Search This Blog

সংক্ষেপে পৃথিবী (পর্ব ১): পৃথিবীর বয়স- আনুমানিক ৪,৫০০ মিলিয়ন আয়তন- ৫১,০১,০০,৫০০ বর্গকিমি সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে গড়ে- ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড (প্রচলিত তথ্য) (প্রকৃতপক্ ষে- ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৯ মিনিট ১২ সেকেন্ড) পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব- ১৪,৯৫,০০,০০০ কিমি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব- ৩,৮৪,৪০০ কিমি মোট মহাসাগর- ৫টি মোট মহাদেশ- ৭টি মোট রাষ্ট্র- ২০৪টি (তথ্যসূত্র : http://en.wikipedia.or g /wiki/List_of_sovereig n_states) মোট স্বাধীন রাষ্ট্র- ১৯৩টি (জাতিসংঘ স্বীকৃত রাষ্ট্র)(তথ্যসূত্র: http://en.wikipedia.or g /wiki/List_of_sovereig n_states) সর্বশেষ স্বাধীন রাষ্ট্র- দক্ষিণ সুদান মহাদেশ রাষ্ট্র (আয়তন) রাষ্ট্র (জনসংখ্যা) মহাসাগর বৃহত্তম এশিয়া রাশিয়া চীন প্রশান্ত বা প্যাসিফিক ক্ষুদ্রতম ওশেনিয়া ভ্যাটিকান ভ্যাটিকান উত্তর বা আর্কটিক দু’টি মহাদেশে অবস্থিত রাষ্ট্র- তুরস্ক, রাশিয়া দু’টি মহাদেশে অবস্থিত শহর- ইস্তাম্বুল যে দেশের সাথে সবচেয়ে বেশি দেশের সীমান্ত আছে- চীন শীর্ষ ও নিম্নস্থানীয় দেশ রাষ্ট্র (আয়তনে) বৃহত্তম রাশিয়া ক্ষুদ্রতম ভ্যাটিকান রাষ্ট্র (জনসংখ্যা) বৃহত্তম চীন ক্ষুদ্রতম ভ্যাটিকান ঘনবসতিতে সর্বোচ্চ বাংলাদেশ সর্বনিম্ন মঙ্গোলিয়া স্বাক্ষরতার হারে সর্বোচ্চ স্লোভাকিয়া সর্বনিম্ন মাথাপিছু আয়ের ভিত্তিতে সর্বোচ্চ লুক্সেমবার্গ সর্বনিম্ন মোজাম্বিক গড় আয়ুতে সর্বোচ্চ জাপান সর্বনিম্ন সোয়াজিল্যান্ড উচ্চতম অট্টালিকা সর্বোচ্চ বুর্জ দুবাই (দুবাই, সংযুক্ত আরব আমিরাত) বিশ্বের সমুদ্র বন্দরবিহীন দেশসমূহ মহাদেশ দেশসমূহ মোট এশিয়া নেপাল ভুটান আফগানিস্তান লাওস মঙ্গোলিয়া কাজাকিস্তান কিরগিস্তান উজবেকিস্তান তাজাকিস্তান তুর্কমেনিয়া আজারবাইজান ১১ টি আফ্রিকা মালি নাইজার উগান্ডা বতসোয়ানা জিম্বাবুই রুয়ান্ডা বুরুন্ডি মালাবি জাম্বিয়া সোয়াজিল্যান্ড চাঁদ মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র বারকিনা ফাসো লেসোথো ইথিওপিয়া ১৫ টি ইউরোপ অস্ট্রিয়া সুইজারল্যান্ড মালদোভা শ্লোভাকিয়া চেক প্রজাতন্ত্র হাঙ্গেরি বেলারুশ লুক্সেমবার্গ আর্মেনিয়া সার্বিয়া ১০ টি দক্ষিণ আমেরিকা প্যারাগুয়ে বলিভিয়া ২ টি সর্বমোট ৪৪ টি একনজরে মহাদেশ পরিচিতি মহাদেশ আয়তন (বর্গ কিমি) লোকসংখ্যা দেশ সংখ্যা (স্বাধীন দেশ) জাতিসংঘ ভুক্ত দেশ সর্বোচচ স্থান (মিটার) এশিয়া ৪,৪৪,৯৩,০০০ ৪১২ কোটি ১১ লাখ ৫৪ ৪৮ মাউন্ট এভারেস্ট (৮৮৫০) আফ্রিকা ২,৯৮,০০,৪৫০ ১০০কোটি ৯৯ লাখ ৫৬ ৫৪ কিলিমাঞ্জারো (৫৯৬৩) উত্তর আমেরিকা ২,৪৩,২০,১০০ ৫৩ কোটি ৩৩ লাখ ২৩ ২৩ ম্যাককিনলে (৬১৯৪) দক্ষিন আমেরিকা ১,৭৫,৯৯,০৫০ ৩৮ কোটি ২ লাখ ১২ ১২ আকাঙ্গাগুয়া (৬৯৫৯) ইউরোপ ১,০৫,৩০,৭৫০ ৭৩ কোটি ২২ লাখ ৪৮ ৪৬ মাউন্ট এলবুর্জ (৫৬৩৩) ওশেনিয়া ৭৬,৮৭,১২০ ৩ কোটি ৫৪ লাখ ১৪ ১৪ পুঁসাক জায়া (৪৮৮৪) এন্টার্কটিকা ১,৫২,০৪,৫০০ ৪ হাজার - - ভিনসন মাসিক (৪৮৯৭) মোট ১৪,৮৯,৫০,৩২০ ৬৮২ কোটি ৯৮ লাখ ২০৪ ১৯৩ পৃথিবীর বিভিন্ন অঞ্চল পরিচিতি প্রশান্ত মহাসাগরে ওশেনিয়ায় ৩টি বিশেষ অঞ্চল রয়েছে- অঞ্চলের নাম অন্তর্গত দেশসমূহ মাইক্রোনেশিয়া ক্যারোলিন দ্বীপপুঞ্জ মার্শাল দ্বীপপুঞ্জ মারিয়ানা দ্বীপপুঞ্জ (গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জ) কিরিবাতি (বানাবা ও জিলবার্ট দ্বীপপুঞ্জ) নাউরু পালাউ মেলোনেশিয়া পাপুয়া নিউগিনি ফিজি সলোমন দ্বীপপুঞ্জ ভানুয়াতু মালুকু দ্বীপপুঞ্জ (ইন্দোনেশিয়া) নিউ ক্যালিডোনিয়া (ফ্রান্স) নিউগিনি (ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনি) বিসমার্ক (পাপুয়া নিউগিনি) সান্তা ক্রুজ দ্বীপপুঞ্জ (সলোমন দ্বীপপুঞ্জ) পলিনেশিয়া সামোয়া আমেরিকান সামোয়া (মার্কিন যুক্তরাষ্ট্র) হাওয়াই (মার্কিন যুক্তরাষ্ট্র) টুভ্যালু টোঙ্গা মারকুয়েজ আইল্যান্ড ইস্টার আই্ল্যান্ড (চিলি) নিউজিল্যান্ড কুক দ্বীপপুঞ্জ (নিউজিল্যান্ড) নিউ (নিউজিল্যান্ড) তোকেলউ (নিউজিল্যান্ড) ফ্রেঞ্চ পলিনেশিয়া (ফ্রান্স) নরফোক আইল্যান্ড (অস্ট্রেলিয়া) পিটকেয়ার্ন আইল্যান্ড (বৃটেন) রাজনৈতিক গুরুত্বপূর্ণ অঞ্চল অঞ্চলের নাম অন্তর্গত দেশসমূহ অন্যান্য তথ্য আরব উপদ্বীপের রাষ্ট্রসমূহ সৌদি আরব কুয়েত কাতার সংযুক্ত আরব আমিরাত ওমান বাহরাইন ইয়েমেন