Search This Blog
গণমাধ্যম (রেডিও ও টেলিভিশন) রেডিও বাংলাদেশ বেতার প্রতিষ্ঠা/স্থাপন- ১৬ ডিসেম্বর ১৯৩৯ সদর দপ্তর- ঢাকার আগারগাঁও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র- চট্টগ্রামের কালুরঘাটে বাংলাদেশ বেতারের পূর্বনাম- রেডিও বাংলাদেশ (১৯৭৫-১৯৯৬) প্রথম এফএম চ্যানেল- রেডিও টুডে মোট এফএম চ্যানেল- ৪টি (রেডিও টুডে, রেডিও ফূর্তি, রেডিও আমার, রেডিও এবিসি) সর্বশেষ এফএম রেডিও চ্যানেল- রেডিও এবিসি (৭ জানুয়ারি ২০০৯) টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয়- ১৯৬৪ সালে সদর দপ্তর/প্রধান কার্যালয়- রামপুরা বিটিভির প্রথম শিল্পী- ফেরদৌসী রহমান প্রথম প্রচারিত নাটক- একতলা দোতলা রঙিন টেলিভিশন চালু হয়- ১৯৮০ সালে পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র- ২টি (ঢাকার রামপুরা ও চট্টগ্রাম) রামপুরা টেলিভিশন কেন্দ্র স্থাপিত- ১৯৭৫ চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র স্থাপিত- ১৯৯৬ সম্প্রচার কেন্দ্র- ১৭টি বিশ্বে বিটিভির সম্প্রচার কার্য পরিচালনার জন্য চ্যানেল- বিটিভি ওয়ার্ল্ড সংসদ কার্যক্রম সম্প্রচারের জন্য বিটিভির নতুন চ্যানেল- বিটিভি সংসদ তথ্যসূত্র : www.betar.org.bd www.btv.gov.bd
গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহ: বিশ্বযুদ্ধসমূহ প্রথমবিশ্বযুদ্ধ সময়কাল- ১৯১৪-১৮ শুরু হয়- ২৮ জুলাই ১৯১৪ অক্ষশক্তি- জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক ও বুলগেরিয়া মিত্রশক্তি- ফ্রান্স, বৃটেন, রাশিয়া, ইতালি, যুক্তরাষ্ট্র, রুমানিয়া, জাপান, বেলজিয়াম, সার্বিয়া, গ্রিস, পর্তুগাল ও মন্টিনিগ্রো (জয়ী) জার্মানি আত্মসমর্পণ করে/ যুদ্ধ শেষ হয়- ১১ নভেম্বর ১৯১৮ দ্বিতীয়বিশ্বযুদ্ধ সময়কাল-১৯৩৯-৪৫ শুরু হয়- ১ সেপ্টেম্বর ১৯৩৯ অক্ষশক্তি- জার্মানি, ইতালি ও জাপান (আরো ছিল- হাঙ্গেরি, রুমানিয়া, বুলগেরিয়া ও থাইল্যান্ড) মিত্রশক্তি- রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, বৃটেন, চিন, ফ্রান্স ও পোল্যান্ড (আরো ছিল- কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুগোশ্লাভিয়া, গ্রিস, নরওয়ে, নেদারল্যান্ড, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, ফিলিপাইন ও ব্রাজিল) তৎকালিন- যুক্তরাষ্ট্রের পেসিডেন্ট- ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ট্রুম্যান বৃটেনের প্রধানমন্ত্রী- উইনস্টন চার্চিল রাশিয়ার প্রেসিডেন্ট- যোসেফ স্ট্যালিন তৎকালিন- জার্মানির ফ্যুয়েরার- এডলফ হিটলার ইতালির প্রেসিডেন্ট- মুসোলিনি