বাগধারা, প্রবাদ ও প্রবচন (পর্ব ২):
জীবন বন্দনা
বিশিষ্টার্থক শব্দ
কূপমণ্ডুক- আভিধানিক অর্থ- কুয়োর ব্যাঙ
আলংকারিক অর্থ- সংকীর্ণমনা ব্যক্তি, বাইরের জগৎ সম্পর্কে জ্ঞান নেই এমন ব্যক্তি
কিছু গুরুত্বপূর্ণ বাগধারা ও প্রবাদ-প্রবচন
অ
অকাল কুষ্মাণ্ড
অপদার্থ, অকেজো
অষ্টরম্ভা
ফাঁকি
অক্কা পাওয়া
মারা যাওয়া
অথৈ জলে পড়া
খুব বিপদে পড়া
অগাধ জলের মাছ
সুচতুর ব্যক্তি
অকূল পাথার***
ভীষণ বিপদ
অর্ধচন্দ্র
গলা ধাক্কা
অন্ধকারে ঢিল মারা
আন্দাজে কাজ করা
অন্ধের যষ্ঠি
একমাত্র অবলম্বন
অমৃতে অরুচি
দামি জিনিসের প্রতি বিতৃষ্ণা
অন্ধের নড়ি
একমাত্র অবলম্বন
অগস্ত্য যাত্রা
চির দিনের জন্য প্রস্থান
অগ্নিশর্মা
নিরতিশয় ক্রুদ্ধ
অল্পবিদ্যা ভয়ংকরী
সামান্য বিদ্যার অহংকার
অগ্নিপরীক্ষা
কঠিন পরীক্ষা
অনধিকার চর্চা
সীমার বাইরে পদক্ষেপ
অগ্নিশর্মা
ক্ষিপ্ত
অরণ্যে রোদন
নিষ্ফল আবেদন
অগাধ জলের মাছ
খুব চালাক
অহি-নকুল সম্বন্ধ*
ভীষণ শত্রুতা
অতি চালাকের গলায় দড়ি
বেশি চাতুর্যের পরিণাম
অন্ধকার দেখা
দিশেহারা হয়ে পড়া
অতি লোভে তাঁতি নষ্ট
লোভে ক্ষতি
অমাবস্যার চাঁদ**
দুর্লভ বস্তু
অদৃষ্টের পরিহাস
বিধির বিড়ম্বনা, ভাগ্যের নিষ্ঠুরতা
অনুরোধে ঢেঁকি গেলা
অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি দেয়া
*সমার্থক বাগধারা : দা-কুমড়া সম্পর্ক
**সমার্থক বাগধারা : ডুমুরের ফুল
***সমার্থক বাগধারা : সখাত সলিলে
আ
আকাশ কুসুম
অসম্ভব কল্পনা
আকাশের চাঁদ হাতে পাওয়া
দুর্লভ বস্তু প্রাপ্তি
আকাশ পাতাল
প্রভেদ, প্রচুর ব্যবধান
আদায় কাঁচকলায়
শত্রুতা
আকাশ থেকে পড়া
অপ্রত্যাশিত
আদা জল খেয়ে লাগা
প্রাণপণ চেষ্টা করা
আকাশের চাঁদ
আকাঙ্ক্ষিত বস্তু
আক্কেল গুড়ুম
হতবুদ্ধি, স্তম্ভিত
আগুন নিয়ে খেলা
ভয়ঙ্কর বিপদ
আমড়া কাঠের ঢেঁকি
অপদার্থ
আগুনে ঘি ঢালা
রাগ বাড়ানো
আকাশ ভেঙে পড়া
ভীষণ বিপদে পড়া
আঙুল ফুলে কলাগাছ
অপ্রত্যাশিত ধনলাভ
আমতা আমতা করা
ইতস্তত করা, দ্বিধা করা
আঠার আনা
সমূহ সম্ভাবনা
আটকপালে*
হতভাগ্য
আদায় কাঁচকলায়
তিক্ত সম্পর্ক
আঠার মাসের বছর
দীর্ঘসূত্রিতা
আহ্লাদে আটখানা
খুব খুশি
আলালের ঘরের দুলাল
অতি আদরে নষ্ট পুত্র
আক্কেল সেলামি
নির্বুদ্ধিতার দণ্ড
আকাশে তোলা
অতিরিক্ত প্রশংসা করা
আঙুল ফুলে কলাগাছ
হঠাৎ বড়লোক
আষাঢ়ে গল্প
আজগুবি কেচ্ছা
সমার্থক বাগধারা : ইঁদুর কপালে
ই
ইঁদুর কপালে*
নিতান্ত মন্দভাগ্য
ইলশে গুঁড়ি
গুড়ি গুড়ি বৃষ্টি
ইঁচড়ে পাকা
অকালপক্ব
ইতর বিশেষ
পার্থক্য
*সমার্থক বাগধারা : আটকপালে
উ
উত্তম মধ্যম
প্রহার
উড়ে এসে জুড়ে বসা
অনধিকারীর অধিকার
উড়নচন্ডী
অমিতব্যয়ী
উজানে কৈ
সহজলভ্য
উভয় সংকট*
দুই দিকেই বিপদ
ঊনপাঁজুড়ে
অপদার্থ
উলু বনে মুক্ত ছড়ানো
অপাত্রে/অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান
উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে
একের দোষ অন্যের ঘাড়ে চাপানো
উড়ো চিঠি
বেনামি পত্র
ঊনপঞ্চাশ বায়ু
পাগলামি
*সমার্থক বাগধারা : জলে কুমির ডাঙায় বাঘ, শাঁখের করাত
এ
এক ক্ষুরে মাথা মুড়ানো
একই স্বভাবের
একাদশে বৃহস্পতি
সৌভাগ্যের বিষয়)
এক চোখা
পক্ষপাতিত্ব, পক্ষপাতদুষ্ট
এক বনে দুই বাঘ
প্রবল প্রতিদ্বন্দ্বী
