিত করা হয়েছে
তথ্যসূত্র : arableagueonline.org