জাপানের সম্রাট- হিরোহিতো যুক্তরাষ্ট্র এটোম/পারমাণবিক বোমা হামলা করে- জাপানের হিরোশিমা (৬ আগস্ট ’৪৫; বোমার নাম- লিটল বয়) ও নাগাসাকিতে (৯ আগস্ট, ’৪৫; বোমার নাম- ফ্যাটম্যান) পারমাণবিক বোমা হামলার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট- ট্রুম্যান মরুভূমিতে যুদ্ধ করে ‘ডেজার্ট ব্যাট’ উপাধি পান- জেনারেল মন্টোগোমারি (বৃটেন) কিছুগুরুত্বপূর্ণযুদ্ধ যুদ্ধ সময় (খ্রি.) প্রতিপক্ষ গুরুত্বপূর্ণ তথ্যাবলী কলিঙ্গের যুদ্ধ ২৬১ রাজাঅশোকবনাম কলিঙ্গরাজ বদরের যুদ্ধ ৬২৪ মুসলিম বনাম মক্কার পৌত্তলিক উহুদের যুদ্ধ ৬২৫ মুসলিম বনাম মক্কার পৌত্তলিক খন্দকের যুদ্ধ ৬২৭ মুসলিম বনাম কুরাইশ তাবুকের যুদ্ধ ৬৩৭ মুসলিম বনাম রোমান শতবর্ষের যুদ্ধ ১৩৩৮-১৪৫৩ ইংরেজ বনাম ফরাসি বীর কন্যাজোয়ানঅবআর্কফ্রান্সের সেনাপতিত্ব করেন পানিপথের ১ম যুদ্ধ ১৫২৬ বাবর বনাম ইব্রাহিম লোদী পানিপথের ২য় যুদ্ধ ১৫৫৬ বৈরাম খাঁ বনাম হিমু পানিপথের ৩য় যুদ্ধ ১৭৬১ আহমেদ শাহ আবদালী বনাম মারাঠা পলাশীর যুদ্ধ ১৭৫৭ সিরাজ-উদ-দৌলাবনামলর্ডক্লাইভ মীরজাফরেরবিশ্বাসঘাতকতায় বাংলার নবাব সিরাজ-উদ-দৌলা পরাজিত হন বক্সারের যুদ্ধ ১৭৬৪ ইংরেজ বনাম মীর জাফর, সুজা-উদ-দৌলা ও দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনী আমেরিকার স্বাধীনতা সংগ্রাম ১৭৭৬-৮৩ আমেরিকা বনাম বৃটিশ জর্জওয়াশিংটনেরনেতৃত্বে আমেরিকা স্বাধীন হয় ফরাসি বিপ্লব ১৭৮৯-৯৯ ১৪জুলাইবাস্তিলদূর্গআক্রমণের মাধ্যমে শুরু হয় ফরাসি বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসেন- নেপোলিয়ান বোনাপার্ট রুশো,ভল্টেয়ার-লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবে অনুপ্রেরণা যুগিয়েছিলেন ফরাসি বিপ্লবের শ্লোগান-স্বাধীনতা,সাম্যভ্রাতৃত্ব ট্রাফালগার যুদ্ধ ১৮০৫ ইংরেজ বনাম ফ্রান্স ও স্পেনের যৌথ বাহিনী এ যুদ্ধে বৃটিশরা জয়ী হওয়ায় নেপোলিয়নের ইংল্যান্ড আক্রমণের পরিকল্পনা ব্যর্থ হয় ট্রাফালগার স্কয়ার বর্তমানলন্ডনেঅবস্থিত ওয়াটারলুর যুদ্ধ ১৮১৫ নেপোলিয়ন(ফ্রান্স) বনামডিউকঅবওয়েলিংটন(বৃটেন) নেপোলিয়ন পরাজিত হয়, তাকেসেন্টহেলেনাদ্বীপেনির্বাসিত করা হয় ওয়াটারলু-বেলজিয়ামে(ব্রাসেলসের দক্ষিণে) ক্রিমিয়ার যুদ্ধ ১৮৫৪-৫৬ ফ্রান্স, ইংল্যান্ড ও তুরস্ক বনাম রাশিয়া সিপাহী বিপ্লব ১৮৫৭ বৃটিশদের বিরুদ্ধে দেশীয় সিপাহীদের জাতীয়তাবাদী অভ্যূত্থান কোরিয়া যুদ্ধ ১৯৫০-৫৩ উত্তর কোরিয়া বনাম দক্ষিণ কোরিয়া জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে অবসান ভিয়েতনাম যুদ্ধ ১৯৫৬-৭৩ উত্তর ভিয়েতনাম বনাম দক্ষিণ ভিয়েতনাম শান্তি চুক্তির মাধ্যমে অবসান পাক-ভারত যুদ্ধ ১৯৬৫-৬৬ পাকিস্তান বনাম ভারত কাশ্মীরনিয়ে যুদ্ধ রাশিয়ার মধ্যস্থতায়তাসখন্দচুক্তিরমাধ্যমে অবসান ইরাক-ইরান যুদ্ধ ১৯৮০-৮৮ ইরাক বনাম ইরান শাত-ইল-আরবজলাধারকেকেন্দ্র করে যুদ্ধ
