Search This Blog

সন্ধি (পর্ব ৫ ও শেষ): ২. ‘অ/আ’ ছাড়া অন্য স্বরধ্বনির পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে অ, আ, ঘোষ ধ্বনি, নাসিক্য ধ্বনি, অন্তস্থ ধ্বনি কিংবা হ থাকলে ‘ঃ’-র জায়গায় ‘র’ হয়। অর্থাৎ, ‘অ/আ’ ছাড়া অন্য স্বরধ্বনির পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে অ, আ কিংবা, গ, জ, ড, দ, ব কিংবা ঘ, ঝ, ঢ, ধ, ভ কিংবা ঙ, ঞ, ণ, ন, ম কিংবা য, র, ল, ব কিংবা হ থাকলে ‘ঃ’-র জায়গায় ‘র’ হয়। অর্থাৎ, ‘অ/আ’ ছাড়া অন্য স্বরধ্বনির পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে অ, আ, বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি কিংবা য, র, ল, ব কিংবা হ থাকলে ‘ঃ’-র জায়গায় ‘র’ হয়। যেমন- নিঃ+আকার = নিরাকার (ই+ঃ+আ) দুঃ+যোগ = দুর্যোগ (উ+ঃ+য) নিঃ+আকরণ = নিরাকরণ (ই+ঃ+আ) দুঃ+লোভ = দুর্লোভ (উ+ঃ+ল) নিঃ+জন = নির্জন (ই+ঃ+জ) দুঃ+অন্ত = দুরন্ত (উ+ঃ+অ) আশীঃ+বাদ = আশীর্বাদ (ঈ+ঃ+ব) প্রাদুঃ+ভাব = প্রাদুর্ভাব (উ+ঃ+ভ) জ্যোতিঃ+ময় = জ্যোতির্ময় (ই+ঃ+ম) বহিঃ+গত = বহির্গত (ই+ঃ+গ) ব্যতিক্রম: ‘ই/উ+ঃ+র’ হলে ‘ঃ’ লোপ পায় এবং ‘ঃ’-র আগের হ্রস্ব স্বরধ্বনি দীর্ঘ হয়। যেমন- ‘নিঃ+রব’, এখানে ‘ন+ই+ঃ’-এর ‘ই+ঃ’-এর পরে ‘র’ ধ্বনির সন্ধি হয়েছে। সুতরাং এখানে ‘ঃ’ লোপ পাবে এবং ‘ই’-র জায়গায় ‘ঈ’ হবে। অর্থাৎ সন্ধি হয়ে হবে‘নিঃ+রব = নীরব’। এরকম-নিঃ+রস = নীরস। ৩.বিসর্গের পরে তালব্য অঘোষ ধ্বনি (চ, ছ) থাকলে বিসর্গের জায়গায় তালব্য শিশ (শ) ধ্বনি, বিসর্গের পরে মূর্ধণ্য অঘোষ ধ্বনি (ট, ঠ) থাকলে বিসর্গের জায়গায় মূর্ধণ্য শিশ (ষ) ধ্বনি, বিসর্গের পরে দন্ত্য অঘোষ ধ্বনি (ত, থ) থাকলে বিসর্গের জায়গায় দন্ত্য শিশ (স) ধ্বনি হয়। অর্থাৎ, ‘ঃ’-এর পরে ‘চ/ছ’ (তালব্য) থাকলে ‘ঃ’-এর জায়গায় ‘শ’ ‘ঃ’-এর পরে ‘ট/ঠ’ (মূর্ধণ্য) থাকলে ‘ঃ’-এর জায়গায় ‘ষ’ ‘ঃ’-এর পরে ‘ত/থ’ (দন্ত্য) থাকলে ‘ঃ’-এর জায়গায় ‘স’ হয়। যেমন-ঃ +চ/ছ = শ+চ/ছ নিঃ+চয় = নিশ্চয় শিরঃ+ছেদ = শিরশ্ছেদঃ +ট/ঠ = ষ+ট/ঠ ধনুঃ+টঙ্কার = ধনুষ্টঙ্কার নিঃ+ঠুর = নিষ্ঠুরঃ +ত/থ = স+ত/থ দুঃ+তর = দুস্তর দুঃ+থ = দুস্থ ৪. (ক) ‘অ/আ’ স্বরধ্বনির পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে অঘোষ কণ্ঠ্য বা ওষ্ঠ্য ধ্বনি (ক, খ, প, ফ) থাকলে ‘ঃ’-র জায়গায় অঘোষ দন্ত্য শিশ ধ্বনি (স) হয়। অর্থাৎ, ‘অ/আ’-এর পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে ‘ক/খ/প/ফ’ থাকলে ‘ঃ’-র জায়গায় ‘স’ হয়। (খ) ‘অ/আ’ ছাড়া অন্য কোন স্বরধ্বনির পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে অঘোষ কণ্ঠ্য বা ওষ্ঠ্য ধ্বনি (ক, খ, প, ফ) থাকলে ‘ঃ’-র জায়গায় অঘোষ মূর্ধণ্য শিশ ধ্বনি (ষ) হয়। অর্থাৎ, ‘অ/আ’-এর পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে ‘ক/খ/প/ফ’ থাকলে ‘ঃ’-র জায়গায় ‘ষ’ হয়। যেমন- (ক) অ/আ+ঃ+ক/খ/প/ফ (খ) ই/ঈ/উ/ঊ/এ/ঐ/ও/ঔ +ঃ+ক/খ/প/ফ নমঃ+কার = নমস্কার পদঃ+খলন = পদস্খলন নিঃ+কার = নিষ্কর দুঃ+কার = দুষ্কর পুরঃ+কার = পুরস্কার নিঃ+ফল = নিষ্ফল দুঃ+প্রাপ্য = দুষ্প্রাপ্য মনঃ+কামনা = মনস্কামনা বাচঃ+পতি = বাচস্পতি নিঃ+পাপ = নিষ্পাপ দুঃ+কৃতি = দুষ্কৃতি তিরঃ+কার = তিরস্কার বহিঃ+কৃত = বহিষ্কৃত চতুঃ+কোণ = চতুষ্কোণ ভাঃ+কর = ভাস্কর বহিঃ+কার = বহিষ্কার চতুঃ+পদ = চতুষ্পদ আবিঃ+কার = আবিষ্কার ৫. ‘ঃ’-র পরে স্ত, স্থ কিংবা স্প যুক্তব্যঞ্জনগুলো থাকলে পূর্ববর্তী ‘ঃ’ অবিকৃত থাকে কিংবা লোপ পায়। যেমন- নিঃ+স্তব্ধ = নিঃস্তব্ধ/ নিস্তব্ধ দুঃ+স্থ = দুঃস্থ/ দুস্থ নিঃ+স্পন্দ = নিঃস্পন্দ/ নিস্পন্দ ৬. কিছু কিছু ক্ষেত্রে সন্ধির পরও ‘ঃ’ থেকে যায়। যেমন- প্রাতঃ+কাল = প্রাতঃকাল মনঃ+কষ্ট = মনঃকষ্ট শিরঃ+পীড়া = শিরঃপীড়া ৭. কয়েকটিবিশেষ বিসর্গ সন্ধি(এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু নিপাতনে সিদ্ধ বা বিশেষ নিয়মে সাধিত সন্ধি নয়। এগুলো কেবলই বিসর্গ সন্ধি)- বিশেষ বিসর্গ সন্ধি বাচঃ+পতি = বাচস্পতি অহঃ+নিশা = অহর্নিশ ভাঃ+কর = ভাস্কর অহঃ+অহ = অহরহ ভাষা অনুশীলন; ১ম পত্র বাংলাদেশ বিসর্গসন্ধি বিসর্গযুক্ত ‘ই/উ’ ধ্বনির পরে ‘গ/দ’ থাকলে বিসর্গ স্থলে রেফ হয়। (আসলে গ/ঘ ও দ/ধ, ঘোষ ধ্বনি থাকলে) (নিয়ম ২; বিসর্গসন্ধি) ই+ঃ+গ নিঃ+গত = নির্গত ই+ঃ+দ নিঃ+দেশ = নির্দেশ নিঃ+দোষ = নির্দোষ উ+ঃ+গ দুঃ+গত = দুর্গত চতুঃ+গুণ = চতুর্গুণ উ+ঃ+ঘ দুঃ+ঘটনা = দুর্ঘটনা উ+ঃ+দ চতুঃ+দিক = চতুর্দিক আঠারো বছর বয়স বিসর্গসন্ধি দুঃ-উপসর্গের পরে ‘স’ থাকলে সন্ধিবদ্ধ শব্দে বিসর্গ বজায় থাকে। কিন্তু ‘ব’ বা ‘য’ থাকলে বিসর্গের বদলে রেফ হয়। (‘ব’ ঘোষ ধ্বনি এবং ‘য’ অন্তস্থ ধ্বনি বলে বিসর্গের বদলে রেফ হয়।) (নিয়ম ২; বিসর্গসন্ধি) ‘দুঃ+স’ থাকলে বিসর্গ থাকে ‘দুঃ+ব’ বা ‘দুঃ+য’ থাকলে বিসর্গ রেফ হয়ে যায় দুঃ+স দুঃ+ব দুঃ+য দুঃ+সাহস = দুঃসাহস দুঃ+সাধ্য = দুঃসাধ্য দুঃ+বার = দুর্বার দুঃ+যোগ = দুর্যাগ দুঃ+সংবাদ = দুঃসংবাদ দুঃ+সময় = দুঃসময় দুঃ+বিনীত = দুর্বিনীত দুঃ+সহ = দুঃসহ দুঃ+বিষহ = দুর্বিষহ দুঃ+ব্যবহার = দুর্ব্যবহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন *.কোনটি সন্ধিজাত শব্দ সন্ধি (ঘ-১৯৯৯-২০০০) *.‘উচ্ছৃঙ্খল’ এর সন্ধি বিচ্ছেদ কর? (ঘ-২০০১-০২) *.‘শ্রদ্ধাঞ্জলি’ কিভাবে গঠিত হয়েছে? (ঘ-২০০২-০৩) *.‘নীরস’ শব্দের সন্ধিবিচ্ছেদ হল- (ঘ-২০০৩-০৪) *.নিপাতনে সিদ্ধ হয়ে সন্ধিবদ্ধ হয়েছে কোনটি? (ঘ-২০০৪-০৫) *.‘পর্যবেক্ষণ’- এর সন্ধিবিচ্ছেদ (ঘ-২০০৫-০৬) *.নিচের কোনটির সন্ধিবিচ্ছেদ সঠিকভাবে হয়নি (ঘ-২০০৬-০৭) *.৮. ভুল সন্ধি (ঘ-২০০৮-০৯) *.কোন শব্দটি সন্ধিজাত? সংখ্যা (ঘ-২০১০-১১) *.উপরি+উক্ত মিলে কোন শব্দটি গঠিত হয়? (ক-২০০৫-০৬) *.সদ্যোজাত’ শব্দের সন্ধিবিচ্ছেদ (ক-২০০৬-০৭) *.‘প্রিয়ংবদা’-র সন্ধিবিচ্ছেদ কর- (ক-২০০৬-০৭) *.‘আদ্যোপান্ত’ এর সন্ধিবিচ্ছেদ হল (ক-২০০৭-০৮) *.‘দৃশ্য’ শব্দের সন্ধিবিচ্ছেদ হলো- (ক-২০০৮-০৯) *.‘শান্ত’- শব্দের সন্ধিবিচ্ছেদ (ক-২০০৯-১০) *.‘ব্যর্থ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? (গ-২০১০-১১) *.নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? (গ-২০০৯-১০) *.গো+পদ=গোস্পদ *.‘সন্ধি’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হবে: (গ-২০০৯-১০) *.কোনটি ‘অন্তরঙ্গ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ? (গ-২০০৭-০৮) *.কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না? (গ-২০০৬-০৭) *.‘প্রেম’ শব্দের সন্ধি বিচ্ছেদ: (গ-২০০৫-০৬) *.‘গো+অক্ষ=গবাক্ষ’- এটি কোন প্রকার সন্ধি? (গ-২০০৪-০৫)