বাংলার ইতিহাস: ইউরোপীয়দের আগমন ও বৃটিশ আমল (পর্ব দুই ও শেষ পর্ব):
ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বৃটিশ বিরোধী আন্দোলন
আন্দোলন
সময়কাল
প্রধাননেতা
গুরুত্বপূর্ণতথ্য
ফকিরআন্দোলন
ফকির মজনু শাহ
অন্যান্য- ভবানী পাঠক
তিতুমীরেরআন্দোলন
তিতুমীর
*.প্রকৃত নাম- সৈয়দ নিসার আলী
*.মৃত্যু- ১৮৩১
*.১ম বাঙালি শহীদ
*.বাঁশের কেল্লা- নারিকেলবাড়িয়ায়
*.ধ্বংস হয়- ১৮৩১ সালে
ফরায়েজীআন্দোলন
হাজী শরীয়তউল্লাহ
*.জন্ম- ১৭৮১; শরীয়তপুরে
*.মৃত্যু- ১৮৪০
*.পরবর্তী নেতা- দুদু মিয়া (হাজী শরীয়তউল্লাহর পুত্র)
সিপাহীবিদ্রোহ
১৮৫৭
*.শুরু হয়- ব্যারাকপুর থেকে
*.এনফিল্ড রাইফেলের চর্বির টোটায় গরু ও শূকরের মাংস মেশানোর গুজব
*.ফলাফল- ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। ভারত সরাসরি রাণী ভিক্টোরিয়ার শাসনাধীন হয়।
নীলবিদ্রোহ
অবসান ঘটে- ১৮৬০
*.ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয় ১৮ শতকের শেষের দিকে
*.গুরুত্বপূর্ণ বই(নাটক)- নীল দর্পণ (দীনবন্ধু মিত্র)
চাকমাবিদ্রোহ
১৭৭৬-৮৭
জুম্মা খান
সাঁওতালবিদ্রোহ
১৮৫৫-৫৬
২ ভাই- কানু আর সিদু
বৃটিশ আমলে ধর্ম ও সমাজ সংস্কারকগণ
রাজারামমোহনরায়
ব্রাহ্মসমাজ’প্রতিষ্ঠা-১৮২৮
‘ব্রাহ্মধর্ম’প্রবর্তন(একেশ্বরবাদপ্রবর্তনওপ্রচার)
সতীদাহপ্রথারহিতকরণেভূমিকা-১৮২৯(লর্ডবেন্টিঙ্কেরআমলে)
রাজাউপাধিদেন-সম্রাটদ্বিতীয়আকবর
হাজীমুহম্মদমুহসীন
হুগলির ইমামবাড়া নির্মাণ করেন
মুসলমানদের শিক্ষার জন্য সর্বস্ব দান করেন
ঈশ্বরচন্দ্রবিদ্যাসাগর
বিধবা বিবাহ প্রচলনে ভূমিকা- ১৯৫৬ (লর্ড ডালহৌসী)
নিযুক্ত ছিলেন- ফোর্ট উইলিয়াম কলেজ, সংস্কৃত কলেজ
নওয়াবআব্দুললতিফ
মোহামেডানলিটারেরিসোসাইটি’ প্রতিষ্ঠা- ১৮৬৩
মুসলিমসাহিত্যসমাজ- ১৮৬৩
১ম মুসলমান আইন পরিষদের সদস্য
সৈয়দআমীরআলী
সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডানঅ্যাসোসিয়েশন- ১৮৭৭
ভারতীয় উপমহাদেশের ১ম প্রিভি কাউন্সিল সদস্য
গ্রন্থ- ‘দি স্পিরিট অফ ইসলাম’, ‘এ শর্ট হিস্টোরি অফ দি সেরাসিনম’
স্যারসৈয়দআহমদখান
আলীগড়আন্দোলন
আলীগড়অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ- ১৮৭৭
আলীগড়মোহামেডান এডুকেশন কনফারেন্স- ১৮৮৬
কংগ্রেস
কংগ্রেস প্রতিষ্ঠা- ১৮৮৫
প্রতিষ্ঠাতা- এ্যালান অক্টোভিয়ান হিউম
মুসলিম লীগ- ১৯০৬
প্রতিষ্ঠাতা- নবাব সলিমুল্লাহ
প্রকৃত নাম- নিখিল ভারত মুসলিম লীগ
বৃটিশ আমলে রাজনৈতিক আন্দোলন ও গুরুত্বপূর্ণ ঘটনা :
অহিংসা ও অসহযোগ আন্দোলনের প্রবক্তা- মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধীর প্রকৃত নাম- মোহনদাস করমচাঁদ গান্ধী
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে- ১৯১৯
রবীন্দ্রনাথ ‘নাইট’ উপাধি প্রত্যাখ্যান করেন- জালিওয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে
খেলাফত আন্দোলন সংঘটিত হয়- ১৯২০ সালে
নেতৃত্ব দেন- মাওলানা মুহম্মদ আলী ও মাওলানা শওকত আলী
বৃটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করেন- মাস্টারদা সূর্যসেন
চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন- ১৮ এপ্রিল, ১৯৩০
মাস্টারদা’কে ফাঁসি দেয়া হয়- ১৯৩১
সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ফাঁসি দেয়া হয়- ক্ষুদিরামকে
‘প্রীতিলতা ওযাদ্দেদার’ জড়িত ছিলেন- মাস্টারদা সূর্যসেনের সঙ্গে বৃটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে
ভারত ছাড় আন্দোলনের সূচনা হয়- ১৯৪২
বাংলায় দূর্ভিক্ষ/পঞ্চাশের মন্বন্তর- ১৯৪৩ (১৩৫০ বঙ্গাব্দ)
দ্বি-জাতিতত্ত্বের প্রবক্তা- মুহম্মদ আলী জিন্নাহ (১৯৩৯)
লাহোর প্রস্তাবের প্রবক্তা- এ কে ফজলুল হক (১৯৪০)
ঋন সালিসী আইন- এ কে ফজলুল হক
বাংলার প্রথম মুখ্যমন্ত্রী/অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী- এ কে ফজলুল হক
ভারত বিভক্তির সময় বাংলার প্রধানমন্ত্রী- হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ভারত-পাকিস্তান বিভক্তির জন্য গঠিত কমিশন- র্যাডক্লিফ কমিশন (লিঙ্ক : সীমান্ত লাইন, র্যাডক্লিফ লাইন)
ভারত-পাকিস্তান বিভক্তির সময় বৃটিশ গভর্নর- লর্ড মাউন্টব্যাটেন
ভারত ও পাকিস্তানের স্বাধীনতা
পাকিস্তান স্বাধীন হয়- ১৪ আগস্ট ১৯৪৭
ভারত স্বাধীন হয়- ১৫ আগস্ট ১৯৪৭