গুরুত্বপূর্ণ সংবাদপত্র ও সাহিত্যপত্রিকা বাংলাদেশের/ ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র- বেঙ্গল গেজেট (জেমস অগাস্টাস হিকি; ১৭৮০) প্রথম বাংলা সাময়িকপত্র (মাসিক)- দিগদর্শন (জন ক্লার্ক মার্শম্যান; ১৮১৮) প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্র- সমাচার দর্পণ (উইলয়াম কেরী; ১৮১৮) প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র- সংবাদ প্রভাকর (ঈশ্বরচন্দ্র গুপ্ত; সাপ্তাহিকভাবে প্রকাশ আরম্ভ- ১৮৩১, দৈনিক হিসেবে আত্মপ্রকাশ- ১৮৩৯) প্রথম বাংলা সচিত্র মাসিক পত্রিকা- বিবিধার্থ সংগ্রহ (রাজেন্দ্রলাল মিত্র; ১৮৫১) নাম সম্পাদক প্রকাশকাল বেঙ্গল গেজেট জেমস অগাস্টাস হিকি ১৭৮০ দিগদর্শন (মাসিক) জন ক্লার্ক মার্শম্যান ১৮১৮ সমাচার দর্পণ উইলিয়াম কেরী ১৮১৮ সম্বাদ কৌমুদী রাজা রামমোহন রায় ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ১৮২১ সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত ১৮৩১ তত্ত্ববোধিনী অক্ষয়কুমার দত্ত ১৮৪৩ বিবিধার্থ সংগ্রহ রাজেন্দ্রলাল মিত্র ১৮৫১ মাসিক পত্রিকা প্যারীচাঁদ মিত্র ও রাধানাথ শিকদার ১৮৫৪ ঢাকা প্রকাশ কৃষ্ণচন্দ্র মজুমদার ১৮৬১ গ্রামবার্তা কাঙাল হরিনাথ ১৮৬৩ বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭২ ভারতী দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ১৮৭৭ সাধনা সুধীন্দ্রনাথ ঠাকুর, পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯১ সবুজপত্র প্রমথ চৌধুরী ১৯১৪ কল্লোল দীনেশরঞ্জন দাস ১৯২৩ কালিকলম প্রেমেন্দ্র মিত্র ১৯২৬ প্রগতি* বুদ্ধদেব বসু ও অজিতকুমার দত্ত ১৯২৭ সওগাত মোহাম্মদ নাসির উদ্দীন ১৯১৮ আঙ্গুর ড. মুহম্মদ শহীদুল্লাহ ১৯২০ ধূমকেতু কাজী নজরুল ইসলাম ১৯২২ লাঙ্গল কাজী নজরুল ইসলাম ১৯২৫ শিখা (বার্ষিক) আবুল হোসেন ১৯২৭ পরিচয়** সুধীন্দ্রনাথ দত্ত ১৯৩১ ক্রান্তি ১৯৪০ কবিতা বুদ্ধদেব বসু, সমর সেন ও প্রেমেন্দ্র মিত্র সমকাল সিকানদার আবু জাফর পূর্বাশা সঞ্জয়দত্ত ভট্টাচার্য্য নয়া সড়ক ১৯৪৮ পূর্বমেয়ে*** জিল্লুর রহমান সিদ্দিকী ও মুস্তাফা নূরুল ইসলাম ১৯৬০ দৈনিক নবযুগ কাজী নজরুল ইসলাম ১৯৪১ বেগম নূরজাহান বেগম ১৯৪৯ শিখা কাজী মোতাহার হোসেন ১৯২৭ সন্দেশ সুকুমার রায় মোসলেম ভারত মোজাম্মেল