Search This Blog

৩৪তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সামধান ২০১৩ (পর্ব ৩ ): ৬২. পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে ? ক. নিউট্রন ও প্রোটন খ. ইলেকট্রন ও প্রোটন গ. নিউট্রন ও পজিট্রন ঘ. ইলেকট্রন ও পজিট্রন উত্তর : ক. নিউট্রন ও প্রোটন ৬৩. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি ? ক. অক্সিজেন পরিবহণ করা খ. রোগ প্রতিরোধ করা গ. রক্ত জমাট বাধতে সাহায্য করা ঘ. উপরে উল্লেখিত সব কয়টি উত্তর : ক. অক্সিজেন পরিবহণ করা ৬৪. সুষম খাদ্যের উপাদান কয়টি ? ক. ৪টি খ. ৬টি গ. ৫টি ঘ. ৮টি উত্তর : খ. ৬টি ৬৫. ইনসুলিন নিংসৃত হয় কোথা থেকে ? ক. অগ্ন্যাশয় হতে খ. প্যানক্রিয়াস হতে গ. লিভার হতে ঘ. পিটুইটারী গ্লান্ড হতে উত্তর : ক. অগ্ন্যাশয় হতে ৬৬. পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় - ক. পটক মাছ খ. হাঙ্গর গ. শুশুক ঘ. জেলী ফিস উত্তর : গ. শুশুক ৬৭. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল - ক. গ্লাইকোজেন খ. গ্লুকোজ গ. ফ্রুক্টোজ ঘ. সুক্রোজ উত্তর : ক. গ্লাইকোজেন ৬৮. প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে - ক. জুওলজী খ. বায়োলজী গ. ইভোলিউশন ঘ. জেনেটিক্স উত্তর : গ. ইভোলিউশন ৬৯. কোন খাদ্যে প্রোটিন বেশি ? ক. ভাত খ. গরুর মাংস গ. মসুর ডাল ঘ. ময়দা উত্তর : খ. গরুর মাংস ৭০. হাড় ও দাঁতকে মজবুত করে - ক. আয়োডিন খ. আয়রন গ. ম্যাগনেসিয়াম ঘ. ক্যালসিয়াম ও ফসফরাস উত্তর : ঘ. ক্যালসিয়াম ও ফসফরাস ৭১. সুনামীর কারণ হল - ক. আগ্নেয়গিরির অগ্নুৎপাত খ. ঘূর্ণীঝড় গ. চন্দ্র ও সূর্যের আকর্ষণ ঘ. সমুদ্রের তলদেশে ভূমিকম্প উত্তর : ঘ. সমুদ্রের তলদেশে ভূমিকম্প ৭২. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল - ক. এরোগে মানবদেহের কিডনি নষ্ট হয় খ. চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয় গ. এ রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় ঘ. ইনসুলিনের অভাবে এ রোগ হয় উত্তর : খ. চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয় ৭৩. প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় ? ক. নদী খ. সাগর গ. হ্রদ ঘ. বৃষ্টিপাত উত্তর : ঘ. বৃষ্টিপাত ৭৪. নবায়নযোগ্য জ্বালানী কোনটি ? ক. পরমাণু শক্তি খ. কয়লা গ. পেট্রোল ঘ. প্রাকৃতিক গ্যাস উত্তর : ক. পরমাণু শক্তি ৭৫. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ? ক. কৃত্রিম সার প্রয়োগ খ. পানি সেচ গ. মাটিতে নাইট্রোজেন ধরে রাখা ঘ. প্রাকৃতিক গ্যাস প্রয়োগ উত্তর : খ. পানি সেচ ৭৬. নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি ? ক. তামা খ. রূপা গ. সোনা ঘ. কার্বন উত্তর : ক. তামা ৭৭. কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সর্ম্পক আছে ? ক. অড়হর খ. ছোলা গ. খেসারী ঘ. মটর উত্তর : গ. খেসারী ৭৮. মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস - ক. পরিপাক খ. খাদ্য গ্রহণ গ. শ্বসন ঘ. রক্ত সংবহন উত্তর : গ. শ্বসন ৭৯. বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির - ক. ঘনত্ব কম খ. ঘনত্ব বেশি গ. তাপমাত্রা বেশি ঘ. দ্রবণীয়তা বেশি উত্তর : খ. ঘনত্ব বেশি ৮০. গাড়ীর ব্যাটারীতে কোন এসিড ব্যবহার করা হয় ? ক. নাইট্রিক খ. সালফিউরিক গ. হাইড্রোক্লোরিক ঘ. পারক্লোরিক উত্তর : খ. সালফিউরিক ৮১. কোন সংখ্যার ভাগ এবং ০.১ ভাগের মধ্যে পার্থক্য ১.০ হলে, সংখ্যাটি কত? ক. ১০ খ. ৯ গ. ৯০ ঘ. ১০০ উত্তর: গ. ৯০ ৮২. একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমাবিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে? ক. ২২৫ বর্গমিটার খ. ১৪৪ বর্গমিটার গ. ১৬৯ বর্গমিটার ঘ. ১৯৬ বর্গমিটার উত্তর: ঘ. ১৯৬ বর্গমিটার ৮৩.এর মান কত? ক. 4 খ. 8 গ. 5 ঘ. 7 উত্তর: খ. 8 ৮৪. বিষমবাহু ΔABC-এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে, AD মধ্যমা দ্বারা গঠিত ΔABD-এর ক্ষেত্রফল x বর্গমিটার। ΔABC-এর ক্ষেত্রফল কত? ক. x2বর্গমিটার খ. 2x বর্গমিটার গ.বর্গমিটার ঘ.বর্গমিটার উত্তর: খ. 2x বর্গমিটার ৮৫. A = {1, 2, 3} B = ∅ হলে A ∪ B = কত? ক. {1, 2, 3} খ. {1, 2, ∅} গ. {2, 3, ∅} ঘ. ∅ উত্তর: ক. {1, 2, 3} ৮৬. x + y = 2, x2+ y2= 4 হলে x3+ y3= কত? ক. 8 খ. 9 গ. 16 ঘ. 25 উত্তর: ক. 8 ৮৭. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুন; সংখ্যা তিনটির গড় কত? ক. ৬ খ. ৩ গ. ৫ ঘ. ৪ উত্তর: ঘ. ৪ ৮৮. একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ১৩২ সেন্টিমিটার ও ১৩৮৬ বর্গসেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য কত? ক. ৬৬ সেন্টিমিটার খ. ৪২ সেন্টিমিটার গ. ২১ সেন্টিমিটার ঘ. ২২ সেন্টিমিটার উত্তর: খ. ৪২ সেন্টিমিটার সমাধান: পরিধি = 2πr = 132 ক্ষেত্রফল = πr2= 1386 ৮৯. একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠল। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রী সংখ্যা কত? ক. 70 খ. 85 গ. 75 ঘ. 100 উত্তর: গ. 75