Search This Blog

পৃথিবী ও সৌরমন্ডল বা সৌরজগত্‍ প্রাককথন (পর্ব ২ ও শেষ পর্ব): পৃথিবীর গতি দুই প্রকার - (১) আবর্তন বা আহ্নিক গতি (Rotation) এবং (২)  পরিক্রমণ বা বার্ষিক গতি (Revolution ) আবর্তন বা আহ্নিক গতি (Rotation)- পৃথিবী তার অক্ষ বা মেরুদন্ডের উপর ভর করে নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্বে অনবরত ঘুরে চলেছে । অহ্ন শব্দের অর্থ ‘দিন’। এই গতির ফলে দিনরাত্রি হয় হয় বলে একে আবর্তন বা আহ্নিক গতি বলে । পৃথিবীর আবর্তনগতিকে আহ্নিক গতিও বলা হয়। পৃথিবী নিজের অক্ষের ওপর একবার পাক খেয়ে আসতে যে সময় নেয় তার পরিমাণ একদিন বা প্রায় ২৪ ঘন্টা।   একদিন সূর্য যখন মাথার উপরে রয়েছে তখন থেকে সময় গণনা শুরু করে পরের দিন ঠিক সূর্য যখন মাথার ওপরে আসবে তখন পর্যন্ত যে সময় অতিবাহিত হয়েছে তা হল এক সৌর দিন। এর পরিমাণ ঠিক ২৪ ঘন্টা। কিন্তু মনে রাখতে হবে পৃথিবী তার আবর্তনের সাথে সাথে সূর্যের চারদিকে প্রদক্ষি্ণও করছে। তাই এক দিনে সে তার প্রদক্ষিণ পথ ধরে কিছুটা পার হয়েও এসেছে। তাই যদি আমরা কোনও নক্ষত্র বা নক্ষত্র মন্ডলীর সাপেক্ষে পৃথিবীর আবর্তনের সময় মাপি তা কিন্তু কিছুটা তফাত হবে। ধরা যাক একদিন রাত্রে একটি নক্ষত্রের উদিত হওয়ার মূহুর্ত থেকে পরের দিন আবার সেই নক্ষত্রটির উদিত হওয়ার সম য় মাপি দেখব এই সময় সৌর দিনের থেকে কিছুটা কম। একেই নক্ষত্র দিন বলে। একটা সৌর দিন থেকে একটা নক্ষত্র দিন ৩ মিনিট ৫৫. ৯১ সেকেন্ড কম। সৌরদিন (Solar day)-সূর্যকে সামনে রেখে পৃথিবী তার অক্ষের উপর ভর করে সম্পূর্ণরূপে একবার পাক খেতে ২৪ ঘন্টা সময় নেয় ।  একে‘সৌরদিন’বলে । নাক্ষত্রদিন(Solar day)-সুর্য ছাড়া অন্য কোনো নক্ষত্রের হিসাবে পৃথিবীর সম্পূর্ণ একবার আবর্তনের সময় লাগে ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড একে নাক্ষত্রদিন(Solar day)বলে । Near Earth Object Danger Close to Earth একটি গ্রহাণুর আঘাত থেকে গত ২৭ জানুয়ারি অল্পের জন্য রক্ষা পেল পৃথিবী! ২০১২ বিএক্স৩৪ নামের গ্রহাণুটি খুব কাছাকাছি এসেও নিরাপদে পৃথিবীকে অতিক্রম করেছে। গ্রহাণুটি ছুটতে ছুটতে চাঁদের চেয়েও কম দূরত্বে পৃথিবীর কাছাকাছি চলে আসে। মহাকাশ পর্যবেক্ষকেরা এ ঘটনাকে 'অল্পের জন্য রক্ষা'হিসেবে বর্ণনা করেছেন। 'গ্রহাণুটির ব্যাস ছয় থেকে ১৯ মিটারের মধ্যে ছিল। শুক্রবার গ্রিনিচ সময় তিনটার দিকে এটি পৃথিবীর ৬০ হাজার কিলোমিটারের কাছাকাছি চলে আসে। ' 'অল্পের জন্য এটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এ পর্যন্ত পৃথিবীর খুব কাছাকাছি এসেছে এমন শীর্ষ ২০-এর তালিকায় এটি থাকবে। 'মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) বৃহস্পতিবার টুইটারে জানায় ,গ্রহাণুটি'নিরাপদেই ২৭ জানুয়ারি পৃথিবী অতিক্রম করেছে। ' গেরেথ উইলিয়ামস ব্যাখ্যা করে বলেন,গ্রহাণুটি এতই ছোট ছিল যে,পৃথিবীর খুব কাছাকাছি আসার পরই কেবল তা শনাক্ত করা যায়। কিন্তু এর ওড়ার গতি বিস্ময়কর হলেও তা একেবারেই অস্বাভাবিক ছিল না। তবে গ্রহাণুটি পৃথিবীতে আছড়ে পড়লেও ক্ষতির আশঙ্কা ছিল না বলে মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের জন্য গ্রহাণুটির যে শক্তি ক্ষয় হতো এর ফলে এটি ভেঙে যেত। এর পরও পৃথিবীর মাটিতে গ্রহাণুটি প্রবেশে সক্ষম হলে বড়জোর এর আকৃতি হতো একটি ফুটবলের মতো। এর আগে গত বছর নভেম্বরে আরেকটি গ্রহাণু যার নাম ২০০৫ ওয়াইইউ ৫৫ পৃথিবীর খুব কাছাকাছি চলে এসেছিল।