হক ১৯২০ উত্তরাধিকারী বাংলা একাডেমী লেখা বাংলা একাডেমী বর্তমানের সংবাদপত্র দৈনিক প্রথম আলো মতিউর রহমান The Daily Star Mahfuz Anam কালের কণ্ঠ আবেদ খান দৈনিক ইত্তেফাক আনোয়ার হোসেন মঞ্জু দৈনিক জনকণ্ঠ আতিক উল্লাহ খান মাসুদ যুগান্তর সালমা খাতুন যায় যায় দিন শফিক রেহমান *প্রগতি ঢাকা থেকে প্রকাশিত হত **পরিচয় পত্রিকাটি এখনো একই নামে প্রকাশিত হয়; তবে পত্রিকাটি এখন ভারতীয় কমিউনিস্ট পার্টির মালিকানাধীন ***পূর্বমেয়ে রাজশাহী থেকে প্রকাশিত হত
জনক ও প্রবক্তা গুরুত্বপূর্ণ শাস্ত্রের জনক শাস্ত্র জনক ইতিহাস হিরোডেটাস দর্শন সক্রেটিস বিজ্ঞান থেলিস উদ্ভিদবিদ্যা হিপোক্রেটিস প্রাণীবিজ্ঞান অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞান অ্যারিস্টটল আধুনিক রাষ্ট্রবিজ্ঞান নিকোলো ম্যাকিয়াভেলী সমাজবিজ্ঞান অগাস্ট কোঁৎ অংক শাস্ত্র আর্কিমিডিস বীজগণিত আল খোয়ারিজমি জ্যামিতি ইউক্লিড রসায়ন জাবির ইবনে হাইয়ান আধুনিক জ্যোতির্বিদ্যা নিকোলাস কোপার্নিকাস অর্থনীতি অ্যাডাম স্মিথ আধুনিক অর্থনীতি পল স্যামুয়েলসন মনোবিজ্ঞান উইলহেম উল্ড আধুনিক গণতন্ত্র জন লক সামাজিক বিবর্তনবাদ হার্বার্ট স্পেন্সার জীবাণুবিদ্যা লুই পাস্তুর বিবর্তনবাদ চার্লস ডারউইন সাহিত্যে (বিশেষত বাংলা) জনক/প্রবক্তা ক্ষেত্র প্রবক্তা বাংলা গদ্য ছন্দ রবীন্দ্রনাথ ঠাকুর অমিত্রাক্ষর ছন্দ মাইকেল মধুসূদন দত্ত সনেট পেত্রার্ক বাংলা সনেট মাইকেল মধুসূদন দত্ত আধুনিক বাংলা নাটক মাইকেল মধুসূদন দত্ত বাংলা গদ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলাদেশের চলচ্চিত্র আব্দুল জব্বার খাঁন বাংলা টপ্পাগান নিধু বাব
জাতিসংঘ (পর্ব ২ ও শেষ পর্ব): ICC প্রতিষ্ঠা- ১ জুলাই ২০০২ ICC র সদর দপ্তর- হেগ, নেদারল্যান্ডস ICC র সদস্য- ১১৬ (১ নভেম্বর থেকে ১১৭; ১ ডিসেম্বর থেকে ১১৮) বাংলাদেশ ICC র সদস্য নয়/ চুক্তি স্বাক্ষর করেনি UN Women :জাতিসংঘেরসর্বশেষঅঙ্গসংস্থা জাতিসংঘের সর্বশেষ অঙ্গসংস্থা (১৭তম) অনুমোদন লাভ- ২ জুলাই ২০০৯ কার্যক্রম শুরু- ১ জানুয়ারি ২০১১ পুরো নাম/ আসল নাম- United Nations Entity for Gender Equlity and the Empowerment of Women প্রধান- মিশেল ব্যাচলেট (চিলির প্রথম নারী প্রেসিডেন্ট; জাতিসংঘের পরবর্তী উপমহাসচিব) সদর দপ্তর- নিউইয়র্ক জাতিসংঘেরমহাসচিব জাতিসংঘ মহাসচিবের মেয়াদ- ৫ বছর (প্রকৃতপক্ষে মহাসচিবের পদের নির্দিষ্ট কোন মেয়াদ নেই । তবে ঐতিহ্যগতভাবে মহাসচিব ৫ বছরের জন্য ১ বা ২ মেয়াদে নির্বাচিত হন) জাতিসংঘের প্রথম মহাসচিব- ট্রিগভে লি (Trygve