Search This Blog

বিশ্বের গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনা, শহর, বন্দর ও রুট (পর্ব ১): বিশ্বের কতিপয় ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থান/শহর এশিয়া ভারত আজমীর ভারতের রাজস্থানে অবস্থিত মুসলমানদের পবিত্র স্থান । মঈনুদ্দিন চিশতীর মাজার এখানে অবস্থিত চেরাপুঞ্জি ভারতের শিলং এ অবস্থিত । পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল দার্জিলিং পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবস্থিত ।পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান সিমলা- ভারতের হিমাচল প্রদেশের রাজধানী । পর্যটকদের জন্য আকর্ষণীয় ও স্বাস্থ্যকর স্থান । ‘সিমলা চুক্তি’র জন্য বিখ্যাত মুম্বাই ভারতের প্রবেশদ্বার ও সমুদ্র বন্দর । শিল্প ও সিনেমা শিল্পের জন্য বিখ্যাত কুতুব মিনার দিল্লীতে অবস্থিত এক সময়ের পৃথিবীর সবচেয়ে উঁচু মিনার বাবরি মসজিদ ভারতের অযোধ্যায় অবস্থিত ষোড়শ শতকে নির্মিত মসজিদ । ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্রপন্থী হিন্দুরা মসজিদ ভেঙ্গে ফেলে স্বর্ণ মন্দির ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে অবস্থিত শিখদের পবিত্র ধর্ম মন্দির ইলোরা ও অজন্তা ভারতের হায়দ্রাবাদে অবস্থিত । প্রাচীন গুহা চিত্রের জন্য বিখ্যাত শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের বোলপুরে অবস্থিত । রবীন্দ্রনাথ কর্তৃক নির্মিত বিশ্ববিদ্যালয়টি শান্তিনিকেতন নামে পরিচিত অমৃতসর পাঞ্জাবে অবস্থিত, শিখ ধর্মাবলম্বীদের পবিত্রতম স্থান পাকিস্তান হরপ্পা পাকিস্তানের মন্টোগোমারী শহরের নিকটে অবস্থিত । সিন্ধু সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশীলা পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত । প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন রয়েছে খাইবার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অবস্থিত তেত্রিশ মাইল লম্বা একটি গিরিপথ মহেঞ্জোদারো পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত প্রাচীন সিন্ধু সভ্যতার জন্য বিখ্যাত নেপাল সিংহ দরবার নেপাল সরকারের প্রধান কার্যালয় শ্রীলঙ্কা এ্যাডামস পীক শ্রীলঙ্কায় অবস্থিত । পবিত্র পর্বত হিসাবে গণ্য করা হয় । পৃথিবীর প্রথম মানব হজরত আদম (আঃ) এর নামে নামকরণ করা হয় মান্না দ্বীপ মুসলিম অধ্যুষিত অঞ্চল আফগানিস্তান কান্দাহার আফগানিস্তানের একটি প্রাদেশিক শহর । কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মায়ানমার আকিয়াব মায়ানমারের একটি সমুদ্র বন্দর চীন সাংহাই চীনের ইয়াংসি নদীর তীরে অবস্থিত বিশ্বের বৃহত্তম শহর তিয়েন আন মেন স্কোয়ার বেইজিং এ অবস্থিত । ১৯৮৯ সালে এখানে ছাত্র আন্দোলনের সময় অনেক ছাত্র নিহত হয়েছিল । মাওসেতুং এখানেই বিপ্লবের ঘোষনা দেন ১৯৪৯ সালে জিনজিয়ান মুসলিম অধ্যুষিত অঞ্চল ইন্দোনেশিয়া বালি ইন্দোনেশিয়ায় অবস্থিত একটি দ্বীপ । বহু মন্দির ও স্মৃতিসৌধ আছে বান্দুং ইন্দোনেশিয়ায় অবস্থিত । ১৯৪৫ সালের আফ্রোএশীয় দেশের যে সম্মেলন এখানে অনুষ্ঠিত হয় তা বাউনুং সম্মেলন নামে অভিহিত । এটাই NAM এর ভিত্তি মারদেকা প্রাসাদ জাকার্তায় অবস্থিত, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন জাপান হিরোশিমা জাপানে অবস্থিত । ১৯৪৫ সালের ৬ আগস্ট বিশ্বের প্রথম আণবিক বোমা এখানে ফেলা হয়েছিল নাগাসাকি জাপানের অন্যতম শিল্প শহর । