Search This Blog

৩৪তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সামধান ২০১৩ (পর্ব ২ ): ৩১. Badminton i s the national sport of - ক. Malaysia খ. Scotland গ. China ঘ. Nepal উত্তর : ক. Malaysia ৩২. EURO is the currency of - ক. Asia খ. Europe গ. America ঘ. Africa উত্তর : খ. Europe ৩৩. Photosynthesis takes place in - ক. Roots of the plant খ. Stems of the plants গ. Green parts of the plants ঘ. All parts of the plants উত্তর : গ. Green parts of the plants তথ্যসূত্র: wikipedia.org ৩৪. The term PC means - ক. Private computer খ. Prime computer গ. Personal computer ঘ. Professional computer উত্তর : গ. Personal computer তথ্যসূত্র: wikipedia.org ৩৫. Fill in the blank of the following sentence with the right form of verb. if I _____ a king! ক. am খ. was গ. were ঘ. shall be উত্তর : গ. were ৩৬. Tiger : Zoology :: Mars : - ক. Astrology খ. Cryptology গ. Astronomy ঘ. Telescopy উত্তর : গ. Astronomy ৩৭. Maiden speech means - ক. Frist speech খ. Middle speech গ. Maid servent's speech ঘ. Final speech উত্তর : ক. Frist speech ৩৮. N.B stands for - ক. Note before খ. No bar গ. Non bearing ঘ. Nota bene উত্তর : ঘ. Nota bene তথ্যসূত্র: oxford online dictionary ৩৯. What is the masculine gender of "mare" ? ক. Mermaid খ. Bear গ. Stallion ঘ. Dog উত্তর : গ. Stallion ৪০. Botany is to plants as Zoology is to - ক. Flowers খ. Rivers গ. Mountains ঘ. Animals উত্তর : ঘ. Animals সাধারণ জ্ঞান ৪১. ১৯৭১ সনের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়? ক. ৭ মার্চ ১৯৭১ খৃঃ খ. ২৬ মার্চ ১৯৭১ খৃঃ গ. ১০ এপ্রিল ১৯৭১ খৃঃ ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭১ খৃঃ উত্তর: গ. ১০ এপ্রিল ১৯৭১ খৃঃ ৪২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? ক. ১ মার্চ ১৯১৯ খৃঃ খ. ১৭ মার্চ ১৯২০ খৃঃ গ. ১৪ আগস্ট ১৯৪৭ খৃঃ ঘ. ২১ জুন ১৯৪১ খৃঃ উত্তর: খ. ১৭ মার্চ ১৯২০ খৃঃ তথ্যসূত্র: Bangabandhu Online Museum ৪৩. বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? ক. নোয়াখালী খ. ফেণী গ. লালমনিরহাট ঘ. সাতক্ষীরা উত্তর: খ. ফেণী তথ্যসূত্র: দৈনিক সংগ্রাম ৪৪. বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সনে? ক. ১৯৪৭ খৃঃ খ. ১৯৫৮ খৃঃ গ. ১৯৬৪ খৃঃ ঘ. ১৯৬৫ খৃঃ উত্তর: গ. ১৯৬৪ খৃঃ ৪৫. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? ক. ৭ মার্চ ১৯৭৩ খৃঃ খ. ৭ এপ্রিল ১৯৭৩ খৃঃ গ. ১৬ ডিসেম্বর ১৯৭২ খৃঃ ঘ. ৭ ডিসেম্বর ১৯৭২ খৃঃ উত্তর: ক. ৭ মার্চ ১৯৭৩ খৃঃ ৪৬. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সনে? ক. ১৭৫৭ খৃঃ খ. ১৭৭০ খৃঃ গ. ১৮৫৭ খৃঃ ঘ. ১৭৯৩ খৃঃ উত্তর: ঘ. ১৭৯৩ খৃঃ ৪৭. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? ক. এডিবি খ. বিশ্বব্যাংক গ. জাইকা ঘ. আইএমএফ উত্তর: খ. বিশ্বব্যাংক তথ্যসূত্র: official website of ministry of finance, Government of Poeple's Republic of Bangladesh ৪৮. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি? ক. গোমতী খ. জিঞ্জিরাম গ. নাফ ঘ. কর্ণফুলী উত্তর: গ. নাফ ৪৯. বাংলাদেশ শেয়ারবাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে? ক. অর্থ মন্ত্রণালয় খ. প্রধানমন্ত্রীর কার্যালয় গ. বাংলাদেশ ব্যাংক ঘ. সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন উত্তর: ঘ. সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন তথ্যসূত্র: official website of SEC ৫০. জামাল নজরুল ইসলাম কে? ক. ফুটবল খেলোয়াড় খ. অর্থনীতিবিদ গ. কবি ঘ. বৈজ্ঞানিক উত্তর: ঘ. বৈজ্ঞানিক তথ্যসূত্র: বিবিসি ৫১. নিম্নের কোন সংস্থাটি ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে? ক. UNDP খ. UNESCO গ. UNICEF ঘ. UNCTAD উত্তর: খ. UNESCO তথ্যসূত্র: official website of UN ৫২. তাহরির স্কয়ার- কোথায় অবস্থিত? ক. সিউল খ. আম্মান গ. কায়রো ঘ. তেহরান উত্তর: গ. কায়রো তথ্যসূত্র: wikipedia.org ৫৩. কোনটি D-৮ ভুক্ত দেশ নয়? ক. নাইজেরিয়া খ. ভারত গ. মালয়েশিয়া ঘ. তুরস্ক উত্তর: খ. ভারত তথ্যসূত্র: official website of D8 ৫৪. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ক. লন্ডন খ. নিউইয়র্ক গ. প্যারিস ঘ. ভিয়েনা উত্তর: ক. লন্ডন ৫৫. আরব বসন্ত- বলতে কি বুঝায়? ক. আরবের বিভিন্ন দেশে গণজাগরণ খ. আরব অঞ্চলে বসন্তকাল গ. আরব রাজতন্ত্র ঘ. আরবীয় মহিলাদের ক্ষমতায়ন উত্তর: ক. আরবের বিভিন্ন দেশে গণজাগরণ তথ্যসূত্র: wikipedia.org ৫৬. আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ? ক. ফিজি খ. ভ্যাটিকান গ. কুয়েত ঘ. মালদ্বীপ উত্তর: খ. ভ্যাটিকান ৫৭. এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি? ক. নেপাল খ. ভারত গ. ভূটান ঘ. মালদ্বীপ উত্তর: খ. ভারত মন্তব্য: ভারত ও নেপাল উভয়ই হিন্দু রাষ্ট্র ৫৮. লয়াজিরগা- কোন দেশের আইন সভা? ক. ফিজি খ. সিরিয়া গ. লেবানন ঘ. আফগানিস্তান উত্তর: ঘ. আফগানিস্তান তথ্যসূত্র: wikipedia.org ৫৯. কোপেন হেগেন কোন দেশের রাজধানী? ক. ডেনমার্ক খ. বেলজিয়াম গ. ভিয়েতনাম ঘ. আর্মেনিয়া উত্তর: ক. ডেনমার্ক ৬০. শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম? ক. মিসর খ. ইরাক গ. ইরান ঘ. থাইল্যান্ড উত্তর: ঘ. থাইল্যান্ড ৬১. ইউরিয়া থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান প্রহণ করে ? ক. ফসফরাস খ. নোইট্রোজেন গ. পটাশিয়াম ঘ. সালফার উত্তর : খ. নোইট্রোজেন