Search This Blog

আন্তর্জাতিক সংস্থা, সংগঠন ও জোট (পর্ব ২): সার্ক(SARRC) দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতার আঞ্চলিক জোট SAARC নাম প্রতিষ্ঠাকাল সচিবালয় সদস্য মহাসচিব বাংলাদেশ সম্মেলন South Asian Association for Regional Co-Operation ১৯৮০ উদ্যোক্তা- প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাঠমুন্ডু ৮টি ফাতিমা ধিয়ানা সায়েদ (মালদ্বীপ) উদ্যোক্তা রাষ্ট্র সর্বশেষ- ২০১০; ভূটানের থিম্পুতে পরবর্তী- ২০১১; মালদ্বীপ SARRC এর পূর্ণরূপ- South Asian Association for Regional Co-Operation SARRC এর সচিবালয়- কাঠমুন্ডুতে (নেপাল) SAARC এর বর্তমান মহাসচিব- ফাতিমা ধিয়ানা সায়েদ (মালদ্বীপ) ফাতিমা ধিয়ানা সায়েদ সার্কের- ১০ম মহাসচিব (১ মার্চ ২০১১ সালে নিয়োগপ্রাপ্ত) SAARC এর বর্তমান চেয়ারম্যান- জিগমে ওয়াই থিনলে (ভুটানের প্রধানমন্ত্রী) SARRC এর বর্তমান সদস্য- ৮ টি (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান) SARRC এর সর্বশেষ সদস্য দেশ- আফগানিস্তান SARRC এর পর্যবেক্ষক সদস্য- অস্ট্রেলিয়া, চীন, ইরান, জাপান, কোরিয়া, মরিশাস, মায়ানমার, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (অস্ট্রেলিয়া ও মায়ানমার ২০১০ সালেই প্রথম সার্ক সম্মেলনে অংশ নেয়) SARRC এর সদস্য হতে আগ্রহী- চীন, ইরান, মায়ানমার SARRC পর্যবেক্ষক হতে আগ্রহী- ইন্দোনেশিয়া ও রাশিয়া SAARC এর অন্তর্ভূক্ত যে দেশে সামরিক বাহিনী নেই- মালদ্বীপ ও ভুটান SAARC এর অন্তর্ভূক্ত স্থলবেষ্টিত রাষ্ট্র- আফগানিস্তান, নেপাল ও ভুটান SAARC এর সহযোগিতার ক্ষেত্র- ১৩ টি SARRC এর ষোড়শ বা সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়- ভুটানের থিম্পুতে, ২৮-২৯ এপ্রিল, ২০১০ এই সম্মেলনে আলোচিত বিষয়- পরিবেশ/পরিবেশ বিপর্যয় SAARC এর পরবর্তী সম্মেলন হবে- ২০১১ সালে মালদ্বীপে SARRC এর অন্তর্ভূক্ত যে দেশে SARRC এর সম্মেলন হয়নি- আফগানিস্তান SARRC এর বানিজ্য চুক্তি SAPTA স্বাক্ষরিত হয়- ১১ এপ্রিল, ১৯৯৩ SAPTA চুক্তি কার্যকরী হয়- ৮ ডিসেম্বর,১৯৯৫ SAFTA বা অবাধ মুক্ত বানিজ্য এলাকা চুক্তি স্বাক্ষরিত হয়- ৬ জানুয়ারি, ২০০৪ সালে SAFTA বা অবাধ মুক্ত বানিজ্য এলাকা চুক্তি কার্যকরী হয়- ১ জুলাই, ২০০৬ সালে SAIC (সার্ক কৃষি তথ্য কেন্দ্র) অবস্থিত- বাংলাদেশে SMRC (সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত- বাংলাদেশ তথ্যসূত্র : www.saarc-sec.org ইউরোপিয়ানইউনিয়ন(EU) ইউরোপীয়ান দেশগুলোর, মূলত অর্থনৈতিক সহযোগিতার জোট- EU নাম প্রতিষ্ঠাকাল