Subjunctive:
Subjunctive verb-এর একটি special form. এর structure টা খুব সহজ। present tense-এর ক্ষেত্রে infinitive থেকে to বাদ দিলে যেই verb টা থাকে সেটা হল subjunctive. Subjunctive- এর ক্ষেত্রে parson-এর কোন প্রভাব থাকে না। অর্থাৎ parson যাই থাকুক না কেন verb-এর কোন পরিবর্তন হবে না। এর কারণ হল subjunctive এর verb-টি এখানে main verb নয়। এখন কথা হল কখন subjunctive ব্যবহার করতে হবে?
Subjunctive কিছু নির্দিষ্ট verb-এর পরে ব্যবহার করা হয়। এবং এই verb গুলো সাধারণত “একজন চাচ্ছে যে আর একজন একটি কাজ করুক (one person wants another person to do something)” এমন অর্থ বোঝায়। verb-গুলো হল:
Advice Order Prefer Urge
Ask Move Propose Suggest
Command Insist Recommend Stipulate
Decree Demand Request Require
Structure of subjunctive:
Subject + main verb (any tense) + that + subject +verb in simple form (subjunctive)
** Subjunctive sentence-এ সবসময় that ব্যবহার করতে হবে। that না বসালে infinitive (to + verb) ব্যবহার করতে হবে।
We urge that he leave now
We urge him to leave now.
Example of subjunctive:
The university requires that all its students take this course.
এখানে “The university” subject, “Require” main verb. এটা subject অনুযায়ী পরিবর্তন হতে পারে। আর “Take” subjunctive এটা সবসময় অপরিবর্তিত থাকবে।