পৃথিবী ও সৌরমন্ডল বা সৌরজগত্‍ প্রাককথন (পর্ব ১): সৌরজগত্‍: সূর্য এবং তার চারপাশে ঘুরছে যে গ্রহ,উপগ্রহ,উল্কা,গ্রহাণু,ধুমকেতু তাদের নিয়েই হল সৌরজগত। এই সব জ্যোতিষ্কমন্ডলী একটা নির্দিষ্ট কক্ষপথে একটা নির্দিষ্ট সময়ে সূর্যকে প্রদক্ষিণ করছে। যে সব জ্যোতিষ্কদের নিজেদের আলো আছে তাদেরনক্ষত্রবলে আর যে সব জ্যোতিষ্কদের নিজেদের আলো নেই তাদেরগ্রহবলে । পৃথিবীর নিজস্ব আলো নেই তাইপৃথিবী একটি গ্রহ।পৃথিবীর কাছের উজ্জ্বলতম নক্ষত্রটি হল সূর্য । মহাকাশের কোটি কোটি নক্ষত্র নিয়ে গড়ে উঠেছেনক্ষত্রজগৎ(Galaxy)।আর এই নক্ষত্রজগতে সূর্যকে কেন্দ্র করে যে সব গ্রহ,উপগ্রহ,ধুমকেতু,উল্কা নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে চলেছে তাদের নিয়ে গড়ে উঠেছে‘সৌরজগৎ‘ । সৌরজগতে মোট ৮ টি গ্রহ আছে । সূর্য থেকে দুরত্ব অনুসারে গ্রহগুলি হল -বুধ, শুক্র,পৃথিবী,মঙ্গল,বৃহস্পতি,শনি,ইউরেনাস ও নেপচুন । দুরত্ব অনুসারে পৃথিবী সূর্যের তৃতীয় গ্রহ । পৃথিবী উপবৃত্তাকার পথে সূর্যকে কেন্দ্র করে পরিক্রমণ করে, তাই পৃথিবী থেকে সূর্যের দুরত্ব সব সময় সমান থাকে না ।পৃথিবী থেকে সূর্যের মধ্যে গড় দুরত্ব থাকে প্রায় ১৫ কোটি কিমি. ।  পৃথিবীর আকৃতি প্রায় গোলাকার । এর নিরক্ষীয় ব্যাস ১২,৭৫৭ কিমি. এবং মেরুব্যাস ১২,৭১৪ কিমি. । প্রকৃত গড় ব্যাস ১২,৭৩৫.৫ কিমি.{(১২৭৫৭ + ১২৭১৪) / ২}। আর সাধারনত গড় ব্যাস ধরা হয় প্রায় ১২,৮০০ কিমি. । সুতরাং পৃথিবীর গড় ব্যাসার্ধ ৬,৪০০ কিমি. । আয়তন অনুসারে পৃথিবী সৌরজগতের পঞ্চম গ্রহ (বৃহস্পতি,শনি, ইউরেনাস ও নেপচুনের পর ) । পৃথিবী পৃষ্ঠের ক্ষেত্রফল প্রায় ৫১ কোটি ৫৪ লক্ষ বর্গকিলোমিটার । পৃথিবীর গড় পরিধি প্রায় ৪০,০০০ কিমি. (প্রকৃতপক্ষে ৪০,০৭৭ কিমি.) । খ্রিষ্টের জন্মের প্রায় ২০০ বছর আগে গ্রিক পন্ডিত এরাটসথেনিসমিশরের আলেকজান্দ্রিয়া ও সিয়েন শহরে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য বিচার করে অবিশ্বাস্য কিন্তু প্রায় সঠিক ভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন  ।  পৃথিবীর আনুমানিক ওজন প্রায় ৫,৬৯৭X১০১৮টন বা ৬ কোটি কোটি কোটি টন (৬ -এর পর ২১ টি শূন্য বসালে যে সংখ্যা হয় ) । পৃথিবী মহাশূন্যে ভেসে থেকে তার অক্ষ বা মেরুদন্ডের উপর ভর করে নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করতে করতে সূর্যকে পরিক্রমণ করে চলেছে  । পৃথিবী পৃষ্ঠের সবচেয়ে উঁচু অংশ ৮,৮৪৮ মিটার ( মাউন্ট এভারেস্ট ) এবং সবচেয়ে নীচু অংশ ১১ ,০৩৫ মিটার (প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত ) সুতরাং ভূপৃষ্ঠের বন্ধুরতার পরিমাণ প্রায় ২০ কিলোমিটার  । পৃথিবীর একমাত্র উপগ্রহ হল চাঁদ । চাঁদের আয়তন পৃথিবীর ৫০ ভাগের ১ ভাগ । চাঁদের ব্যাস ৩ ,৪৭৬ কিমি. । পৃথিবী থেকে চাঁদের দুরত্ব প্রায় ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিমি. । পৃথিবীর চারিদিকে ১ বার পরিক্রমণ করতে চাঁদের সময় লাগে ২৭ দিন ৮ ঘন্টা  । গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করছে অনেক ছোট ও বড় জ্যোতিষ্ক। এদের মধ্যে কয়েকটি খুব বড় এবং নিজের নিজের কক্ষপথ ধরে একটা নির্দিষ্ট সময়ে এরা সূর্যকে প্রদক্ষিণ করে। এদের নিজস্ব আলো নেই। এদেরকে গ্রহ বলে। মোট নটি গ্রহ সূর্যকে ঘিরে পাক খাচ্ছে। এদের নাম হল ,বুধ,শুক্র,পৃথিবী,মঙ্গল, বৃহস্পতি শন ইউরেনাস,নেপচুন ও প্লুটো। এদের মধ্যে প্লুটো কে মাঝে মাঝে গ্রহের আসন থেকে সরিয়ে দেওয়া হয়। পৃথিবী সূর্যের থেকে দূরত্ব অনুসারে তিন নম্বর গ্রহ হল আমাদের এই পৃথিবী। এর সূর্য থেকে গড় দূরত্ব হল ১৪১৫০০০০০ কিলোমিটার। ওজন ৫ ,৬৯৭X১০ ১৮ কোটি টন। পৃথিবীর ব্যাস ( মানে পৃথিবীকে এপার ওপার ফুটো করলে সেটা যতটা লম্বা হবে) হল প্রায় ১২৭০০ কিলোমিটার। কিন্তু এটা সব জায়াগায় সমান নয়। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু সোজাসুজ়ি যেতে ১২৭১৪ কিলমিটার রাস্তা পার হতে হবে। ঠিক তেমনি নিরক্ষীয় অঞ্চলে এই ব্যাস ১২৭৫৭ কিলোমিটার। পৃথিবীর পৃষ্ঠদেশের ক্ষেত্রফল ৫১৫৪০০০০০ বর্গ কিলোমিটার। পৃথিবীর পরিধি ( মানে পৃথিবীকে ঘিরে একবার পাক খেয়ে আসতে যতটা পথ যেতে হবে) ৪০০০০ কিলোমিটার।   