সদরদপ্তর সদস্য প্রেসিডেন্ট European Union ১৯৯৩ ব্রাসেলস ২৭ Heran Van Rompuy ইউরোপিয়ান জোটগুলোর মধ্যে সর্ববৃহৎ অর্থনৈতিক জোট- ইউরোপিয়ান ইউনিয়ন(EU)। EU এর পূর্ব নাম- EC (EEC) EU প্রতিষ্ঠিত হয়- ১ নভেম্বর, ১৯৯৩ সালে EU প্রতিষ্ঠাকালীন সদস্য- ১৫ টি EU এর বর্তমান সদস্য- ২৭ টি EU এর সদর দপ্তর- ব্রাসেলস(বেলজিয়াম) ইউরো কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর- জার্মানির ফ্রাঙ্কফুটে ইউরোপীয় পার্লামেন্ট অবস্থিত- স্টাসবার্গে (ফ্রান্স) এবং ব্রাসেলস (বেলজিয়াম) EU এর বর্তমান প্রেসিডেন্ট- Heran Van Rompuy ইউরোপীয়ান কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট- Jen-Claude Trichet (ফ্রান্স) ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট- Jerzy Buzek ইউরো মূদ্রার জনক- রবার্ট ম্যান্ডেল ইউরো মুদ্রা বাজারে আসে- ২০০২ সালে তথ্যসূত্র : europa.eu www.ecb.int europarl.europa.eu আফ্রিকানইউনিয়ন(AU) আফ্রিকান দেশগুলোর আঞ্চলিক জোট- AU AU এর পূর্ণরূপ- African Uninon আফ্রিকার দেশ হয়েও AU র সদস্য নয়- মরক্কো OAU প্রতিষ্ঠিত হয়- ২৫ মে, ১৯৬৩ সালে OAU পরিবর্তিত হয়ে AU হয়- ৯ জুলাই, ২০০২ সালে AU এর বর্তমান সদস্য- ৫৪ টি AU এর সদর দপ্তর- আদ্দিস আবাবায় (ইথিওপিয়া) বর্তমান প্রধান- বিঙ্গু ওয়া মুথারিকা তথ্যসূত্র : www.au.int ওপেক(OPEC) তেল উৎপাদনকারী দেশগুলোর জোট- OPEC নাম প্রতিষ্ঠাকাল সদরদপ্তর সদস্য Organization of Petroleum Exploring Countries ১৯৬০ ভিয়েনা ১২ OPEC এর পূর্ণ নাম- Organization of Petroleum Exploring Countries OPEC এর বর্তমান সদস্য- ১২ টি OPEC এর সদর দপ্তর- ভিয়েনা OPEC এর অন্তর্ভূক্ত অনারব দেশ- ইরান, ভেনেজুয়েলা, নাইজেরিয়া সম্প্রতি তেলের দাম বৃদ্ধি পাওয়াতে OPEC ত্যাগ করে- ইন্দোনেশিয়া তথ্যসূত্র : www.OPEC.org G-8 G-8 এর পূর্ণনাম- Group of Eight G-8 এর সদস্য- ৮ টি (ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, রাশিয়া) G-8 এর সদর দপ্তর- নেই তথ্যসূত্র : en.wikipedia.org/wiki /G8 বাণিজ্যিক ও অর্থনৈতিক সংস্থা, সংগঠন ও জোট বিশ্ববাণিজ্যসংস্থা(WTO) : নাম প্রতিষ্ঠাকাল সদরদপ্তর সদস্য বাংলাদেশ মহাপরিচালক World Trade Organization ১৯৯৫ জেনেভা ১৫৩ সদস্য (১৯৯৫) প্যাসকেল ল্যামি (ফ্রান্স) বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়- ১ জানুয়ারি, ১৯৯৫ সদস্য সংখ্যা- ১৫৩ সদর দপ্তর- জেনেভা পূর্বনাম/পূর্ব স্বত্ত্বা- GATT (General Agreement on Tariffs and Trade) (মূলত GATT ছিল