৩৪তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সামধান ২০১৩ (পর্ব ১):
বাংলা
১. চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়?
ক. ১৮০০
খ. ১৮৫৭
গ. ১৯০৭
ঘ. ১৯০৯
উত্তর: গ. ১৯০৭
২. বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে-- বাংলা সাহিত্যের প্রাচীন যুগ
ক. ৪৫০-৬৫০
খ. ৬৫০-৮৫০
গ. ৬৫০-১২০০
ঘ. ৬৫০-১২৫০
উত্তর: গ. ৬৫০-১২০০
৩. মধ্যযুগের কবি নন কে?
ক. জয়নন্দী
খ. বড়ু চণ্ডীদাস
গ. গোবিন্দ দাস
ঘ. জ্ঞান দাস
উত্তর: ক. জয়নন্দী
৪. বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে--
ক. ১১৯৯-১২৫০ পর্যন্ত
খ. ১২০১-১৩৫০ পর্যন্ত
গ. ১২৫০-১৩৫০ পর্যন্ত
ঘ. ১২৫০-১৪৫০ পর্যন্ত
উত্তর: খ. ১২০১-১৩৫০ পর্যন্ত
৫. ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন?
ক. উইলিয়াম কেরি
খ. লর্ড ওয়েলেসলি
গ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ঘ. রামরাম বসু
উত্তর: ক. উইলিয়াম কেরি
তথ্যসূত্র: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
৬. বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয়?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রাজা রামমোহন রায়
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৭. মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি?
ক. তিলোত্তমা কাব্য
খ. মেঘনাদ বধ কাব্য
গ. বেতাল পঞ্চবিংশতি
ঘ. বীরাঙ্গনা
উত্তর: গ. বেতাল পঞ্চবিংশতি
৮. কুলীন কুল সর্বস্ব নাটকটি কার রচনা?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. দীনবন্ধু মিত্র
গ. রামনারায়ণ তর্করত্ন
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: গ. রামনারায়ণ তর্করত্ন
৯. নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কি?
ক. নীলকরদের অত্যাচার
খ. ভাষা আন্দোলন
গ. অসহযোগ আন্দোলন
ঘ. তে-ভাগা আন্দোলন
উত্তর: ক. নীলকরদের অত্যাচার
১০. ঘরে বাইরে- উপন্যাসটি কার লেখা?
ক. আলাওল
খ. কাজী দীন মহম্মদ
গ. কাজী মোতাহের হোসেন
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১১. সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি?
ক. পঞ্চতন্ত্র
খ. কালান্তর
গ. প্রবন্ধ সংগ্রহ
ঘ. শাশ্বত বঙ্গ
উত্তর: ক. পঞ্চতন্ত্র
১২. তত্ত্ববোধিনী- পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. অক্ষয়কুমার দত্ত
খ. প্যারীচাঁদ মিত্র
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. সৈয়দ মুজতবা আলী
উত্তর: ক. অক্ষয়কুমার দত্ত
১৩. ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি?
ক. কবর
খ. পায়ের আওয়াজ পাওয়া যায়
গ. জন্ডিস ও বিবিধ বেলুন
ঘ. ওরা কদম আলী
উত্তর: ক. কবর
১৪. ভানুসিংহ ঠাকুর- কার ছদ্ম নাম?
ক. দীনবন্ধু মিত্র
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. প্রমথ চৌধুরী
ঘ. জীবনানন্দ দাস
উত্তর: খ. রবীন্দ্রনাথ ঠাকুর
১৫. কোন কাব্যটি পল্লী কবি জসীম উদ্দীন রচিত?
ক. চৈতালী
খ. রাখালী
গ. ফনিমনসা
ঘ. আলো পৃথিবী
উত্তর: খ. রাখালী
উল্লেখ্য: জসীম উদ্দীন-এর সঠিক বানান জসীমউদদীন
১৬. তুমি আসবে বলে হে স্বাধীনতা- কার কবিতা?
