Search This Blog

Get Knowledge Spread Knowledge:   Indian History&Culture Important Personalities Parliaments World History Airlines ofthe World Buildings Religion and CultureSpace Research in IndiaCountries&Towns Rename Fine Arts World Countries - Capitas - ISD Codes Scientific Instruments Science Special Features of the Countries Abbreviated Name Electronics and Computers Games &Sports Well-known Quotations Medical Science Adventure Photographs-Well Known Personalities Animals & BirdsSocial Sciences Famous Rivers, Lakes, Wasterfalls Environment Flags Of The World Longest, Shortest, Deepest SportsOur Universe Wonders oftheWorld Currencies ofthe World Oceans, Seas, Rivers & Mountains World Newspapers General knowledge IndiaVolcanoes, Islands, Waterfalls&DessertsSports And Personalities World Info(A) Surnames in Geography Space and Planets WorldInfo(B)Record-breakers in GeographyOlympic And Asian Games United Nations OrganizationsGeneralRecord BreakersChronology of Space Travel AbbreviationsMechanical InventionsLife Science Trade NamesInventions&Discoveries in ScienceGeneralStudies TrophiesGeographical DiscoveriesBody Facts Sports TermsFirst-Space, Visitors, Invaders&Expeditioners A Doctor Directory Indian GeographyIndian Scientific Research InstitutesIndian Mythology Study of ScienceFolk Dances of IndiaIndia - Govt. Industrial Undertakings India - Largest&HighestFirst And Last Amongst IndiaIndia - Misc. Installations,Centres Indian Noble Prize WinnersIndian National LaboratoriesIndia - Gallantry Awards Important Books&AuthorsGolden Words

পৃথিবীর দেশ গুলোর ওরাজধানীরনাম বিভিন্নসম্প্রদায় ও সংস্কৃতি পৃথিবীর দেশ গুলোর ওরাজধানীরনামএর তালিকা দেয়া হলও । অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে । এমন কিছু । এখানে প্রথমেদেশেরনাম( রাজধানি ) (মহাদেশ ) দেয়া হয়েছে । (পর্ব ২ ও শেষ পর্ব): (S) - Saint Kitts and Nevis (Basseterre) (NA) - Saint Lucia (Castries) (NA) - Saint Vincent and the Grenadines (Kingstown) (NA) - Samoa (Apia) (AU – Oceania) - San Marino (San Marino) (EU) - Sao Tome and Principe (Sao Tome) (AF) - Saudi Arabia (Riyadh) (AS) - Senegal (Dakar) (AF) - Serbia (Belgrade) (EU) - Seychelles (Victoria) (AF) - Sierra Leone (Freetown) (AF) - Singapore (Singapore City) (AS) - Slovakia (Bratislava) (EU) - Slovenia (Ljubljana) (EU) - Solomon Islands (Honiara) (AU – Oceania) - Somalia (Mogadishu) (AF) - South Africa (Pretoria, Cape Town, Bloemfontein) (AF) - South Sudan (Juba) (AF) - Spain (Madrid) (EU) - Sri Lanka (Colombo) (AS) - Sudan (Khartoum) (AF) - Suriname (Paramaribo) (SA) - Swaziland (Mbabane) (AF) - Sweden (Stockholm) (EU) - Switzerland (Bern) (EU) - Syria (Damascus) (AS) (T) - Tajikistan (Dushanbe) (AS) - Tanzania (Dodoma) (AF) - Thailand (Bangkok) (AS) - Togo (Lome) (AF) - Tonga (Nuku’alofa) (AU – Oceania) - Trinidad and Tobago (Port-of-Spain) (NA) - Tunisia (Tunis) (AF) - Turkey (Ankara) (AS)&(EU) - Turkmenistan (Ashgabat) (AS) - Tuvalu (Funafuti) (AU – Oceania) (U) - Uganda (Kampala) (AF) - Ukraine (Kiev) (EU) - United Arab Emirates (Abu Dhabi) (AS) - United Kingdom (London) (EU) - United States (Washington D.C.) (NA) - Uruguay (Montevideo) (SA) - Uzbekistan (Tashkent) (AS) (V) - Vanuatu (Port-Vila) (AU – Oceania) - Vatican City (na) (EU) - Venezuela (Caracas) (SA) - Vietnam (Hanoi) (AS) (Y) - Yemen (Sana) (AS) (Z) - Zambia (Lusaka) (AF) - Zimbabwe (Harare) (AF)

পৃথিবীর দেশ গুলোর ওরাজধানীরনাম বিভিন্নসম্প্রদায় ও সংস্কৃতি পৃথিবীর দেশ গুলোর ওরাজধানীরনামএর তালিকা দেয়া হলও । অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে । এমন কিছু । এখানে প্রথমেদেশেরনাম( রাজধানি ) (মহাদেশ ) দেয়া হয়েছে । (পর্ব ১): (A) - Afghanistan (Kabul) (AS) - Albania (Tirane) (EU) - Algeria (Algiers) (AF) - Andorra (Andorra la Vella) (EU) - Angola (Luanda) (AF) - Antigua and Barbuda (St. John’s) (NA) - Argentina (Buenos Aires) (SA) - Armenia (Yerevan) (EU) - Australia (Canberra) (AU) - Austria (Vienna) (EU) - Azerbaijan (Baku) (AS) (B) - Bahamas (Nassau) (NA) - Bahrain (Manama) (AS) - Bangladesh (Dhaka) (AS) - Barbados (Bridgetown) (NA) - Belarus (Minsk) (EU) - Belgium (Brussels) (EU) - Belize (Belmopan) (NA) - Benin (Porto-Novo) (AF) - Bhutan (Thimphu) (AS) - Bolivia (Sucre) (SA) - Bosnia and Herzegovina (Sarajevo) (EU) - Botswana (Gaborone) (AF) - Brazil (Brasilia) (SA) - Brunei (Bandar Seri Begawan) (AS) - Bulgaria (Sofia) (EU) - Burkina Faso (Ouagadougou) (AF) - Burma/Myanmar (Nay Pyi Taw) (AS) - Burundi (Bujumbura) (AF) (C) - Cambodia (Phnom Penh) (AS) - Cameroon (Yaounde) (AF) - Canada (Ottawa) (NA) - Cape Verde (Praia) (EU – Portugal) - Central African Republic (Bangui) (AF) - Chad (N’Djamena) (AF) - Chile (Santiago) (SA) - China (Beijing) (AS) - Colombia (Bogota) (SA) - Comoros (Moroni) (AF) - Congo (Brazzaville) (AF) - Congo, Democratic Republic of (Kinshasa) (AF) - Costa Rica (San Jose) (NA) - Cote d’Ivoire/Ivory Coast (Yamoussoukro) (AF) - Croatia (Zagreb) (EU) - Cuba (Havana) (NA) - Cyprus (Nicosia) (AS) and/or (EU) - Czech Republic (Prague) (EU) (D) - Denmark (Copenhagen) (EU) - Djibouti (Djibouti) (AF) - Dominica (Roseau) (NA) - Dominican Republic (Santo Domingo) (NA) (E) - East Timor (Dili) (AS) - Ecuador (Quito) (SA) - Egypt (Cairo) (AF) - El Salvador (San Salvador) (NA) - Equatorial Guinea (Malabo) (AF) - Eritrea (Asmara) (AF) - Estonia (Tallinn) (EU) - Ethiopia (Addis Ababa) (AF) (F) - Fiji (Suva) (AU – Oceania) - Finland (Helsinki) (EU) - France (Paris) (EU) (G) - Gabon (Libreville) (AF) - Gambia (Banjul) (AF) - Georgia (Tbilisi) (EU) - Germany (Berlin) (EU) - Ghana (Accra) (AF) - Greece (Athens) (EU) - Grenada (St. George’s) (NA) - Guatemala (Guatemala City) (NA) - Guinea (Conakry) (AF) - Guinea-Bissau (Bissau) (AF) - Guyana (Georgetown) (SA) (H) - Haiti (Port-au-Prince) (NA) - Honduras (Tegucigalpa) (NA) - Hungary (Budapest) (EU) (I) - Iceland (Reykjavik) (EU) - India (New Delhi) (AS) - Indonesia (Jakarta) (AS) - Iran (Tehran) (AS) - Iraq (Baghdad) (AS) - Ireland (Dublin) (EU) - Israel (Jerusalem) (AS) - Italy (Rome) (EU) (J) - Jamaica (Kingston) (NA) - Japan (Tokyo) (AS) - Jordan (Amman) (AS) (K) - Kazakhstan (Astana) (AS) - Kenya (Nairobi) (AF) - Kiribati (South Tarawa) (AU – Oceania) - Korea, North (Pyongyang) (AS) - Korea, South (Seoul) (AS) - Kuwait (Kuwait City) (AS) - Kyrgyzstan (Bishkek) (AS) (L) - Laos (Vientiane) (AS) - Latvia (Riga) (EU) - Lebanon (Beirut) (AS) - Lesotho (Maseru) (AF) - Liberia (Monrovia) (AF) - Libya (Tripoli) (AF) - Liechtenstein (Vaduz) (EU) - Lithuania (Vilnius) (EU) - Luxembourg (Luxembourg) (EU) (M) - Macedonia (Skopje) (EU) - Madagascar (Antananarivo) (AF) - Malawi (Lilongwe) (AF) - Malaysia (Kuala Lumpur) (AS) - Maldives (Male) (AS) - Mali (Bamako) (AF) - Malta (Valletta) (EU) - Marshall Islands (Majuro) (AU – Oceania) - Mauritania (Nouakchott) (AF) - Mauritius (Port Louis) (AF) - Mexico (Mexico City) (NA) - Micronesia (Palikir) (AU – Oceania) - Moldova (Chisinau) (EU) - Monaco (Monaco) (EU) - Mongolia (Ulan Bator) (AS) - Montenegro (Podgorica) (EU) - Morocco (Rabat) (AF) (including Western Sahara) - Mozambique (Maputo) (AF) (N) - Namibia (Windhoek) (AF) - Nauru (no official capital) (AU – Oceania) - Nepal (Kathmandu) (AS) - Netherlands (Amsterdam, The Hague) (EU) - New Zealand (Wellington) (AU) - Nicaragua (Managua) (NA) - Niger (Niamey) (AF) - Nigeria (Abuja) (AF) - Norway (Oslo) (EU) (O) - Oman (Muscat) (AS) (P) - Pakistan (Islamabad) (AS) - Palau (Koror) (AU – Oceania) - Panama (Panama City) (NA) - Papua New Guinea (Port Moresby) (AU) - Paraguay (Asuncion) (SA) - Peru (Lima) (SA) - Philippines (Manila) (AS) - Poland (Warsaw) (EU) - Portugal (Lisbon) (EU) (Q) - Qatar (Doha) (AS) (R) - Romania (Bucharest) (EU) - Russian Federation (Moscow) (AS) - Rwanda (Kigali) (AF) (S)

শুক্র গ্রহ (পর্ব ২ ও শেষ পর্ব): কক্ষীয় বৈশিষ্ট্যসমূহ [সম্পাদনা] কক্ষপথ[সম্পাদনা] সব গ্রহের কক্ষপথ উপবৃত্তাকার হলেও শুক্রের কক্ষপথ প্রায় গোলাকার। এর উৎকেন্দ্রিকতাশতকরা এক ভাগেরও কম। যেহেতু সূর্য থেকে শুক্রের দূরত্ব পৃথিবীর চেয়ে কম, সেহেতু পৃথিবীর দিক থেকে সূর্য উদিত হয় (সূর্যের বৃহত্তমপ্রতানহচ্ছে ৪৭.৮ ডিগ্রী) শুক্রও প্রায় একই দিক থেকে উদিত হয়। এজন্য এই গ্রহটিকে কেবল সূর্যোদয়ের কয়েক ঘণ্টা আগে এবং সূর্যাস্তের কয়েক ঘণ্টা পরে দেখা যায়। অবশ্য যখন শুক্র তার উজ্জ্বলতম অবস্থায় থাকে তখন দিনের বেলায়ও একে দেখা যায়। আসলেচাঁদছাড়া শুক্র গ্রহই একমাত্র জ্যোতিষ্কযা পৃথিবীর আকাশ থেকে রাত এবং দিন উভয় সময়েই দেখা যায়। অবশ্য ক্ষেত্রবিশেষে কিছুনবতারারাত ও দিন উভয় সময়ে দেখা যায়। যেমন,কাঁকড়া নীহারিকা সৃষ্টিকারী নবতারা। যাহোক অন্ধাকার আকাশে দৃশ্যমান শুক্র গ্রহ দেখাতে অনেকটাই তারার মত জ্বলজ্বলে হয়ে থাকে। পরপর দুটি সর্বোচ্চপ্রতানেরমধ্যবর্তী চক্রটির সময়কাল ৫৮৪ দিন। এই ৫৮৪ দিন পর শুক্র গ্রহকে পূর্বে যে অবস্থানে দেখা যেত তার সাথে ৭২ ডিগ্রী কোণ করে অবস্থান করতে দেখা যায়। যেহেতু ৫ * ৫৮৪ = ২৯২০ = ৮ * ৩৬৫ সেহেতু দেখা যাচ্ছে শুক্র গ্রহ প্রতি ৮ বছর পরপর (লীপ ইয়ারের দুই দিন বাদে) তার আগের অবস্থানে ফিরে আসে। এই চক্রটি প্রাচীনগ্রিক সভ্যতায়সোথিক্‌স চক্রনামে পরিচিত ছিল এবংমায়া সভ্যতারনিকটও তা সুপরিচিত ছিল। চাঁদের সাথেও এর একটি সম্পর্ক রয়েছে, যেমন: ২৯.৫ * ৯৯ = ২৯২০.৫; অর্থাৎ এই সময়কালটি প্রায় ৯৯ টি চন্দ্রমাসেরসমান। গ্রহটিরঅন্তঃসংযোগেরসময় শুক্র অন্য যেকোন গ্রহের তুলনায় পৃথিবীর সবচেয়ে নিকটে আসে; তখন এ থেকে পৃথিবীর দূরত্ব হয় চাঁদথেকে পৃথিবীর গড় দূরত্বের প্রায় ১০০ গুণ। ১৮০০সালের পর থেকে শুক্র গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছে পৌঁছেছিল১৮৫০সালের১৬ ডিসেম্বর তারিখে। কখন তাদের মধ্যে দূরত্ব ছিল: ০.