এক মাঘে শীত যায় না
বিপদ এক বারই আসে না, বার বার আসে
এক ক্ষুরে মাথা মুড়ানো
একই দলভুক্ত
এলোপাতাড়ি
বিশৃঙ্খলা
এলাহি কাণ্ড
বিরাট আয়োজন
এসপার ওসপার
মীমাংসা
ও
ওজন বুঝে চলা
অবস্থা বুঝে চলা
ওষুধে ধরা
প্রার্থিত ফল পাওয়া
ক
কচুকাটা করা
নির্মমভাবে ধ্বংস করা
কেঁচো খুড়তে সাপ
বিপদজনক পরিস্থিতি
কচু পোড়া
অখাদ্য
কই মাছের প্রাণ*
যা সহজে মরে না
কচ্ছপের কামড়
যা সহজে ছাড়ে না
কুঁড়ের বাদশা
খুব অলস
কলম পেষা
কেরানিগিরি
কাক ভূষণ্ডী
দীর্ঘজীবী
কলুর বলদ
এক টানা খাটুনি
কেতা দুরস্ত
পরিপাটি
কথার কথা
গুরুত্বহীন কথা
কাছা আলগা
অসাবধান
কাঁঠালের আমসত্ত্ব
অসম্ভব বস্তু
কাঁচা পয়সা
নগদ উপার্জন
কপাল ফেরা
সৌভাগ্য লাভ
কাঁঠালের আমসত্ত্ব
অসম্ভব বস্তু
কাকতাল
আকস্মিক/দৈব যোগাযোগজাত ঘটনা
কূপমণ্ডুক
সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন, ঘরকুনো
কত ধানে কত চাল
হিসেব করে চলা
কাঠের পুতুল
নির্জীব, অসার
কড়ায় গণ্ডায়
পুরোপুরি
কথায় চিঁড়ে ভেজা
ফাঁকা বুলিতে কার্যসাধন
কান খাড়া করা
মনোযোগী হওয়া
কান পাতলা
সহজেই বিশ্বাসপ্রবণ
কানকাটা
নির্লজ্জ
কাছা ঢিলা
অসাবধান
কান ভাঙানো
কুপরামর্শ দান
কুল কাঠের আগুন
তীব্র জ্বালা
কান ভারি করা
কুপরামর্শ দান
কেঁচো খুড়তে সাপ
সামান্য থেকে অসামান্য পরিস্থিতি
কাপুড়ে বাবু
বাহ্যিক সাজ
কেউ কেটা
সামান্য
কেউ কেটা
গণ্যমান্য
কেঁচে গণ্ডুষ
পুনরায় আরম্ভ
কেঁচে গণ্ডুষ
পুনরায় আরম্ভ
কৈ মাছের প্রাণ
যা সহজে মরে না
*একই রকম বাগধারা : পুঁটি মাছের প্রাণ (যা সহজে মরে যায়)
খ
খয়ের খাঁ*
চাটুকার
খণ্ড প্রলয়
ভীষণ ব্যাপার
খাল কেটে কুমির আনা
বিপদ ডেকে আনা
*সমার্থক বাগধারা : ঢাকের কাঠি
গ
গড্ডলিকা প্রবাহ
অন্ধ অনুকরণ
গায়ে ফুঁ দিয়ে বেড়ানো
কোনো দায়িত্ব গ্রহণ না করা
গদাই লস্করি চাল
অতি ধীর গতি, আলসেমি
গুরু মারা বিদ্যা
যার কাছে শিক্ষা তারই উপর প্রয়োগ
গণেশ উল্টানো
উঠে যাওয়া, ফেল মারা
গোকুলের ষাঁড়
স্বেচ্ছাচারী লোক
গলগ্রহ
পরের বোঝা স্বরূপ থাকা
গোঁয়ার গোবিন্দ
নির্বোধ অথচ হঠকারী
গরিবের ঘোড়া রোগ
অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা
গোল্লায় যাওয়া
নষ্ট হওয়া, অধঃপাতে যাওয়া
গরমা গরম
টাটকা
গোবর গণেশ
মূর্খ
গরজ বড় বালাই
প্রয়োজনে গুরুত্ব
গোলক ধাঁধা
দিশেহারা
গরু খোঁজা
তন্ন তন্ন করে খোঁজা
গোঁফ খেজুরে
নিতান্ত অলস
গরু মেরে জুতা দান
বড় ক্ষতি করে সামান্য ক্ষতিপূরণ
গোড়ায় গলদ
শুরুতে ভুল
গাছে কাঁঠাল গোঁফে তেল
প্রাপ্তির আগেই আয়োজন
গৌরচন্দ্রিকা
ভূমিকা
গা ঢাকা দেওয়া
আত্মগোপন
গৌরীসেনের টাকা
বেহিসাবী অর্থ
গায়ে কাঁটা দেওয়া
রোমাঞ্চিত হওয়া
গুড়ে বালি
আশায় নৈরাশ্য
গাছে তুলে মই কাড়া
সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা
ঘ
ঘোড়ার ডিম
অবাস্তব
ঘাটের মরা
অতি বৃদ্ধ
ঘোড়া রোগ
সাধ্যের অতিরিক্ত সাধ
ঘটিরাম
আনাড়ি হাকিম
ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া
মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা
ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো
নিজ খরচে পরের বেগার খাটা
ঘোড়ার ঘাস কাটা
অকাজে সময় নষ্ট করা
ঘর ভাঙানো
সংসার বিনষ্ট করা