Lie) (নরওয়ে) জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব- কফি আনান (ঘানা) মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন- উ থান্ট (মায়ানমার) (প্রথম এশীয় মহাসচিব) জাতিসংঘের বর্তমান মহাসচিব- বান কি মুন (দক্ষিণ কোরিয়া) (নির্বাচিত হন- ২০০৭ সালে) জাতিসংঘের মহাসচিবদের মধ্যে শান্তিতে নোবেল পুরস্কার পান- দ্যাগ হেমারশোল্ড(১৯৬১) ও কফি আনান(২০০১) জাতিসংঘের যে মহাসচিব মরণোত্তর শান্তিতে নোবেল পুরস্কার পান- দ্যাগ হেমারশোল্ড(১৯৬১) জাতিসংঘেবাংলাদেশ সদস্যপদলাভ *.১৩৬তমসদস্য ১৯৭৪(১৭সেপ্টেম্বর) UN-এরনিরাপত্তাপরিষদেরসদস্য(স্বস্তিপরিষদ) *.মোট২বার *.২য়বারবাংলাদেশ(১৯৯৯সালেনির্বাচিত,২০০০-০১মেয়াদে)সভাপতিরদায়িত্বপালনকরে *.সভাপতিত্বকরেনআনোয়ারুলকরিমচৌধুরী ১ম বার : ১৯৭৮ (১০ নভেম্বর) ২য় বার : ১৯৯৯ (১৪ অক্টোবর) UN-এরসাধারণপরিষদেরসভাপতি *.সভাপতিত্বকরেনহুমায়ুনরশীদচৌধুরী ১৯৮৬ জাতিসংঘঘোষিতশীর্ষসম্মেলন সম্মেলন স্থান সময়কাল শিশুবিষয়কবিশ্বশীর্ষসম্মেলন নিউইয়র্ক ১৯৯০ পরিবেশওউন্নয়নসম্মেলন(ধরিত্রীসম্মেলন) রিওডি জেনিরো ১৯৯২ বিশ্বমানবাধিকারসম্মেলন ভিয়েনা ১৯৯৩ আন্তর্জাতিকজনসংখ্যাওউন্নয়নসম্মেলন কায়রো ১৯৯৪ চতুর্থবিশ্বনারীসম্মেলন বেইজিং ১৯৯৫ পরিবেশসম্মেলন+৫ নিউইয়র্ক ১৯৯৭ বর্ণবাদওবর্ণবৈষম্যবিরোধীবিশ্বসম্মেলন ডারবান ২০০১ জাতিসংঘওনোবেল(শান্তিতে) জাতিসংঘ মোট নোবেল পায়- ৮ বার জাতিসংঘ/ জাতিসংঘের মহাসচিব নোবেল পায়- ২ বার জাতিসংঘের অঙ্গসংস্থাগুলো নোবেল পায়- ৬ বার জাতিসংঘের মোট- ৫টি অঙ্গসংস্থা নোবেল পেয়েছে (UNHCR, UNICEF, ILO, IAEA, IPCC) জাতিসংঘের যে অঙ্গসংস্থা ২ বার নোবেল পেয়েছে- UNHCR জাতিসংঘঘোষিতআন্তর্জাতিকবর্ষ প্রতিবন্ধী বর্ষ- ১৯৮১ নারীবর্ষ- ১৯৮৪ আদিবাসী বর্ষ- ১৯৯৩ আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ আন্তর্জাতিক সাংস্কৃতিক সৌহার্দ্য বর্ষ ২০১০ আন্তর্জাতিক নাবিক বর্ষ আন্তর্জাতিক যুব বর্ষ- ১২ আগস্ট ২০১০ থেকে ১১ আগস্ট ২০১১ আন্তর্জাতিক বন বর্ষ আন্তর্জাতিক রসায়ন বর্ষ ২০১১ Int’l year for people of African Descent International Year of Cooperatives International Year of Sustainable Energy for All ২০১২ International Year of Water Cooperation- ২০১৩ জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবসসমূহ তথ্যসূত্র : www.un.org www.icj-cij.org www.icc-cpi.int জাতিসংঘ ঘোষিত বর্ষ তালিকার অফিশিয়াল পেজ : http://www.un.org /en/events /observances /years.shtml
Subscribe to:
Posts (Atom)