Search This Blog

বাংলাদেশের সংসদ: জাতীয় সংসদ বাংলাদেশের আইনসভার নাম- জাতীয় সংসদ(House of the Nation) জাতীয় সংসদের প্রতীক-শাপলা বর্তমান আসনসংখ্যা- ৩৫০টি(সংরক্ষিত মহিলা আসন - ৫০টি) সরাসরি ভোটে নির্বাচিত আসন - ৩০০টি জাতীয় সংসদের মেয়াদ-৫বছর সংসদ অধিবেশন আহ্বান, ভঙ্গ ও স্থগিত করতে পারেন- রাষ্ট্রপতি জাতীয় সংসদের সভাপতি- স্পিকার প্রথম স্পিকার ছিলেন- মোহাম্মদ উল্ল্যাহ বর্তমান স্পিকার- এডভোকেট আব্দুল হামিদ খান মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল না- ৪র্থ সংসদে বাংলাদেশের জাতীয় সংসদে এ পর্যন্ত- ২ জন বিদেশি রাষ্ট্রপ্রধান বক্তৃতা দিয়েছেন (যুগোশ্লাভিয়ার মার্শাল টিটো ও ভারতের ভি ভি গিরি) কাস্টিং ভোট- স্পিকারের ভোট অধ্যাদেশ- রাষ্ট্রপতি নিজে যে আইন জারি করেন সরকারি বিল- মন্ত্রীরা যে বিল উত্থাপন করেন বেসরকারি বিল- সংসদ সদস্যরা যে বিল উত্থাপন করেন ফ্লোর ক্রসিং- অন্য দলে যোগদান কিংবা নিজ দলের বিপক্ষে ভোট দান বাংলাদেশের সরকার- সংসদীয় পদ্ধতির সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান- রাষ্ট্রপতি সংসদীয় পদ্ধতিতে সরকারপ্রধান- প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কার্যক্রম চলে- রাষ্ট্রপতির নামে জাতীয় সংসদ ভবন অবস্থিত- শেরে বাংলা নগর, ঢাকা ভিত্তি প্রস্তর স্থাপন- ১৯৬২ ভিত্তি প্রস্তর স্থাপন করেন- আইয়ুব খান স্থপতি-লুইআইকান লুই আই কান- মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক উদ্বোধন করা হয়- ১৯৮২ সালে উদ্বোধন করেন- বিচারপতি আব্দুস সাত্তার সংসদ ভবনের পাশের লেকটির নাম- ক্রিসেন্ট লেক জাতীয় সংসদ নির্বাচন প্রথম জাতীয় সংসদ নির্বাচন- ১৯৭৩ সালে প্রথম নির্বাচনে আসনসংখ্যা- ৩১৫টি (সংরক্ষিত মহিলা আসন- ১৫টি) প্রথম সংসদের অধিবেশন বসে- ১৯৭৩ সালে প্রথম সংসদের স্পিকার- মোহাম্মদ উল্ল্যাহ সরাসরি ভোটে নির্বাচিত একমাত্র প্রেসিডেন্ট- জিয়াউর রহমান নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়- ২০০৮ সালে আসনসংখ্যা- ৩০০টি (৪৫টি সংরক্ষিত মহিলা আসন ) (বর্তমানে মোট সংরক্ষিত নারী আসন- ৫০টি; সংবিধান, পঞ্চদশ সংশোধনী অংশ দ্রষ্টব্য) মোট নারী প্রার্থী- ৬০ জন একাধিক আসনে নারী প্রার্থী- ৩ জন (শেখ হাসিনা, খালেদা জিয়া ও রওশন এরশাদ) নবম জাতীয় সংসদ শেখ হাসিনা- ১৩তম (ত্রয়োদশ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন- গোপালগঞ্জ-৩ সংসদ নেতা- শেখ হাসিনা সংসদ উপনেতা- সৈয়দা সাজেদা চৌধুরী সরকার দলীয় চিফ হুইপ- উপাধ্যক্ষ আব্দুস শহীদ বিরোধী দলীয় নেতা- খালেদা জিয়া বিরোধী দলীয় উপনেতা- সালাহউদ্দিন কাদের চৌধুরী বিরোধী দলীয় চিফ হুইপ- জয়নাল আবেদীন ফারুক সরাসরি ভোটে নির্বাচিত নারী সদস্য- ১৯ জন নতুন মন্ত্রীসভায় নারী মন্ত্রী- ৬ জন নতুন মন্ত্রীসভায় নতুন মুখ- ৩৮ জন স্বরাষ্ট্রমন্ত্রী (দেশের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী)- অ্যাডভোকেট সাহারা খাতুন পররাষ্ট্রমন্ত্রী (দেশের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী)- ডাঃ দীপু মনি সরকারদলীয় হুইপ (দেশের প্রথম মহিলা হুইপ)- সেগুফতা ইয়াসমিন এমিলি স্পিকার- এডভোকেট আব্দুল হামিদ খান ডেপুটি স্পিকার- কর্নেল (অবঃ) শওকত আলী