Search This Blog

বাংলার ইতিহাস: ইউরোপীয়দের আগমন ও বৃটিশ আমল (পর্ব ১): বাংলায় ইউরোপীয়দের আগমন ক্রমানুসারে জাতিরনাম গুরুত্বপূর্ণ তথ্য পর্তুগিজ *.ভারতের আসার জলপথ আবিষ্কার (১৪৮৭ সালে) *.১৪৮৭ সালে- বার্থলোমিউ দিয়াজ উত্তমাশা অন্তরীপে পৌছান *.ভাস্কো দা গামা সেই পথ দিয়ে ভারতবর্ষে আসেন- ১৪৯৮ সালে *.ভাস্কো দা গামা কালিকট বন্দরে আসেন *.ভারতে আসতে ভাস্কো দা গামা আরব নাবিকদের সাহায্য নেন *.ইউরোপীয়দের মধ্যে প্রথম ভারতে আসে ও ঘাঁটি স্থাপন করে *.ঘাঁটি স্থাপন করে- ১৫১৬ সালে ওলন্দাজ *.ডাচ বা নেদারল্যান্ডের অধিবাসীদের ওলন্দাজ বলা হয় দিনেমার *.ডেনমার্কের অধিবাসীদের দিনেমার বলা হয় ইংরেজ *.ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন- ১৬০০ সালে *.উদ্দেশ্য ছিল- ব্যবসা করা *.উপমহাদেশে/বাংলায় ইংরেজদের প্রথম কুঠি- সুরাটে (১৬০৮ সালে) *.কলকাতার ফোর্ট উইলিয়াম দূর্গ স্থাপন- ১৭০০ সালে ফরাসি *.ইউরোপীয়দের মধ্যে সবার শেষে আসে *.উদ্দেশ্য ছিল সাম্রাজ্য স্থাপন বাংলার প্রথম নবাব- মুর্শিদকুলী খান বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন- মুর্শিদকুলী খান সিরাজ-উদ-দৌলার বীরত্ব, মীর জাফর গংয়ের বিশ্বাসঘাতকতা ও বাংলায় ইংরেজ প্রভূত্ব প্রতিষ্ঠা সিরাজ-উদ-দৌলা বাংলার নবাব হন- ১৭৫৬ সালে বাংলার প্রথম স্বাধীন নবাব- মুর্শিদকুলী খান বাংলার শেষ স্বাধীন নবাব- সিরাজ-উদ-দৌলা কলকাতার নাম রাখেন- আলিনগর অন্ধকূপ হত্যা(১৭৫৬) একটি মিথ্যা অভিযোগ হলওয়ে সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে বৃটিশদের ফোর্ট উইলিয়াম দূর্গে ১২৩ জন ইংরেজকে আটকে রেখে নির্মমভাবে হত্যার মিথ্যা অভিযোগ/কাহিনী প্রচার করে। এটাই ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত। পরবর্তীতে এটা মিথ্যা প্রমাণ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে নবাব সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে ইংরেজরা যুদ্ধ করে। পলাশীর যুদ্ধ (২৩ জুন, ১৭৫৭; পলাশীর প্রাণ্তর) পক্ষ- বাংলার নবাব সিরাজ-উদ-দৌলা ও ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ পরাজিত পক্ষ- বাংলার নবাব সিরাজ-উদ-দৌলা সিরাজ-উদ-দৌলার পরাজয়ের মূল কারণ- প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতা সিরাজ-উদ-দৌলার হত্যাকারী- মোহাম্মদী বেগ বক্সারের যুদ্ধ সময়- ১৭৬৪ সাল পক্ষ- ইংরেজ ও মীর কাসিম পরাজিত পক্ষ- মীর কাসিম বৃটিশ ভাইসরয়দের গুরুত্বপূর্ণ কাজ/অবদান/ঘটনা নাম কাজ/অবদান/ঘটনা সাল লর্ডক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন (মোঘল সম্রাট শাহ আলমের সঙ্গে চুক্তি করেন) ১৭৬৫ লর্ডকার্টিয়ার ’৭৬-র মন্বন্তর ১৭৭০ (১১৭৬বঙ্গাব্দ) লর্ডওয়ারেনহেস্টিংস *.১মগভর্নরজেনারেল দ্বৈত শাসন ব্যবস্থা রহিত ১৭৭২ ৫ শালা বন্দোবস্ত ১ শালা বন্দোবস্ত রাজধানী মুর্শিদাবাদ থেকে কোলকাতায় স্থানান্তর রাজস্ব বোর্ড গঠন লর্ডকর্নওয়ালিস দশশালা বন্দোবস্ত ১৭৯০ চিরস্থায়ী বন্দোবস্ত + সূর্যাস্ত আইন ১৭৯৩ সিভিল সার্ভিস পরীক্ষা লর্ডউইলিয়ামবেন্টিঙ্ক সতীদাহ প্রথা বিলোপ (রাজা রামমোহন রায়) ১৮২৯ আদালতে আরবির বদলে ফার্সি ভাষা প্রচলন ১৮৩৫ লর্ডডালহৌসি রেল যোগাযোগ ১৮৫৩ বিধবা বিবাহ (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর) ১৮৫৬ স্বত্ববিলোপ নীতি লর্ডক্যানিং কাগজের মুদ্রা প্রচলন ১৮৫৭ সিপাহী বিদ্রোহ ১৮৫৭ ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সরাসরি রাণী ভিক্টোরিয়ার হাতে ১৮৫৮ পুলিশ সার্ভিস ১৮৬১ ১ম বাজেট ১৮৬১ লর্ডরিপন *.‘ভারতেরবন্ধু’খ্যাত ১ম আদমশুমারি ১৮৬১ লর্ডকার্জন বঙ্গভঙ্গ নতুন বাংলা প্রদেশের রাজধানী- ঢাকা ১৯০৫ বাংলা প্রদেশের ১ম লেফটেন্যান্ট গভর্নর- ব্যামফিল্ড ফুলার ১৯০৫ লর্ডহার্ডিঞ্জ(২য়) বঙ্গভঙ্গ রদ ১৯১১ রাজধানী কোলকাতা হতে দিল্লীতে স্থানান্তর হার্ডিঞ্জ ব্রিজ (পদ্মা) ১৯১৫ লর্ডলিনলিথগো ভারত ছাড় আন্দোলন ১৯৪২ পঞ্চাশের মন্বন্তর ১৯৪৩ (১৩৫০ বঙ্গাব্দ) লর্ডমাউন্টব্যাটেন *.সর্বশেষবৃটিশগভর্নর