Search This Blog

বাংলার ইতিহাস: (প্রাচীন আমল- ১): বাঙালি জাতির পরিচয়- শংকর/মিশ্র জাতি হিসেবে ‘বাংলা’ নামকরণ করেন- সুলতান ইলিয়াস শাহ প্রাচীন বাংলার জনপদ বঙ্গ ‘বঙ্গ’-র সঙ্গে ‘আল’ যু্ক্ত হয়ে ‘বঙ্গাল’ সেখান থেকে ‘বাংলা’ নামের উৎপত্তি ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চল (ঢাকা এই অঞ্চলের অন্তর্গত) পুণ্ড্র সবচেয়ে প্রাচীন জনপদ রাজধানী- মহাস্থানগড় (পুণ্ড্রনগর) উত্তরবঙ্গ (বৃহত্তর রাজশাহী, রংপুর ও দিনাজপুর) বরেন্দ্র পুণ্ড্রের অন্তর্গত উত্তরবঙ্গ (গঙ্গা-করতোয়ার মধ্যবর্তী উচ্চভূমি) গৌড় রাজধানী- কর্ণসুবর্ণ চাঁপাইনবাবগঞ্জ ও পশ্চিবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ ও নদীয়া রাঢ় অপর নাম- সূক্ষ্ম ভাগীরথী নদীর পশ্চিম তীরে সমতট রাজধানী- বড়কামতা কুমিল্লা ও নোয়াখালী হরিকেল সিলেট ও পার্বত্য চট্টগ্রাম বাংলার আদি অধিবাসী- কোল, ভেল, সাঁওতাল, মুণ্ডা আদি জনগোষ্ঠীর ভাষা- অস্ট্রিক/ভেড্ডী (অনার্য ভাষা) বাঙালি জাতি গড়ে উঠেছে- অস্ট্রিক, দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে আর্য জাতি বাঙালি মূলত- আর্যদের শাখা আর্যদের ধর্মগ্রন্থ- বেদ বেদের অংশ- ৪টি (ঋক, সাম, যজু, অথর্ব) বেদের রচয়িতা- ঈশ্বর মহাভারতের রচয়িতা- দেবব্যাস রামায়ণের রচয়িতা- বাল্মিকী আর্যসাহিত্যকে বলা হয়- বৈদিক সাহিত্য আর্যসমাজ- ৪ ভাগে বিভক্ত (ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য, শূদ্র) আর্য বিশ্বাস অনুযায়ী যুগ ৪টি- সত্য, দ্বাপর, ত্রেতা, কলি (এখন কলিকাল) গৌতম বুদ্ধ জন্মস্থান- কপিলাবস্তু রাজ্যের/নগরের লুম্বিনী গ্রাম (নেপাল) পিতা- শুদ্ধোধন মাতা- মায়াদেবী বাল্য নাম/নিজের নাম- সিদ্ধার্থ দিব্যজ্ঞান লাভ- ৩৫ বছর বয়সে দিব্যজ্ঞান লাভ করেন- বোধিবৃক্ষের নিচে মৃত্যুস্থান- কুশীনগর (নেপাল) বাংলার- প্রথম সাম্রাজ্য- মৌর্য প্রথম স্বাধীন রাজা- শশাঙ্ক প্রথম স্বাধীন সুলতান- ফখরুদ্দীন মোবারক শাহ শেষ হিন্দু রাজা- লক্ষণ সেন উপমহাদেশে আলেকজান্ডারের আগমন আলেকজান্ডার- গ্রিসের অধিবাসী আলেকজান্ডার- মেসিডোনিয়ার রাজা প্রথম আক্রমণ করেন- হিন্দুকুশ পর্বত ভারত আক্রমণে সৈন্যসংখ্যা- ৪০ হাজার আলেকজান্ডারের গৃহশিক্ষক- এরিস্টটল