উপসর্গ (পর্ব ২):
তৎসম বা সংস্কৃত উপসর্গ :সংস্কৃত ভাষার যে সব শব্দ তৎসম শব্দের মতো অবিকৃত অবস্থায় হুবুহু বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সেগুলোকে বলা হয় তৎসম বা সংস্কৃত উপসর্গ। তৎসম উপসর্গ শুধুমাত্র তৎসম শব্দের আগে বসে। তৎসম উপসর্গ মোট ২০টি-
প্র
পরা
অপ
সম
নি
অনু
অব
নির
দুর
বি
অধি
সু
উৎ
পরি
প্রতি
অতি
অপি
অভি
উপ
আ
নিচে সংস্কৃত উপসর্গগুলোর প্রয়োগ দেখানো হলো-
উপগর্স
অর্থ
উদাহরণ/ প্রয়োগ
১
প্র
প্রকৃষ্ট/ সম্যক
প্রচলন (প্রকৃষ্ট রূপ চলন/ চলিত যা)প্রভাব, , প্রস্ফুটিত
খ্যাতি
প্রসিদ্ধ, প্রতাপ
আধিক্য
প্রবল (বলের আধিক্য), প্রগাঢ়, প্রচার, প্রসার
গতি
প্রবেশ, প্রস্থান
ধারা-পরম্পরা
প্রপৌত্র, প্রশাখা, প্রশিষ্য
২
পরা
আতিশয্য
পরাকাষ্ঠা, পরাক্রান্ত, পরায়ণ
বিপরীত
পরাজয়, পরাভব
৩
অপ
বিপরীত
অপমান, অপকার, অপচয়, অপবাদ
নিকৃষ্ট
অপসংস্কৃতি (নিকৃষ্ট সংস্কৃতি), অপকর্ম, অপসৃষ্টি, অপযশ
স্তানান্তর
অপসারণ, অপহরণ, অপনোদন
বিকৃত
অপমৃত্যু
সুন্দর
অপরূপ
৪
সম
সম্যক রূপে
সম্পূর্ণ, সমৃদ্ধ, সমাদর
সম্মুখে
সমাগত, সম্মুখ
৫
নি
নিষেধ
নিবৃত্তি, নিবারণ
নিশ্চয়
নির্ণয়
আতিশয্য
নিদাঘ, নিদারুণ
অভাব
নিষ্কলুষ (কলুষতাহীন), নিষ্কাম
৬
অনু
পশ্চাৎ
অনুশোচনা (পূর্বের কৃতকর্মের জন্য অনুশোচনা), অনুগামী (পশ্চাদ্ধাবনকারী), অনুজ, অনুচর, অনুতাপ, অনুকরণ
সাদৃশ্য
অনুবাদ, অনুরূপ, অনুকার
পৌনঃপুন্য
অনুশীলন (বারবার করা) , অনুক্ষণ, অনুদিন
সঙ্গে
অনুকূল, অনুকম্পা
৭
অব
হীনতা
অবজ্ঞা, অবমাননা
সম্যক ভাবে
অবরোধ, অবগাহন, অবগত
নিমেণ/ অধোমুখিতা
অবতরণ, অবরোহণ
অল্পতা
অবশেষ, অবসান, অবেলা
৮
নির
অভাব
নিরক্ষর, নির্জীব, নিরহঙ্কার, নিরাশ্রয়, নির্ঘন
নিশ্চয়
নির্ধারণ, নির্ণয়, নির্ভর
বাহির/ বহির্মুখিতা
নির্গত,নিঃসরণ, নির্বাসন
৯
দুর
মন্দ
দুর্ভাগা, দর্দশা, দুর্নাম
কষ্টসাধ্য
দুর্লভ, দুর্গম, দুরতিক্রম্য
১০
অধি
আধিপত্য
অধিকার, অধিপতি, অধিবাসী
উপরি
অধিরোহণ, অধিষ্ঠান
ব্যাপ্তি
অধিকার,অধিবাস, অধিগত
১১
বি
বিশেষ রূপে
বিধৃত, বিশুদ্ধ, বিজ্ঞান, বিবস্ত্র, বিশুষ্ক,বিনির্মাণ
অভাব
বিনিদ্র, বিবর্ণ, বিশৃঙ্খল, বিফল
গতি
বিচরণ, বিক্ষেপ
অপ্রকৃতিস্থ
বিকার, বিপর্যয়
১২
সু
উত্তম
সুকণ্ঠ, সুকৃতি, সুচরিত্র, সুপ্রিয়, সুনীল
সহজ
সুগম, সুসাধ্য, সুলভ
আতিশয্য
সুচতুর, সকঠিন, সুধীর, সুনিপুণ, সুতীক্ষ্ণ
১৩
উৎ
ঊর্ধ্বমুখিতা
উদ্যম, উন্নতি, উৎক্ষিপ্ত, উদগ্রীব, উত্তোলন
আতিশয্য
উচ্ছেদ, উত্তপ্ত, উৎফুলল, উৎসুক, উৎপীড়ন
প্রস্ত্ততি
উৎপাদন, উচ্চারণ
অপকর্ষ
উৎকোচ, উচ্ছৃঙ্খল, উৎকট
১৪
পরি
বিশেষ রূপ