একটি বাণিজ্য চুক্তি; পরবর্তীতে UN র কোন বাণিজ্য সংস্থা কার্যকর না হতে পারায় এটিকেই আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা হিসেবে রূপদান করে বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization) নাম দেয়া হয় ।) GATT প্রতিষ্ঠিত হয়- ১৯৪৭ সালে GATT বিলুপ্ত ঘোষণা করা হয়- ১৯৯৩ সালে বাংলাদেশ GATT স্বাক্ষর করে- ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে সর্বশেষ সদস্য- কেপ ভার্দে (২৩ জুলাই ২০০৮) (ইউক্রেন সদস্য হয় ১৬ মে ২০০৮ সালে) তথ্যসূত্র : www.wto.org

আন্তর্জাতিক সংস্থা, সংগঠন ও জোট (পর্ব ১): রাজনৈতিকওআঞ্চলিকজোট কমনওয়েলথ(Commonwealth) যে সব দেশ পূর্বে বৃটিশ উপনিবেশের অন্তর্গত ছিল, সে সকল দেশের জোট- কমনওয়েলথ নাম প্রতিষ্ঠাকাল সদরদপ্তর সদস্য মহাসচিব চেয়ারপার্সন বাংলাদেশ সম্মেলন কমনওয়েলথ(Commonwealth) ১৯৪৯ লন্ডনের মার্লবরো হাউজ ৫৪টি কমলেশ শর্মা (ভারত) কমলাপ্রসাদ বিশ্বেশ্বর (ত্রিনিদাদ এন্ড টোব্যাগো) সদস্য সর্বশেষ- অস্ট্রেলিয়া (পার্থ) পরবর্তী- শ্রীলংকা (হাম্বানটোটা) কমনওয়েলথ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়- ১৯৪৯ সালে কমনওয়েলথ এর আদি নাম- ব্রিটিশ কমনওয়েলথ অব নেশন কমনওয়েলথ এর সদর দপ্তর- লন্ডনের মার্লবরো হাউজে কমনওয়েলথ এর প্রধান- রাণী দ্বিতীয় এলিজাবেথ (বৃটেনের রাণী) কমনওয়েলথ এর বর্তমান মহাসচিব- কমল শর্মা (ভারত) কমনওয়েলথ এর বর্তমান চেয়ারপার্সন- কমলাপ্রসাদ বিশ্বেশ্বর (ত্রিনিদাদ এন্ড টোব্যাগো) কমনওয়েলথ দিবস পালিত হয়- প্রতি বছর মার্চ মাসের ২য় সোমবার কমনওয়েলথ এর সদস্য- ৫৪ টি ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথ এর সদস্য- মোজাম্বিক ও রুয়ান্ডা কমনওয়েলথের সদস্যপদ পেতে আগ্রহী- সুদান, আলজেরিয়া, মাদাগাস্কার, দক্ষিণ সুদান ও ইয়েমেন (এদের মধ্যে মাদাগাস্কার ও আলজেরিয়া বৃটিশ উপনিবেশ ছিল না) ব্রিটিশ উপনিবেশের অন্তর্ভূক্ত হয়েও কমনওয়েলথ এর সদস্য নয়- মায়ানমার, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, মিসর, ইরাক, কুয়েত, সুদান, বাহরাইন ও জর্ডান সম্প্রতি কমনওয়েলথ যে দেশটিকে বহিস্কার করে- ফিজি (৫ সেপ্টেম্বর,২০০৯) ফিজিকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল- ২০০৬ সালে (পরবর্তীতে শর্ত পূরণ করতে না পারায় ২০০৯ সালে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়) ফিজিকে এর আগেও একবার বহিষ্কার করা হয়েছিল- ২০০০-২০০১ পাকিস্তানকে কমনওয়েলথ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়- ১৯৯৯ সালে পাকিস্তানকে পুনরায় কমনওয়েলথ এর সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়- মে, ২০০৪ সালে সম্প্রতি যে দেশকে পুনরায় কমনওয়েলথ এর সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়- নাইজেরিয়া (১৯৯৯) নাইজেরিয়ার সদস্যপদ বাতিল করা হয়- ১৯৯৫ সালে কমনওয়েলথ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছিল- পাকিস্তান ও জিম্বাবুয়ে (পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে, ১৯৭২ সালে) কমনওয়েলথ শীর্ষ সম্মেলন: সাল তারিখ/সময় স্থান ২০০৯ ২৭-২৯ নভেম্বর ত্রিনিদাদ এন্ড টোব্যাগো (পোর্ট অফ স্পেন) ২১তম ২০১১ ২৮-৩০ অক্টোবর অস্ট্রেলিয়া (পার্থ) ২২তম ২০১৩ শ্রীলংকা (হাম্বানটোটা) ২৩তম ২০১৫ মরিশাস (পোর্ট লুইস) ২৪তম তথ্যসূত্র : www.wikipedia.org জোটনিরপেক্ষআন্দোলন(NAM) নাম প্রতিষ্ঠাকাল সদরদপ্তর সদস্য চেয়ারম্যান এশিয়ারভিসি সম্মেলন জোটনিরপেক্ষআন্দোলন(NAM- Non Aligned Movement) ১৯৬১ বান্দুং ১২০ পর্যবেক্ষক সদস্য- ১৭ হোসনি মোবারক শেখ হাসিনা সর্বশেষ- পরবর্তী- NAM এর পূর্ণরূপ- Non Aligned Movement. NAM প্রতিষ্ঠিত হয়- ১৯৬১ সালে (বেলগ্রেডে) NAM এর সদর দপ্তর- বান্দুং(ইন্দোনেশিয়া) (NAM- এর কার্যত কোন সদর দপ্তর নেই, শুধু নামেমাত্র সদর দপ্তর) NAM এর চেয়ারম্যান- মোহাম্মদ হুসেন টারটায়ি NAM- এর এশিয়ার আঞ্চলিক ভাইস চেয়ারম্যান- শেখ হাসিনা NAM এর সর্বশেষ (১৫তম/পঞ্চদশ) সম্মেলন অনুষ্ঠিত হয়- ১১-১৬ জুলাই ২০০৯ সালে (মিসরের শারম আল শেখে) NAM পরবর্তী (১৬তম/ষোড়শ) সম্মেলন অনুষ্ঠিত হবে- ২৩-২৭ মে, ২০১১ (বালি, ইন্দোনেশিয়া) NAM এর শীর্ষনম্মেলন বসে- ৩ বছর পর পর তথ্যসূত্র : csstc.org ইসলামীসম্মেলনসংস্থা(OIC) ইসলামিক রাষ্ট্রগুলোর জোট- OIC নাম প্রতিষ্ঠাকাল সদরদপ্তর সদস্য মহাসচিব বাংলাদেশ সম্মেলন Organization of Islamic Cooperation (OIC) ১৯৬৯ জেদ্দা ৫৭ একমেলেদ্দিন এহসানোগলু সদস্য (১৯৭৪) সর্বশেষ- ডাকার, সেনেগাল পরবর্তী- স্থগিত (শারম আল শেখ, মিশর) OIC- এর পূর্ণরূপ- Organization of Islamic Cooperation OIC এর আদিনাম- Organization of the Islamic Conference OIC এর বর্তমান সদস্য- ৫৭ টি OIC এর সর্বশেষ সদস্য- আইভোরিকোস্ট (২০০১) OIC এর সদর দপ্তর- জেদ্দা বাংলাদেশ OIC এর সদস্য পদ লাভ করে- ১৯৭৪ সালে অমুসলিম রাষ্ট্র হয়েও OIC এর সদস্য- উগান্ডা, রুয়ান্ডা, ক্যামেরুন, বেনিন, সুরিনাম, গায়না ও মোজাম্বিক তথ্যসূত্র : www.oic- oci.org আরবলীগ(League of Arab States) আরব রাষ্ট্রগুলোর জোট, অর্থাৎ আরব সাগরের তীরবর্তী দেশগুলোর জোট- আরব