শুক্র গ্রহ (পর্ব ১): বিবরণ:
বিশেষণVenusian অথবা মাঝেমাঝে Cytherean
কক্ষপথের বৈশিষ্ট্য
ইপকজে২০০০
এপhelion১০৮,৯৪১,৮৪৯ কিমি
০.৭২৮ ২৩১ ২৮ এইউ
৬৭,৬৯৩,৪৮৮ মাইল
পেরিhelion১০৭,৪৭৬,০০২ কিমি
০.৭১৮ ৪৩২ ৭০ এইউ
৬৬,৭৮২,৬৫১ মাইল
অর্ধ-মুখ্য অক্ষ১০৮,২০৮,৯২৬কিমি
০.৭২৩ ৩৩১ ৯৯এইউ
৬৭,২৩৯,০৭০ মাইল
উৎকেন্দ্রিকতা০.০০৬ ৭৭৩ ২৩
যুতিকাল৫৮৩.৯২ দিন
গড় কক্ষীয় দ্রুতি৩৫.০২০ কিমি/সে
নতি৩.৩৯৪ ৭১°
(সৌর বিষুবের সাথে ৩.৮৬°)
উদ্বিন্দুর দ্রাঘিমা৭৬.৬৮০ ৬৯°
উপগ্রহসমূহনেই
ভৌত বৈশিষ্ট্যসমূহ
বিষুবীয়ব্যাসার্ধ্য৬,০৫১.৯ কিমি
(০.৯৫পৃথিবী)
পৃষ্ঠের ক্ষেত্রফল৪.৬০×১০৮কিমি২
(০.৯০২ পৃথিবী)
আয়তন৯.২৮×১০১১কিমি³
(০.৮৫৭ পৃথিবী)
ভর৪.৮৬৮৫×১০২৪কেজি
(০.৮১৫ পৃথিবী)
গড়ঘনত্ব৫.২০৪গ্রাম/cm৩
বিষুবীয় পৃষ্ঠের অভিকর্ষ৮.৮৭মি/সে২
(০.৯০৪g)
মুক্তি বেগ১০.৩৬ কিমি/s
নাক্ষত্রিক ঘূর্ণনকাল−২৪৩.০১৮৫ দিন
বিষুবীয় অঞ্চলে ঘূর্ণন বেগ৬.৫২ কিমি/ঘ (বিষুবে)
এক্সিয়াল টিল্ট২.৬৪°
উত্তর মেরুরবিষুবাংশ২৭২.৭৬° (১৮ ঘ ১১ মিন ২ সে)১
উত্তর মেরুরবিষুবলম্ব৬৭.১৬°
অ্যালবেডো০.৬৫
পৃষ্ঠেরতাপমাত্রাminmeanmax
পৃষ্ঠ তল৭৩৭ কে
৪৬৪ C (৮৬৭ ফ)
৭৭৩ কে
৫০০ C (৯৩২ ফ)
Cloud tops২২৮কে
-৪৫ C (-৪৯ ফ)
বায়ুমণ্ডল
পৃষ্ঠেরচাপ৯.২মেগা প্যাসকেল
গঠন~৯৬.৫%কার্বন ডাই অক্সাইড
~৩.৫%নাইট্রোজেন
.০১৫%সালফার ডাই অক্সাইড
.০০৭%আর্গন
.০০২%বাষ্প
.০০১৭%কার্বন মনোক্সাইড
.০০১২%হিলিয়াম
.০০০৭%নিয়ন
traceকার্বনিল সালফাইড
traceহাইড্রোজেন ক্লোরাইড
traceহাইড্রোজেন ফ্লোরাইড
শুক্র গ্রহবাজোহ্রাসূর্যথেকে দূরত্বের দিক দিয়েসৌরজগতেরদ্বিতীয়গ্রহ। এইপার্থিব গ্রহটিকেঅনেক সময়পৃথিবীর"বোন গ্রহ"বলে আখ্যায়িত করা হয়, কারণ পৃথিবী এবং শুক্রের মধ্যে গাঠনিক উপাদান এবং আচার-আচরণে বড় রকমের মিল রয়েছে। এই গ্রহটি যখন সকাল বেলায় পৃথিবীর আকাশে উদিত হয় তখন একেলুসিফারবাশয়তাননামেও ডাকা হয়ে থাকে। বাংলায় সকালের আকাশে একেশুকতারাএবং সন্ধ্যার আকাশে একেসন্ধ্যাতারাবলে ডাকা হয়ে থাকে। এর কোনওউপগ্রহনাই।
পরিচ্ছেদসমূহ
১নাম
২কক্ষীয় বৈশিষ্ট্যসমূহ
২.১কক্ষপথ
২.২ঘূর্ণন
৩বহিঃসংযোগ
নাম
[সম্পাদনা]
শুক্র গ্রহের বাংলা নাম এসেছে অসুরদের গুরু ও রক্ষক শুক্রাচার্য থেকে, এবং শুক্রাচার্য এর দিন হিসেবে এসেছে শুক্রবার।
শুক্র গ্রহেরলাতিননামকরণ করা হয়েছেরোমানপ্রেমের দেবীভিনাস(Venus, লাতিনে:
উয়েনুস্, ইংরেজিতে: ভীনাস্) নামানুসারে। পৌরাণিক কাহিনীতে ভেনাস (শুক্র) ভালকানের স্ত্রী এবং দেবপুত্র কিউপিড ও দৈনিয়্যাসের মাতা। বর্তমানে শুক্রের বিশেষণ হিসেবে ইংরেজিতে
ভেনুশিয়ান (Venusian) শব্দটি ব্যবহৃত হয়। কিন্তু এরলাতিনবিশেষণ হচ্ছে উয়েনেরেয়াল্
(Venereal), ইংরেজি উচ্চারণে ভেনিরিয়্যাল্ যা আধুনিক ইংরেজি ভাষায়যৌনরোগবোধক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। এই জন্য ভেনিরিয়্যাল শব্দটি এর বিশেষণ হিসেবে এখন ব্যবহৃত হয় না। অনেক জ্যোতির্বিজ্ঞানী এই গ্রহের নামের বিশেষণ হিসেবেসিথারিয়ান(Cytherean) শব্দটি ব্যবহার করেন যাগ্রিক পুরাণেউল্লেখিত দেবীআফ্রোদিতিরঅপর নামসিথারিয়াথেকে এসেছে। এছাড়া আরও কয়েকটি বিশেষণ হচ্ছে: ভেনারিয়ান (Venerean, Venarian), ভেনারান (Veneran) ইত্যাদি।
চৈনিক,জাপানি,কোরিয়এবংভিয়েতনামিজ সংস্কৃতিতেএই গ্রহের নাম বলা হয়ধাতব তারা
(金星) যা পৃথিবী সৃষ্টিকারী পাঁচটি মৌলিক উপাদানের নাম থেকে উৎসারিত।