২৬৪১৩৮৫৪জ্যোতির্বিজ্ঞান একক= ৩৯,৫৪১,৮২৭ কিলোমিটার। ২১০১সালেরডিসেম্বর ১৬তারিখের পূর্ব পর্যন্ত এটিই হবে শুক্র থেকে পৃথিবীর সর্বনিম্ন দূরত্ব। উক্ত তারিখে গ্রহদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দাড়াবে ০.২৬৪৩১৭৩৬ জ্যোতির্বিজ্ঞান একক= ৩৯,৫৪১,৫৭৮ কিলোমিটার। ঘূর্ণন[সম্পাদনা] শুক্রেরপ্রতীপ গতিবেশ ধীর, এটি পূর্ব থেকে পশ্চিমে ঘুরে যেখানে অন্যান্য অধিকাংশ গ্রহই পশ্চিম থেকে পূর্বে ঘুরে থাকে। অবশ্য প্লুটোএবংইউরেনাস গ্রহেরওপ্রতীপ গতি রয়েছে। শুক্রের এই ধীর প্রতীপ গতির কারণ হিসেবে ধরা হয়, জোয়ার বল,ঘর্ষণএবং শুক্রের পুরু পরিবেশ সূর্যের মাধ্যমে অতি উত্তপ্ত হওয়া। যদি শুক্র থেকে সূর্য দেখা যেত তবে শুক্রের আকাশে তা পশ্চিম দিকে উদিত হয়ে পূর্বে অস্ত যেত। এর আহ্নিক গতি হচ্ছে পৃথিবীর ১১৬.৭৫ দিনের সমান এবং একটি শুক্রীয় বছরের স্থায়িত্বকাল হচ্ছে ১.৯২ শুক্রীয় দিবস। একবার সম্পূর্ণভাবে নিজের কক্ষপথ বেয়ে সূর্যকে পরিভ্রমণ করতে শুক্র গ্রহের সময় লাগে ২২৫ দিন। শুক্র তার নিজ অক্ষে ঘোরে খুব ধীরগতিতে। শুক্রের ব্যাস ১২,১০৪ কিলোমিটার এবং ঘনত্ব ৫.০৬। এর এসকেপ ভেলোসিটি প্রতি সেকেন্ডে ৬.৫ মাইল। শুক্রগ্রহের উল্লেখযোগ্য কোনো চৌম্বকক্ষেত্রনেই। এই গ্রহের আবহমন্ডলের প্রায় সবটাই কার্বন-ডাই-অক্সাইডগ্যাস। এখানে মাত্র ০.৪ ভাগঅক্সিজেনগ্যাস রয়েছে। শুক্র গ্রহে কিছুনাইট্রোজেন,হাইড্রোজেন,এ্যামোনিয়াএবং নামমাত্র জলীয়বাষ্পের অস্তিত্ব পাওয়া গেছে। এখন পর্যন্ত শুক্রগ্রহের খবরাখবর জানার জন্য বহু মহাকাশযান পাঠানো হয়েছে মহাকাশে। তাদের মধ্যে পাইওনিয়ার, ভেনাস- ১ ও ২ এবংভেনেরা ১১থেকে ১৪ খুবই গুরুত্বপূর্ণ। পাইয়োনিয়ার মহাকাশযান শুক্রগ্রহের কাছ থেকে এমন সব ছবি তুলেছে যা থেকে শুক্রগ্রহে বিশাল পাহাড়, সমতলভূমি ও অনেক আগ্নেয়গিরি রয়েছে বলে বিজ্ঞানীরা জানতে পেরেছেন। শুক্র গ্রহের মোটামুটি একটা মানচিত্র পাইওনিয়ারের সূক্ষ জরিপের ফলে তৈরি করা সম্ভব হয়েছে।এছাড়া ভেনেরা-১১, শুক্র গ্রহের উপর নেমেছিল ১৯৭৮সালর২৫ ডিসেম্বরতারিখে। শুক্র গ্রহের অনেক ছবি পাঠিয়েছে এই মহাকাশযান।ভেনেরা-১৪ও ১৫ শুক্র গ্রহে নেমে চমৎকার রঙিন ছবি পাঠিয়েছে পৃথিবীতে। অবশ্য এর আগে ১৯৬৬সালের মার্চ মাসেভেনাস-৩শুক্রের উপরিভাগে বিধ্বস্ত হয়। বিজ্ঞানীরা ধারনা করেন শুক্রগ্রহে প্রাণের কোনো অস্তিত্ব নেই।

শুক্র গ্রহ (পর্ব ১): বিবরণ: বিশেষণVenusian অথবা মাঝেমাঝে Cytherean কক্ষপথের বৈশিষ্ট্য ইপকজে২০০০ এপhelion১০৮,৯৪১,৮৪৯ কিমি ০.৭২৮ ২৩১ ২৮ এইউ ৬৭,৬৯৩,৪৮৮ মাইল পেরিhelion১০৭,৪৭৬,০০২ কিমি ০.৭১৮ ৪৩২ ৭০ এইউ ৬৬,৭৮২,৬৫১ মাইল অর্ধ-মুখ্য অক্ষ১০৮,২০৮,৯২৬কিমি ০.৭২৩ ৩৩১ ৯৯এইউ ৬৭,২৩৯,০৭০ মাইল উৎকেন্দ্রিকতা০.০০৬ ৭৭৩ ২৩ যুতিকাল৫৮৩.৯২ দিন গড় কক্ষীয় দ্রুতি৩৫.০২০ কিমি/সে নতি৩.৩৯৪ ৭১° (সৌর বিষুবের সাথে ৩.৮৬°) উদ্বিন্দুর দ্রাঘিমা৭৬.