ক. শওকত ওসমান
খ. সিকান্দার আবু জাফর
গ. সুফিয়া কামাল
ঘ. শামসুর রাহমান
উত্তর: ঘ. শামসুর রাহমান
১৭. দেয়াল- রচনাটি কার?
ক. হুমায়ূন আহমেদ
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. বুদ্ধদেব বসু
ঘ. সেলিনা হোসেন
উত্তর: ক. হুমায়ূন আহমেদ
১৮. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
ক. ক্রীতদাসের হাসি
খ. মাটি আর অশ্রু
গ. হাঙর নদী গ্রেনেড
ঘ. সারেং বউ
উত্তর: গ. হাঙর নদী গ্রেনেড
১৯. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।- এ গানের প্রথম সুরকার কে?
ক. আবদুল গাফফার চৌধুরী
খ. আসাদ চৌধুরী
গ. আলতাফ মাহমুদ
ঘ. আব্দুল লতিফ
উত্তর: ঘ. আব্দুল লতিফ
২০. ১৯৮৫ সালে নাসির উদ্দীন স্বর্ণ পদক কে পান?
ক. সৈয়দ আলী আহসান
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. সৈয়দ শামসুল হক
ঘ. সিকান্দার আবু জাফর
উত্তর: ক. সৈয়দ আলী আহসান
ইংরেজি
২১. Who is known as the 'Lady of the Lamp'?
ক. Sorojini Naidu
খ. Hellen Killer
গ. Florence Nightingale
ঘ. Madame Teresa
উত্তর : গ. Florence Nightingale
তথ্যসূত্র: wikipedia.org
মন্তব্য: ফ্লোরেন্স নাইটিঙ্গেল মূলত পরিচিত Lady with the lamp নামে; সেটাকেই আবার কেউ কেউ (হয়তো ভুল করেই) বলেন Lady of the lamp
২২. For which of the following disciplines Nobel Prize is awarded ?
ক. Physices and Chemistry
খ. Physiology or Medicine
গ. Literature, peace and Economices
ঘ. All of the above
উত্তর : ঘ. All of the above
২৩. Lunar eclipse occurs on -
ক. A new moon day
খ. A full moon day
গ. A half moon day
ঘ. A moonless day
উত্তর : খ. A full moon day
তথ্যসূত্র: wikipedia.org
২৪. World 'No-Tobacco Day' is observed on -
ক. May 25
খ. May 28
গ. May 30
ঘ. May 31
উত্তর : ঘ. May 31
২৫. Which of the following ecosystems covers the largest area of the earth's surface ?
ক. Desert Ecosystem
খ. Mountain Ecosystem
গ. Fresh water Ecosystem
ঘ. Marine Ecosystem
উত্তর : ঘ. Marine Ecosystem
তথ্যসূত্র: wikipedia.org
২৬. In Cricket game the length of the pitch between th two wickets is -
ক. 24 yards
খ. 23 yards
গ. 22 yards
ঘ. 21 yards
উত্তর : গ. 22 yards
তথ্যসূত্র: wikipedia.org
২৭. IMF (International Monitary Fund) is the result of -
ক. Hawana Conference
খ. Geneva Conference
গ. Rome Conference
ঘ. Brettonwood Conference
উত্তর : ঘ. Brettonwood Conference
তথ্যসূত্র: official website of IMF
২৮. Dengue fever is spread by -
ক. Aedes aegypti mosquito
খ. Common House flies
গ. Anophilies mosquito
ঘ. Rats and squirrels
উত্তর : ক. Aedes aegypti mosquito
তথ্যসূত্র: official website of WHO
২৯. The international Court of Justice is located in –
ক. New York
খ. London
গ. Geneva
ঘ. Hague
উত্তর : ঘ. Hague
৩০.is equal to -
ক. 11
খ. 13
গ. 15
ঘ. 17
উত্তর : খ. 13