পৃথিবীর আহ্নিক ও বার্ষিক গতি পৃথিবীর গতি (Movement of the Earth ) আপাত দৃষ্টিতে মনে হয় যে পৃথিবী স্থিরভাবে অবস্থান করছে আর সূর্য তার চারদিকে ঘুরছে ।  অতীতের এই ধারণাকে ভুল বলে প্রথম ঘোষণা করেন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্টএবং গ্রিক বিজ্ঞানীগ্যালিলিও।তাঁরা বলেন সুর্য স্থিরভাবে অবস্থান করছে আর পৃথিবীসহ অন্যান্য গ্রহগুলি সূর্যের চারিদিকে অনবরত ঘুরে চলেছে । পরবর্তীকালে কোপারনিকাস ,কেপলার,নিউটন প্রমুখ বিজ্ঞানীরা এই মতবাদকে সমর্থন করেন । সুর্য প্রতিদিন সকলে পূর্বাকাশে উঠে আর সন্ধ্যায় পশ্চিমাকাশে অস্ত যায়।

সৌরজগতে ৮ টি গ্রহ আছে। যথা- বুধ (Murcury), শুক্র (Venus), পৃথিবী (Earth), মঙ্গল (Mars), বৃহস্পতি (Jupter), শনি (Saturn), ইউরেনাস (Uranus), নেপচুন (Neptune) । এগুলোর মধ্যে সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি এবং সবচেয়ে ছোট গ্রহ বুধ ।

National and official languages (R-Z): Russia[edit] Main article:Languages of Russia TheRussian languageis the only official language ofRussia, but 27 other languages are considered official in different regions in Russia. Singapore[edit] Main article:Languages of Singapore Singaporehas four official languages:English(Singapore English),Chinese,MalayandTamil. Although English is the primary language of business and government and the main language used in education, Malay is designated as the national language. This is due to the geographical and historical ties to Malaysiaas well as the recognition of ethnicMalays(about 14% of the population) as the indigenous people of Singapore. Traditionally, thelingua francaamong the different ethnic groups in Singapore wasBazaar Malay, a Malay-basedcreole. Since independence, the government has been promoting English as the main language of Singapore. The bilingual education policy requires students to study only two languages: English and a"mother tongue"corresponding to the student's ethnicity. Malay is only offered to non-Malay students as an optional third language in secondary schools. As a result, English has displaced Bazaar Malay as the common language among Singaporeans. Therefore, despite the status of Malay as the national language, the majority of the population do not speak the language. Notable official usage of Malay includes the national anthemMajulah Singapura, and drill commands in theSingapore Armed Forces. South Africa[edit] Main article:Languages of South Africa South Africahas 11official languages. Namely:Afrikaans,English,Ndebele,Northern Sotho,Sotho,Swazi,Tswana,Tsonga,Venda, XhosaandZulu.South African Sign LanguageandDutchare distinct in South Africa though incompletely emerged national standard languages which also subsumes a cluster of semi-standardised dialects. “ Arabic,German,Greek,Gujarati,Hebrew,Hindi,Khoi,Nama,Portuguese,San,Sanskrit,Tamil,Telugu,Urdu,Sign Language are all constitutionally recognised in South Africa. ” The above mentioned languages can be considered as minorityLingua francas— none of these languages are of Official Language Status in the country. Turkey[edit] Main article:Languages of Turkey Ethnically, 10-18% ofTurkey's population are of Kurdish origin, and their language isKurdish. But 95-98% of population can speakTurkish as their first language.