লীগ (পরবর্তীতে দূরবর্তী অনেক দেশও এর সদস্য হয়েছে) আরব লীগ প্রতিষ্ঠিত হয়- ২২ মার্চ, ১৯৪৫ সালে আরব লীগ এর প্রতিষ্ঠাকালীন সদস্য- ৬ টি (ইরাক, সিরিয়া, মিশর, জর্ডান, ইয়েমেন, লেবানন ও সৌদিআরব) (৫ মে ইয়েমেন ৭ম সদস্য হিসেবে যোগ দেয়) আরব লীগের সদর দপ্তর- কায়রো আরব লীগের বর্তমান/ নবনির্বাচিত মহাসচিব- নাবিল আল আরাবি (৮ম) সম্প্রতি আরব লীগ এর সম্মেলন অনুষ্ঠিত হয়- ২৭-২৮ মার্চ, ২০১০(লিবিয়ার সার্তে) পরবর্তী সম্মেলন ইরাকের বাগদাদে হওয়ার কথা ছিল; ২০১২ সালের মার্চ পর্যন্ত এই সম্মেলন স্থগিত করা হয়েছে তথ্যসূত্র : arableagueonline.org

ইতিহাস ইতিহাস ইতিহাসের জনক- হেরোডেটাস (গ্রিক) ইতিহাস শব্দটি এসেছে- গ্রিক শব্দHistoryথেকে প্রাচীন সভ্যতাসমূহ মানুষের অস্তিত্ব- ৫০ হাজার খ্রিস্ট পূর্বাব্দে সভ্যতার শুরু- ৫ হাজার খ্রিস্ট পূর্বাব্দে বিভিন্ন সভ্যতার অবদান : বিভিন্ন সভ্যতা ও গুরুত্বপূর্ণ তথ্য অবদান গ্রিক সভ্যতা ·নদীর তীরে গড়ে ওঠেনি ·প্রথম নগর রাষ্ট্রের উদ্ভব ·জ্যামিতি (উপপাদ্য), চিকিৎসা মিশরীয় সভ্যতা ·নীলনদের তীরে ·রাজাদের উপাধি- ফারাও ·কৃষিকাজ (বাঁধ দিয়ে কৃষিকাজ) ·পিরামিড (মমি- মৃতদেহ সংরক্ষণের পদ্ধতি) ·লিখন পদ্ধতি (হায়ারোগ্লিফিক) ·জ্যোতির্বিদ্যা ·এক ঈশ্বরের ধারণা (ফারাও ইখনাটন) মেসোপটেমীয় সভ্যতা ·ইউফ্রেটিস ও টাইগ্রিস (দজলা ও ফোরাত) নদীর তীরে ·মেসোপটেমিয়া- ইরাক ·পৃথিবীর প্রাচীনতম সভ্যতা ·৪টি পর্যায় সুমেরীয় ·লিখন পদ্ধতি (কিউনিফর্ম) ব্যাবিলনীয় ·স্থপতি- হাম্মুরাবি ·আইন প্রণয়ন (হাম্মুরাবির আইন) ·পঞ্জিকা অ্যাসেরীয় ·৩৬০° কোণ ·অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ক্যালডীয় ·নতুন ব্যাবিলনীয় সভ্যতা ·ব্যাবিলনের শূণ্য উদ্যান (নির্মাতা- নেবুচাঁদ নেজার) (অবস্থান- ইরাক) ·৭ দিনে সপ্তাহ সিন্ধু সভ্যতা ·পাকিস্তানের মহেঞ্জোদারো ও হরপ্পা ·ভারতীয় উপমহাদেশের প্রাচীন সভ্যতা ·আবিষ্কারক- রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, স্যার জন মার্শাল ও দয়ারাম সাহনী ·দ্রাবিড় জাতি ·সিন্ধু নদীর তীরে · হিব্রু সভ্যতা ·জেরুজালেম নগরকেন্দ্রীক ·পৃথিবীর প্রাচীনতম ভাষা ·ধর্ম প্রচার পারস্য সভ্যতা ·পারস্য- বর্তমান ইরান ·ধর্ম সংস্কার (জরথ্রুস্টবাদ) ফিনিশীয় সভ্যতা ·বর্ণমালা উদ্ভাবন ·নৌকা তৈরি ·ব্যবসা-বাণিজ্য গৌতম বুদ্ধ জন্মস্থান- কপিলাবস্তু রাজ্যের/নগরের লুম্বিনী গ্রাম (নেপাল) পিতা- শুদ্ধোধন মাতা- মায়াদেবী বাল্য নাম/নিজের নাম- সিদ্ধার্থ দিব্যজ্ঞান লাভ- ৩৫ বছর বয়সে দিব্যজ্ঞান লাভ করেন- বোধিবৃক্ষের নিচে