৬৮০ ৬৯° উপগ্রহসমূহনেই ভৌত বৈশিষ্ট্যসমূহ বিষুবীয়ব্যাসার্ধ্য৬,০৫১.৯ কিমি (০.৯৫পৃথিবী) পৃষ্ঠের ক্ষেত্রফল৪.৬০×১০৮কিমি২ (০.৯০২ পৃথিবী) আয়তন৯.২৮×১০১১কিমি³ (০.৮৫৭ পৃথিবী) ভর৪.৮৬৮৫×১০২৪কেজি (০.৮১৫ পৃথিবী) গড়ঘনত্ব৫.২০৪গ্রাম/cm৩ বিষুবীয় পৃষ্ঠের অভিকর্ষ৮.৮৭মি/সে২ (০.৯০৪g) মুক্তি বেগ১০.৩৬ কিমি/s নাক্ষত্রিক ঘূর্ণনকাল−২৪৩.০১৮৫ দিন বিষুবীয় অঞ্চলে ঘূর্ণন বেগ৬.৫২ কিমি/ঘ (বিষুবে) এক্সিয়াল টিল্ট২.৬৪° উত্তর মেরুরবিষুবাংশ২৭২.৭৬° (১৮ ঘ ১১ মিন ২ সে)১ উত্তর মেরুরবিষুবলম্ব৬৭.১৬° অ্যালবেডো০.৬৫ পৃষ্ঠেরতাপমাত্রাminmeanmax পৃষ্ঠ তল৭৩৭ কে ৪৬৪ C (৮৬৭ ফ) ৭৭৩ কে ৫০০ C (৯৩২ ফ) Cloud tops২২৮কে -৪৫ C (-৪৯ ফ) বায়ুমণ্ডল পৃষ্ঠেরচাপ৯.২মেগা প্যাসকেল গঠন~৯৬.৫%কার্বন ডাই অক্সাইড ~৩.৫%নাইট্রোজেন .০১৫%সালফার ডাই অক্সাইড .০০৭%আর্গন .০০২%বাষ্প .০০১৭%কার্বন মনোক্সাইড .০০১২%হিলিয়াম .০০০৭%নিয়ন traceকার্বনিল সালফাইড traceহাইড্রোজেন ক্লোরাইড traceহাইড্রোজেন ফ্লোরাইড শুক্র গ্রহবাজোহ্‌রাসূর্যথেকে দূরত্বের দিক দিয়েসৌরজগতেরদ্বিতীয়গ্রহ। এইপার্থিব গ্রহটিকেঅনেক সময়পৃথিবীর"বোন গ্রহ"বলে আখ্যায়িত করা হয়, কারণ পৃথিবী এবং শুক্রের মধ্যে গাঠনিক উপাদান এবং আচার-আচরণে বড় রকমের মিল রয়েছে। এই গ্রহটি যখন সকাল বেলায় পৃথিবীর আকাশে উদিত হয় তখন একেলুসিফারবাশয়তাননামেও ডাকা হয়ে থাকে। বাংলায় সকালের আকাশে একেশুকতারাএবং সন্ধ্যার আকাশে একেসন্ধ্যাতারাবলে ডাকা হয়ে থাকে। এর কোনওউপগ্রহনাই। পরিচ্ছেদসমূহ ১নাম ২কক্ষীয় বৈশিষ্ট্যসমূহ ২.১কক্ষপথ ২.২ঘূর্ণন ৩বহিঃসংযোগ নাম [সম্পাদনা] শুক্র গ্রহের বাংলা নাম এসেছে অসুরদের গুরু ও রক্ষক শুক্রাচার্য থেকে, এবং শুক্রাচার্য এর দিন হিসেবে এসেছে শুক্রবার। শুক্র গ্রহেরলাতিননামকরণ করা হয়েছেরোমানপ্রেমের দেবীভিনাস(Venus, লাতিনে: উয়েনুস্‌, ইংরেজিতে: ভীনাস্‌) নামানুসারে। পৌরাণিক কাহিনীতে ভেনাস (শুক্র) ভালকানের স্ত্রী এবং দেবপুত্র কিউপিড ও দৈনিয়্যাসের মাতা। বর্তমানে শুক্রের বিশেষণ হিসেবে ইংরেজিতে ভেনুশিয়ান (Venusian) শব্দটি ব্যবহৃত হয়। কিন্তু এরলাতিনবিশেষণ হচ্ছে উয়েনেরেয়াল্‌ (Venereal), ইংরেজি উচ্চারণে ভেনিরিয়্যাল্‌ যা আধুনিক ইংরেজি ভাষায়যৌনরোগবোধক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। এই জন্য ভেনিরিয়্যাল শব্দটি এর বিশেষণ হিসেবে এখন ব্যবহৃত হয় না। অনেক জ্যোতির্বিজ্ঞানী এই গ্রহের নামের বিশেষণ হিসেবেসিথারিয়ান(Cytherean) শব্দটি ব্যবহার করেন যাগ্রিক পুরাণেউল্লেখিত দেবীআফ্রোদিতিরঅপর নামসিথারিয়াথেকে এসেছে। এছাড়া আরও কয়েকটি বিশেষণ হচ্ছে: ভেনারিয়ান (Venerean, Venarian), ভেনারান (Veneran) ইত্যাদি। চৈনিক,জাপানি,কোরিয়এবংভিয়েতনামিজ সংস্কৃতিতেএই গ্রহের নাম বলা হয়ধাতব তারা (金星) যা পৃথিবী সৃষ্টিকারী পাঁচটি মৌলিক উপাদানের নাম থেকে উৎসারিত।