[citation needed] In that fact, Turkish is a national language of Turkey. Also there are many other ethnic origins like Circassians,ArabiansorBosnians, and they all can speak Turkish as native language. United Kingdom[edit] Main article:Languages of the United Kingdom TheEnglish language(British English) is the de facto official language of theUnited Kingdomand is spoken monolingually by an estimated 95% of the Britishpopulation.[citation needed] Interestingly, official regional languages exist without reference to a national language. [16] United States[edit] Main article:Languages of the United States In theUnited States, English (American English) is the national language only in an informal sense, by numbers and by historical and contemporary association. The United States Constitutiondoes not explicitly declare anyofficial language, although the constitution is written in English, as is all federal legislation. On 11 February 2009,RepresentativeSteve King(R-IA.) introduced House Bill H.R.997, to declare English as the official language of the United States. On 5 May 2009, SenatorJim Inhofe(R-OK) introduced Senate Bill S.991 as a companion bill. On 26 February 2009, Representative Steve King (R-IA.) introduced House Bill H.R.1229, a bill to amend title 4, United States Code, to declare English as the official language of the Government of the United States, and for other purposes. On 6 May 2009, SenatorJim Inhofe (R-OK) introduced Bill S.992 as a companion bill. On 10 March 2011, Representative Steve King (R-IA.) introduced House Bill H.R.997, a bill to amend title 4, United States Code, to declare English as the official language of the Government of the United States, and for other purposes. On 8 March 2011, SenatorJim Inhofe (R-OK) introduced Bill S.503 as a companion bill. On 17 March 2011, RepresentativePeter T. King(R-NY.) introduced House Bill H.R.1164, a bill to amend title 4, United States Code, to declare English as the official language of the Government of the United States. As of August 2011, the last major actions on these bills were:[17] BillLast Major ActionDate H.R.997 Referred to the Subcommittee on the Constitution, Civil Rights, and Civil Liberties 23 July 2009 S.991 Referred to the Committee on Homeland Security and Governmental Affairs 6 May 2009 H.R.1229 Referred to the Subcommittee on the Constitution, Civil Rights, and Civil Liberties 19 August 2009 S.992 Referred to the Committee on Homeland Security and Governmental Affairs 6 May 2009 H.R.997 Referred to the Subcommittee on the Constitution. Vietnam[edit] InVietnam, theVietnamese

National and official languages (J-Q): Kenya[edit] Main article:Languages of Kenya While English is the only official language,Swahilihas a special status as “national language”. None of the country's biggest languages (gikuyu, luo, kamba, kalenjin, etc.) have any official status on the national level. Lebanon[edit] InLebanon, theArabic languageis the"official national"language.