বাংলাদেশের মুক্তিযুদ্ধ (পর্ব ৪ তথা শেষ পর্ব):
সম্প্রতি (২০১২ সালের ২৭ মার্চ) বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য স্বাধীনতা সম্মাননা দিয়েছে- ১২৯ জন বিদেশি নাগরিক ও সংগঠনকে
মোট- ২৬টি দেশের নাগরিকদের স্বাধীনতা সম্মাননা দেয়া হয়েছে
এক নজরে সম্মাননাপ্রাপ্তগণ
দেশ
উল্লেখযোগ্য নাগরিক
সংগঠন
ভারত (৪৩ জন)
শচীন্দ্র লাল সিংহ, রাজ্যেশ্বর রাও, সিদ্ধান্ত শংকর রায়, পি এ সাংমা, বিচারপতি সা’দত আবুল মাসুদ, মহারানী বিভা কুমারী দেবী, প্রফেসর দিলীপ চক্রবর্তী,সমর সেন, দেবদুলাল বন্দোপাধ্যায়,পণ্ডিত রবিশংকর,ওস্তাদ আকবর আলী খাঁ, মাদার তেরেসা,ওয়াহিদা রহমান, সুনীল দত্ত, জে পি নারায়ণ,জ্যোতি বসু,গৌরী প্রসন্ন মজুমদার,অন্নদাশংকর রায়,জগজীবন রাম, অরুন্ধতি ঘোষ, ভূপেশ গুপ্ত, কাইফি আজমী,ভূপেন হাজারিকা,অ্যাডভোকেট সুব্রত রায় চৌধুরী,ফিল্ড মার্শাল এসএএম মানেকশ,লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব,ল্যান্স নায়েক আলবার্ট এক্কা পরমী বীরচক্র,নারায়ণ দেশাই,মানিক সরকার, আইপি গুপ্ত, জি বি হাসপাতালের সার্জন সুপারিনটেন্ডেন্ট ডা. রথিন দত্ত, রওশন আরা বেগম সামা, দশরথ দেব বর্মন,লতা মুঙ্গেশকর,ডিপি ধর, জেনারেল উবান, গোলক মজুমদার, পিএন হাকসার, ড. কিরণ সিং, সরদার শরণ সিং, শরৎ চন্দ্র সিংহ
মিত্রবাহিনী
রাশিয়া (১০ জন)
নিকোলাই ভিক্টোরোভিচ পোডগরনি, আঁদ্রে গ্রোমিকো, ইয়াকভ আলেকজান্দ্রোভিচ মালিক, আলেক্সি নিকোলেভিচ কোসিগিন, প্রফেসর ভ্লাদিমির স্ট্যানিস, লিওনেড ব্রেজনেভ, নিকোলাই ফিরোবিন, আনাতলি ডবরিনিন
অ্যাডমিরাল জুয়েনকু ও তার দল, সিপিএসইউ
যুক্তরাষ্ট্র (২১ জন)
সিনেটর এডওয়ার্ড মুর কেনেডি, রিচার্ড টেনলর, প্রফেসর রবার্ট ডরফিনান, অ্যানা ব্রাউন টেনলর,আর্চার কে ব্লাড,লিয়ার লেভিন,ফাদার উইলিয়াম রিচার্ড টিম, সিনেটর ফ্রেড রয় হেরিস, টমাস ডাইন, ডা. জোসেফ গার্স্ট, সিনেটর ফ্রাংক চার্চ, উইলিয়াম গ্রিনো, এডওয়ার্ড সি মেসন, প্রফেসর এডওয়ার্ড সি ডিকম জুনিয়র, ডেভিড ওয়াইজব্রড,অ্যালেন গিনসবার্গ,সিনেটর উইলিয়াস স্যাক্সবি, সিনেটর জর্জ ম্যাকগাভার্ন, কংগ্রেসম্যান মর্নেলিয়াস গ্যালাগার, শহীদ ফাদার উইলিয়াম ইভান্স ও প্রফেসর জে কেনেথ গলব্রেথ
যুক্তরাজ্য (১২ জন)
স্যার এডওয়ার্ড রিচার্ড জর্জ হিথ, লর্ড হ্যারল্ড উইলসন, লর্ড রিচার্ড ডেভিড শোর, মাইকেল বার্নস,সায়মন ড্রিং, জর্জ হ্যারিসন,ব্রুস ডগলাস মান, জুলিয়াস ফ্রান্সিস, পল কানেট, ইলেন কানেট,বিমান মল্লিকও মার্ক টালি
যুগোশ্লাভিয়া
মার্শাল জোসেফ টিটো
ইতালি
ফাদার মারিও ভ্যারোনিচি
জাপান
তাকাশি হায়াকাওয়া, প্রফেসর ইওসি নারা, কাতামাসা সুজুকি, নাওয়াকি উসুই
নেপাল
ড. রাম রামন যাদব, বি পি কৈরালা
কিউবা
ফিদেল কাস্ত্রো
আর্জেন্টিনা
ভিক্টোরিয়া ওকাম্পো, হোর্হে লুইস বোর্হেস
ভেনিজুয়েলা
কার্দেনাল হোসে উমবের্তো কিনতারো
সুইজারল্যান্ড
প্রফেসর জ্যঁ জিলার এমপি
ভুটান
জিগমে দর্জি ওয়াংচুক
সুইডেন
ওলফ পামে, প্রফেসর গানার মিরডাল
ডেনমার্ক
ড. কার্সটিন ওয়াস্টার গার্স্ট
মালয়েশিয়া
ড. এ সুরিয়ান
শ্রীলংকা
স্যার সেনারত্ন গুণবর্ধন
নেদারল্যান্ডস
ডমসেস কিনটেন ওয়াটে বাগ
দক্ষিণ কোরিয়া
হং সুক জা
পোল্যান্ড
অগাস্ট জালেস্কি
ভিয়েতনাম
মাদার বিন
জার্মানি
উইলি ব্রান্ট, বারবারা দাশগুপ্ত,সুনীল দাশগুপ্ত,এরিক হোয়েনকার
অস্ট্রেলিয়া
উইলিয়াম এ এস ওরিল্যান্ড বিপি
অস্ট্রিয়া
রুনো ক্রেইস্কি
কানাডা
পিয়ার ট্রুডো
আয়ারল্যান্ড
শন ম্যাকব্রাইড, ব্যারিস্টার নোরা শেরিফ, কিরিল্লোউইচ কোস্কই
অন্যান্য সংগঠন
জাতিসংঘ শরণার্থী বিষয়ক প্রতিষ্ঠান (UNHCR), BBC (ব্রিটিশ),আকাশবাণী (ভারতীয়),কলকাতা বিশ্ববিদ্যালয় সহায়ক সমিতি, রমেশচন্দ্র ও বিশ্ব শান্তি পরিষদ,অক্সফাম (ব্রিটিশ),ICRC, আঁদ্রে মারলো (ফরাসি)