৩৪তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সামধান ২০১৩ (পর্ব ৪ ও শেষ পর্ব):
৯০. মামুন 240 টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য 1 টাকা কত পড়ত। সে কতগুলি কলম কিনেছিল?
ক. 13 টি
খ. 14 টি
গ. 15 টি
ঘ. 16 টি
উত্তর: গ. 15টি
৯১. একটি পঞ্চভুজের সমষ্টি
ক. ৪ সমকোণ
খ. ৬ সমকোণ
গ. ৮ সমকোণ
ঘ. ১০ সমকোণ
উত্তর: খ. ৬ সমকোণ
৯২. ঘড়িতে এখন ৮টা বাজে। ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো
ক. ১৫০°
খ. ৬০°
গ. ৯০°
ঘ. ১২০°
উত্তর: ঘ. ১২০°
৯৩. ১৭ দিন আগে আবদুর রহিম বলেছিল যে তার জন্মদিন “আগামীকাল”। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?
ক. ৭
খ. ৮
গ. ৯
ঘ. ১০
উত্তর: ক. ৭
৯৪. ০.০৩, ০.১২, ০.৪৮, -- শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?
ক. ০.৯৬
খ. ১.৪৮
গ. ১.৯২
ঘ. ১.৫০
উত্তর: গ. ১.৯২
৯৫. ২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
ক. ৬
খ. ৭
গ. ৮
ঘ. ১০
উত্তর: গ. ৮
৯৬. ইদানিং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায়
ক. খুবই হতাশাবোধ করবেন
খ. বন্ধুদের সাথে বিষয়টি আলাপ করবেন
গ. সংসার-এর প্রতি গভীর মনোযোগ দেবেন
ঘ. ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে মন খারাপ করবেন
উত্তর: গ. সংসার-এর প্রতি গভীর মনোযোগ দেবেন
৯৭. আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হল?
ক. ৯
খ. ১০
গ. ১১
ঘ. ১২
উত্তর: গ. ১১
৯৮. ক খ-এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ-এর মা, চ, ঘ-এর পুত্র। চ-এর সংগে ক-এর সম্পর্ক কি?
ক. ক এর মামা চ
খ. ক এর খালু চ
গ. চ এর নানা ক
ঘ. ক এর চাচা চ
উত্তর : ক. ক এর মামা চ
৯৯. প্রাণদ : জল : মহীজ : ?
ক. সম্বর
খ. গ্রহ
গ. নিঃসর্গ
ঘ. অশ্ব
উত্তর: খ. গ্রহ
১০০.
ক. T, X
খ. X, T
গ. S, T
ঘ. T, B
উত্তর: ক. T, X