[12] Macedonia[edit] The national, and official language of theRepublic of Macedoniais theMacedonian language. Malta[edit] TheMaltese languageis the national language of Malta. It is also the official language of the island, together withEnglish. Maltese only is recognised as"national"in Chapter 1 of the Laws of Malta. Namibia[edit] Main article:Languages of Namibia Although English is the only nationwide official language inNamibia, there are also 20 National languages, which are each spoken by more or less sizeable portions of the population and are considered Namibia's cultural heritage. All national languages have the rights of a minority language and may even serve as a lingua franca in certain regions. Among Namibia's national languages are German, Afrikaans, Oshiwambo,Otjiherero,Portuguese, as well as the languages of theHimba,Nama,San,KavangoandDamara. Nigeria[edit] Main article:Languages of Nigeria Besides official English (Nigerian Standard English), Nigeria recognizes three'majority', or national, languages. These are the big three, Hausa,Igbo, andYoruba, each with some 20 million speakers or more.[13] Pakistan[edit] Main article:Languages of Pakistan Article 251(1) of the1973 Constitution of Pakistan, titled National language, specifies:"The National language ofPakistanis Urdu, and arrangements shall be made for its being used for official and other purposes within fifteen years from the commencing day.Although it has been declared as an official language , so far all the documentation, legislation,legal orders and every thing related on legal front is done in British English.Mostly the studies at the higher level i.e Masters , M.Phil and Phd. level is done in English." [14]National Language Authority is an organization established to make these arrangements since 1979. Philippines[edit] Main article:Languages of the Philippines The 1973Philippine constitutiondesignated Pilipino (aTagalog-based language) and English (Philippine English) as official languages,"until otherwise provided by law"and mandated development and formal adoption of a common national language to be known as Filipino. The 1987 constitution designated theFilipino language, which is based on Tagalog with the inclusion of terms from all recognized languages of the Philippines, as the national language. It also designated both Filipino and English as the official languages for purposes of communication and instruction, and designated the regional languages as auxiliary official languages in the regions to serve as auxiliary media of instruction therein. More than 170languagesare spoken in thePhilippinesand almost all of them belong to theBorneo–Philippines languagesgroup of the Austronesianlanguage family. In 2007, a six-part series titled The Case of Ilokano as a National Language authored by Dr. Aurelio Solver Agcaoili of the University of Hawaii appeared in the Culture, Essays, Lifestyle of Tawid News Magazine. [15]As of 2008, leaders from the Ilocos regionand otherIlocano-dominated provinces were considering the possible declaration ofIlocano languageas an official language in their provinces along with the national language to foster the continuity of their language and heritage.