উপসর্গ (পর্ব ৩ ও শেষ পর্ব):
আরবি উপসর্গ-
উপসর্গ
অর্থ
উদাহরণ/ প্রয়োগ
১
আম
সাধারণ
আমদরবার, আমমোক্তার
২
খাস
বিশেষ
খাসমহল, খাসখবর, খাসকামরা, খাসদরবার
৩
লা
না
লাজওয়াব, লাখেরাজ, লাওয়ারিশ, লাপাত্তা
৪
গর
অভাব
গরমিল, গরহাজির, গররাজি
ইংরেজি উপসর্গ-
উপসর্গ
অর্থ
উদাহরণ/ প্রয়োগ
১
ফুল
পূর্ণ
ফুলহাতা, ফুলশার্ট, ফুলবাবু, ফুলপ্যান্ট
২
হাফ
আধা
হাফহাতা, হাফটিকেট, হাফস্কুল, হাফপ্যান্ট
৩
হেড
প্রধান
হেডমাস্টার, হেডঅফিস, হেডপন্ডিত, হেডমৌলভী
৪
সাব
অধীন
সাব-অফিস, সাব-জজ, সাব-ইন্সপেক্টর
উর্দু-হিন্দিউপসর্গ-
উপসর্গ
অর্থ
উদাহরণ/ প্রয়োগ
হর
প্রত্যেক
হররোজ, হরমাহিনা, হরকিসিম, হরহামেশা,হরেক
ভাষা অনুশীলন; ১ম পত্র
শকুন্তলা
উপর্গযোগে গঠিত শব্দ :
উপসর্গ
শব্দ
অ
অদ্বিতীয়, অনিমিষ
অতি
অতিমাত্র, অতিশয়, অতীত (অতি+ইত), অতিমুক্তলতা
অনু
অনুসন্ধান, অনুষ্ঠান
অব
অবলোকন, অবকাশ, অবতীর্ণ
আ
আদেশ, আকার
নিঃ
নিরপরাধ (নিঃ+অপরাধ), নির্বিঘ্ন (নিঃ+বিঘ্ন), নিঃশঙ্ক
পরি
পরিত্রাণ, পরিণয়, পরিধান, পরিচালিত, পরিহাস, পরিতাপ
প্র
প্রবেশ, প্রবিষ্ট
সম
সমভিব্যাহারে, সম্মুখ, সমাগত, সংযত (সম+যত), সম্বোধন, সন্নিহিত (সম+নিহিত)
একাধিক উপসর্গযোগে গঠিত শব্দ :
শব্দ
গঠন
শব্দ
গঠন
অনতিবৃহৎ
অন+অতি+বৃহৎ
অনুসন্ধান
অনু+সম+ধান
সমভিব্যাহার
সম+অভি+বি+আ+হার
নিরপাধ
নি+অপ+রাধ
সাতিশয়
স+অতি+শয়
প্রতিসংহার
প্রতি+সম+হার
বঙ্গভাষা
অ, অন- উপসর্গ অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দটাকে না-বোধক অর্থ দেয়। যেমন :
উপসর্গ
মূল শব্দ
উপসর্গযোগে গঠিত শব্দ
অ
বোধ
অবোধ
অ
নিদ্রা
অনিদ্রা
অ
বরেণ্য
অবরেণ্য
অ
জ্ঞান
অজ্ঞান
অন
আহার
অনাহার
অন
আগ্রহ
অনাগ্রহ
আমার পূর্ব বাংলা
অ- উপসর্গযোগে গঠিত শব্দ
মূল শব্দ
অ-উপসর্গযোগে
তল
অতল
শেষ
অশেষ
ফুরন্ত
অফুরন্ত
অলসতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন
*.কোনটি তৎসম উপসর্গ নয়? (গ-২০০২-০৩)
*.খাঁটি বাংলা উপসর্গ এর সংখ্যা- (গ-২০০৩-০৪)
*.খাঁটি বাংলা উপসর্গ কোনটি? (গ-২০০৪-০৫)
*.নিলাজ এর ‘নি’ উপসর্গটি: (গ-২০০৫-০৬)
*.অজ
*.নিচের কোনটি তৎসম উপসর্গ নয়? (গ-২০০৭-০৮)
*.কোন শব্দটি খাঁটি বাংলা উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? (গ-২০০৭-০৮)
*.‘হা’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? (গ-২০০৮-০৯)
*.‘প্রণয়’- কোন উপসর্গ? (গ-২০১০-১১)
*.উপসর্গযুক্ত শব্দ- (ক-২০০৯-১০)
*.‘নিমরাজি’ শব্দের ‘নিম’ উপসর্গ কী অর্থ নির্দেশ করে? (ক-২০০৭-০৮)
*.কোন শব্দ উপসর্গ সহযোগে গঠিত নয়? (ক-২০০৭-০৮)
*.‘বেকার’ শব্দের ‘বে’ শব্দাংশকে ব্যাকরণে কী নামে অভিহিত করা হয়? (ক-২০০৬-০৭)
*.উপসর্গজাত শব্দ (ক-২০০৬-০৭)
*.একাধিক উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি? (ক-২০০৬-০৭)
*.‘কদবেল’ শব্দে ‘কদ’ উপসর্গটি ব্যবহৃত হয়েছে- (ঘ-২০১০-১১)
*.অনতিবৃহৎ নিরপরাধ হরিণ সংহারে নিবৃত্ত হোন।– বাক্যটিতে উপসর্গ আছে- (ঘ-২০১০-১১)
*.কোন শব্দটি উপসর্গ সহযোগে গঠিত নয়- (ঘ-২০০৯-১০)
*.‘বিনির্মাণ’ শব্দে ‘বি’ উপসর্গটি কী অর্থে প্রযুক্ত হয়েছে? (ঘ-২০০৯-১০)
*.উপসর্গযুক্ত শব্দ (ঘ-২০০৮-০৯)
*.উপসর্গযুক্ত শব্দ (ঘ-২০০৬-০৭)
*.‘সমভিব্যাহার’ শব্দে উপসর্গের সংখ্যা (ঘ-২০০৩-০৪)
*.নিচের শব্দগুলির কোনটিতে ‘উপ’ উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? (ঘ-২০০৩-০৪)
*.‘অপ’ উপসর্গঘটিত কোন শব্দের অর্থ ইতিবাচক? (ঘ-২০০২-০৩)
*.‘সমভিব্যাহার’ শব্দের উপসর্গ কয়টি? (ঘ-২০০১-০২)
*.অতি
*.পরি
*.প্রতি
*.উপ
*.ইতি
*.অনা