মৃত্যুস্থান- কুশীনগর (নেপাল) প্রথম সাম্রাজ্য- মৌর্য প্রথম স্বাধীন রাজা- শশাঙ্ক প্রথম স্বাধীন সুলতান- ফখরুদ্দীন মোবারক শাহ শেষ হিন্দু রাজা- লক্ষণ সেন উপমহাদেশেআলেকজান্ডারেরআগমন আলেকজান্ডার- গ্রিসের অধিবাসী আলেকজান্ডার- মেসিডোনিয়ার রাজা প্রথম আক্রমণ করেন- হিন্দুকুশ পর্বত ভারত আক্রমণে সৈন্যসংখ্যা- ৪০ হাজার আলেকজান্ডারের গৃহশিক্ষক- এরিস্টটল বিখ্যাত শিষ্যক্রম : সক্রেটিস<>প্লেটো<>এরিস্টটল<>আলেকজান্ডার

উপজাতি বাংলাদেশে মোট উপজাতি- ৩১টি মোট উপজাতিদের সংখ্যা- প্রায় ১৪ লক্ষ উপজাতিরা দেশের জনসংখ্যার- প্রায় ১.০৮% বাংলাদেশে উপজাতিদের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা- চাকমাদের বাংলাদেশে উপজাতিদের মধ্যে জনসংখ্যায় দ্বিতীয়- সাঁওতাল মুসলমান উপজাতি- পাঙন ও লাউয়া মাতৃতান্ত্রিক উপজাতি- গারো, খাসিয়া ও সাঁওতাল পিতৃতান্ত্রিক উপজাতি- মারমা ও হাজং [বি:দ্র: পরীক্ষায় কারা মাতৃতান্ত্রিক বললে গারো, খাসিয়া, সাঁওতাল- যেটা থাকবে, সেটা উত্তর হবে । আর কারা মাতৃতান্ত্রিক নয় বললে মারমা বা হাজং যেটা থাকবে, সেটা উত্তর হবে ।] [বি:বি:দ্র: আসলে সাঁওতালরা মাতৃতান্ত্রিক নয়, কিন্তু পরীক্ষায় আসলে দিতে হবে । সত্যিকার অর্থে একমাত্র মাতৃতান্ত্রিক গারোরা । ওদের মাঝেই কেবল উত্তরাধিকার সূত্রে মেয়েদের সম্পদের উত্তরাধিকারী হওয়ার ঐতিহ্য আছে ।] পার্বত্য চট্টগ্রামে উপজাতি বাস করে- ১৩টি ‘চাকমা’ শব্দের অর্থ- মানুষ পার্বত্য চট্টগ্রামের প্রাচীনতম অধিবাসী- মুরং বা ম্রো মণিপুরীরা বাস করে- সিলেটে মণিপুরী নৃত্য- সিলেটের রাখাইনরা এসেছে- মায়ানমার থেকে রাখাইনরা বেশি বাস করে- পটুয়াখালীতে (এছাড়া কক্সবাজারেও বাস করে) উপজাতিদের জন্য সরকারি সাংস্কৃতিক প্রতিষ্ঠান- ৩টি ১. উপজাতীয় সাংস্কৃতিকএকাডেমি- বিরিশিরি, নেত্রকোণা (প্রথম প্রতিষ্ঠিত; ১৯৭৭ সালে) ২. ট্রাইবাল কালচারালইন্সটিটিউট- রাঙামাটি ৩. ট্রাইবালকালচারএকাডেমি- দিনাজপুর পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের বর্ষবরণকে সামগ্রিকভাবে বলা হয়- বৈসাবি (ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাইং ও চাকমাদের বিঝু) সাঁওতাল বিদ্রোহের নায়ক- ২ ভাই কানু আর সিদু (১৮৫৫-৫৬) চাকমা বিদ্রোহের নায়ক- জুম্মা খান (কার্পাস বিদ্রোহ) (১৭৭৬-৮৭) একমাত্র খেতাবপ্রাপ্ত আদিবাসী/উপজাতি মুক্তিযোদ্ধা- ইউ কে চিং শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা- মানবেন্দ্র নারায়ণ লারমা শান্তিবাহিনীর বর্তমান চেয়ারম্যান- জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারাম (সন্তু লারমা) বিভিন্ন উপজাতিদের আবাসস্থল পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী উপজাতি চাকমা চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ত্রিপুরা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি মারমা বান্দরবান, কক্সবাজার ও পটুয়াখালী রাখাইন পটুয়াখালীও কক্সবাজার খুমী বান্দরবানের লামা, রুমা ও থানচি থানায় পাংখো বান্দরবান মুরং/ম্রো বান্দরবান মগ খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও পটুয়াখালী লুসাই রাঙামাটি বনজোগী বান্দরবানের গহীন অরণ্যে তঞ্চংগা রাঙামাটি চক বান্দরবানের লামা থানায় কুকি রাঙামাটি খ্যাং রাঙামাটির কাপ্তাই ও রাজস্থালী সমতল ও অন্যান্য অঞ্চলের আদিবাসী গারো ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর ও নেত্রকোনা হাজং ময়মনসিংহ ও নেত্রকোনা হদি নেত্রকোনা জেলার শ্রীবর্দি ও বারহাট্টায় হাদুই নেত্রকোনা জেলার শ্রীবর্দি ও বিরিশিরি সাঁওতাল রাজশাহী, রংপুর, বগুড়া ও দিনাজপুর ওঁরাও বগুড়া ও রংপুর রাজবংশী রংপুর মণিপুরী সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ খাসিয়া সিলেটের জৈয়ন্তিকা পাহাড়ে পাত্র সিলেট বাওয়ালী সুন্দরবন মৌয়ালী সুন্দরবন

কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা- কাবাডি রেইডার- যেই খেলোয়াড় প্রতিপক্ষের কোর্টে রেইড করতে যায় রেইডার রেইড করার সময়- মুখে ছড়া কাটে কিংবা হাডুডু/কাবাডি বলতে থাকে লোনা- কোন দলের সব খেলোয়াড় আউট হলে বিপক্ষ দল লোনা (অতিরিক্ত ২ পয়েন্ট) পায় বাংলাদেশের বিখ্যাত রেইডার- জিয়া কাবাডি বিশ্বকাপ প্রথম কাবাডি বিশ্বকাপ- ২০০৪ চারটি কাবাডি বিশ্বকাপেরই চ্যাম্পিয়ন- ভারত সাল চ্যাম্পিয়ন রানার্স-আপ বাংলাদেশের অবস্থান আয়োজক ২০০৪ ভারত ইরান যৌথভাবে সেকেন্ড রানার্স-আপ ভারত ২০০৭ ভারত ইরান যৌথভাবে সেকেন্ড রানার্স-আপ ভারত ২০১০ ভারত পাকিস্তান অংশগ্রহণ করেনি ভারত ২০১১ ভারত কানাডা অংশগ্রহণ করেনি ভারত এশিয়ান গেমসে কাবাডি এশিয়ান গেমসে কাবাডি অন্তর্ভূক্ত হয়- ১৯৯০ সালে (বেইজিং) এশিয়ান গেমসে মেয়েদের কাবাডি অন্তর্ভূক্ত হয়- ২০১০ সালে (বেইজিং) এশিয়ান গেমসে বাংলাদেশের ছেলেদের অর্জন- ৩ রূপা ও ৩ ব্রোঞ্জ (শুধু ২০১০ গুয়াংজু এশিয়ান গেমসে কোন পদক পায়নি) এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েদের অর্জন- ব্রোঞ্জ সাফ গেমসে কাবাডি ২০১০ সাফে (বাংলাদেশ) কাবাডিতে ছেলে এবং মেয়ে দুই বিভাগেই সোনা জেতে- ভারত ছেলেদের বিভাগে বাংলাদেশ জিতে- ব্রোঞ্জ (রূপা জেতে পাকিস্তান) মেয়েদের বিভাগে বাংলাদেশ জিতে- রূপা