পরিপক্ব, পরিপূর্ণ, পরিবর্তন
শেষ
পরিশেষ
সম্যক রূপে
পরিশ্রান্ত, পরীক্ষা, পরিমাণ
চতুর্দিক
পরিক্রমণ, পরিমন্ডল
১৫
প্রতি
সদৃশ
প্রতিমূর্তি, প্রতিধ্বনি
বিরোধ
প্রতিবাদ, প্রতিদ্বন্দ্বী
পৌনঃপুন্য
প্রতিদিন, প্রতি মাস
অনুরূপ কাজ
প্রতিঘাত, প্রতিদান, প্রত্যুপকার
১৬
অতি
আতিশয্য
অতিকায়, অত্যাচার, অতিশয়
অতিক্রম
অতিমানব, অতিপ্রাকৃত
১৭
অপি
অপিচ
১৮
অভি
সম্যক
অভিব্যক্তি, অভিজ্ঞ, অভিভূত
গমন
অভিযান, অভিসার
সম্মুখ বা দিক
অভিমুখ, অভিবাদন
১৯
উপ
সামীপ্য
উপকূল, উপকণ্ঠ
সদৃশ
উপদ্বীপ, উপবন
ক্ষুদ্র
উপগ্রহ, উপসাগর, উপনেতা
বিশেষ
উপনয়ন (পৈতা), উপভোগ
২০
আ
পর্যন্ত
আকণ্ঠ, আমরণ, আসমুদ্র
ঈষৎ
আরক্ত, আভাস
বিপরীত
আদান, আগমন
বিশেষ দ্রষ্টব্য :আ, সু, বি, নি-এই চারটি উপসর্গ তৎসম ও বাংলা উভয় উপসর্গ হিসেবেই ব্যবহৃত হয়। রূপের বদল না হলেও এই চারটি উপসর্গকে বাংলা উপসর্গ বলার কারণ, তৎসম শব্দের সঙ্গে ব্যবহৃত হলে সেই উপসর্গকে তৎসম উপসর্গ আর তদ্ভব বা খাঁটি বাংলা শব্দের সঙ্গে ব্যবহৃত হলে সেই উপসর্গকে বাংলা উপসর্গ বলা হয়। তাই এই উপসর্গগুলো যখন তদ্ভব শব্দের সঙ্গে ব্যবহৃত হয়, তখন এগুলোকে বলা হয় বাংলা উপসর্গ। আর যখন তৎসম শব্দের সঙ্গে ব্যবহৃত হয়, তখন বলা হয় তৎসম বা সংস্কৃত উপসর্গ। যেমন, ‘আলুনি’তে আ বাংলা উপসর্গ, আর ‘আকণ্ঠ’তে আ সংষ্কৃত বা তৎসম উপসর্গ।
বিদেশি উপসর্গ :বিভিন্ন বিদেশি ভাষার সঙ্গে সঙ্গে সে সব ভাষার কিছু কিছু উপসর্গও বাংলা ভাষায় গৃহীত হয়েছে। এই সব বিদেশি ভাষার উপসর্গগুলোই বিদেশি উপসর্গ। তবে এই উপসর্গগুলো বাংলা বা সংস্কৃত উপসর্গের মতো নিয়ম মানে না। এগুলো যে কোন শব্দের সঙ্গেই যুক্ত হতে পারে। বিদেশি উপসর্গের কোন নির্দিষ্ট সংখ্যা নেই। কারণ সময়ের সঙ্গে সঙ্গে বিদেশি শব্দের মতোই নতুন নতুন বিদেশি উপসর্গও বাংলায় গৃহীত হচ্ছে। কিছু গুরুত্বপূর্ণ বিদেশি উপসর্গ নিচে দেয়া হলো-
কার
দর
না
নিম
ফি
বদ
বে
বর
ব
কম
ফারসি উপসর্গ-
ফারসি উপসর্গের প্রয়োগ-
উপসর্গ
অর্থ
উদাহরণ/ প্রয়োগ
১
কার
কাজ
কারখানা, কারসাজি, কারচুপি, কারবার, কারদানি
২
দর
মধ্যস্থ, অধীন
দরপত্তনী, দরপাট্টা, দরদালান
৩
না
না
নাচার, নারাজ, নামঞ্জুর, নাখোশ, নালায়েক
৪
নিম
আধা
নিমরাজি, নিমখুন
৫
ফি
প্রতি
ফি-রোজ, ফি-হপ্তা, ফি-বছর, ফি-সন, ফি-মাস
৬
বদ
মন্দ
বদমেজাজ, বদরাগী, বদমাশ, বদহজম, বদনাম
৭
বে
না
বেআদব, বেআক্কেল, বেকসুর, বেকায়দা, বেগতিক, বেতার, বেকার
৮
বর
বাইরে, মধ্যে
বরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ, বরবাদ
৯
ব
সহিত
বমাল, বনাম, বকলম
১০
কম
স্বল্প
কমজোর, কমবখত