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৫ সালের ৯ আগস্ট যুক্তরাষ্ট্র ২য় পারমানবিক বোমা নিক্ষেপ করে দক্ষিণ কোরিয়া ব্লু হাউজ সিউলে অবস্থিত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ফিলিপাইন মিন্দানাও ফিলিপাইনে অবস্থিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দ্বীপ । এখানে মরোমুসলিম সংগঠন স্বাধীনতার জন্য আন্দোলন করছে মালকানাং প্রাসাদ ম্যানিলায় অবস্থিত, ফিলিপাইনের প্রেসিডেন্টের সরকারি বাসভবন রাশিয়া ভ্লাদিভস্তক জাপান সাগরের তীরে দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত রাশিয়ার বিখ্যাত সমুদ্র বন্দর ও নৌ-ঘাঁটি । পূর্বাঞ্চলে এটিই রাশিয়ার বৃহত্তম শহর চেচনিয়া মুসলিম অধ্যুষিত অঞ্চল সৌদি আরব মক্কা এই শহরে পবিত্র কাবা শরীফ অবস্থিত ইসরায়েল জেরুজালেম ইসরাইলের রাজধানী । মুসলমান, খ্রিস্টান, ইহুদি তিন ধর্মের লোকদের পবিত্র স্থান । বিখ্যাত আল আকসা মসজিদ এখানে অবস্থিত আল আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত মুসলমানদের পবিত্র মসজিদ । পৃথিবীর প্রথম কিবলা পশ্চিম তীর ইসরাইল অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে অবস্থিত একটি পার্বত্য সমভূমি অঞ্চল নাজারেথ যিশু শৈশবে এখানে বাস করতেন ইরান খাড়গ দ্বীপ ইরানের একটি তৈল সমৃদ্ধ স্থান বন্দর আব্বাস ইরানের একটি বিখ্যাত বন্দর ইরাক ব্যাবিলন ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত । ইরাকের প্রাচীন ঐতিহাসিক নগরী ব্যাবিলনের শূন্য উদ্যান ইরাকে অবস্থিত । পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি বসরা পারস্য উপসাগরের তীরে অবস্থিত ইরাকের অন্যতম বন্দর । খেজুর ও গোলাপের জন্য বিখ্যাত আবাদান বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগার এখানে, এটি ইরাকে অবস্থিত কারবালা ফোরাত নদীর তীরে অবস্থিত; মুসলমানদের পবিত্র স্থান মিশর- ইসরায়েল গাজা মিশর ও ইসরাইলের মাঝে অবস্থিত । ১৯৬৭ সালের আরব-ইসরাইলের যুদ্ধে ইসরাইল গাজার অধিকাংশ স্থান দখল করে নেয় জর্ডান বেথেলহেম জর্ডানে অবস্থিত । যীশুখ্রিষ্ট ও রাজা ডেভিডের জন্মভূমি সিনাই সুয়েজ উপসাগর ও আকাবার মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি উপদ্বীপ তুরস্ক ট্রয় তুরস্কে অবস্থিত একটি প্রাচীন শহর । পৌরাণিক কাহিনীর জন্য বিখ্যাত মরিশাস মরিশাস ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ । পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় ও স্বাস্থ্যকর স্থান আজারবাইজান নাগার্নো কারাবাখ এই অঞ্চল নিয়ে ১৯৯৪ সালে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ হয় (বর্তমানে আজারবাইজানের অধীনে স্বায়ত্ত্বশাসিত নাগার্নো কারাবাখ রিপাবলিক) পূর্ব তিমুর দিলি পূর্ব তিমুরের রাজধানী ও সমূদ্র উপকূলে অবস্থিত মনোরম দৃশ্য সদৃশ ইউরোপ স্কটল্যান্ড ডান্ডি স্কটল্যান্ডে অবস্থিত সমূদ্র বন্দর ও পাট শিল্প কেন্দ্র ইংল্যান্ড বিগবেন বৃটিশ পার্লামেন্ট ভবনের চূড়ায় রক্ষিত বিখ্যাত বড় ঘড়ি ওয়েস্ট মিনিস্টার অ্যাবে লন্ডনে অবস্থিত । বিখ্যাত ব্যাক্তি ও অজ্ঞাতনামা যোদ্ধাদের সমাধিক্ষেত্র গ্রীনিচ ইংল্যান্ডে অবস্থিত । মূল মধ্যরেখা এ স্থানের উপর দিয়ে গিয়েছে । এখানে স্ট্যান্ডার্ড সময় গণনা করা হয় বন্ডস্ট্রীট লন্ডনে অবস্থিত । জুয়েলারী ও টেইলারিং দোকানের জন্য বিখ্যাত ১০ নং ডাইনিং স্ট্রীট বৃটেনের সাবেক প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন