Search This Blog
বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা: রেলপথ প্রথম রেলপথ বসানো হয়- ১৮২৫ সালে, বৃটেনে উপমহাদেশে রেলগাড়ি চালু হয়- ১৮৫৩ সালে উপমহাদেশে রেলগাড়ি চালু করেন- লর্ড ডালহৌসী বাংলাদেশে রেলপথ বসানো হয়- ১৮৬২ সালে (দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত) বাংলাদেশের রেল পরিবহন সংস্থার নাম- বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশে ২ ধরনের রেলপথ রয়েছে- ব্রডগেজ ও মিটারগেজ বাংলাদেশ রেলওয়ে ২টি অঞ্চলে বিভক্ত- পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল বাংলাদেশ রেলওয়ের সদর দপ্তর- ঢাকায় পূর্বাঞ্চলীয় সদর দপ্তর- চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় সদর দপ্তর- রাজশাহী (বর্তমানে ঢাকায়) দীর্ঘতম রেল সেতু- হার্ডিঞ্জ ব্রিজ (১৯১৫ সালে নির্মিত) হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণ করেন- লর্ড হার্ডিঞ্জ দ্বিতীয় দীর্ঘতম রেলসেতু- ভৈরব ব্রিজ বাংলাদেশে মোট রেলস্টেশন- ৫০৫টি ঢাকা-কলকাতা ট্রেন সার্ভিসের নাম- মৈত্রী এক্সপ্রেস মৈত্রী এক্সপ্রেস চালু হয়- ১৪ এপ্রিল ২০০৮ মৈত্রী এক্সপ্রেস চালুর আগে ঢাকা-কলকাতার ট্রেন যোগাযোগ বন্ধ ছিল- ৪৩ বছর যমুনা সেতুর উপর দিয়ে ঢাকা-রাজশাহী ট্রেন চলাচল শুরু হয়- ১৪ আগস্ট ২০০৩ (সিল্ক সিটি এক্সপ্রেস) সড়কপথ সড়ক পরিবহনে নিয়োজিত সংস্থা- বিআরটিসি (BRTC- Bangladesh Road Transport Corp.) দীর্ঘতম সেতু/ সড়ক সেতু- বঙ্গবন্ধু সেতু(যমুনা সেতু) বঙ্গবন্ধু সেতু পৃথিবীর- ১১তম দীর্ঘতম সেতু (বর্তমানে ১২তম) বঙ্গবন্ধু সেতু এশিয়ার- ৫ম দীর্ঘতম সেতু বঙ্গবন্ধু সেতু দক্ষিণ এশিয়ার- দীর্ঘতম সেতু বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য- ৪.৮ কিমি বঙ্গবন্ধুর নির্মাণকারী সংস্থা- হুন্দাই ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন কোম্পানি (কোরিয়া) রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত- জ্যোমাইক (দক্ষিণ আফ্রিকা) (ফাঁটল) প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য- ৬.১৫ কিমি পদ্মা সেতুর কাজ শেষ হবে- ২০১৩ সালে পদ্মা সেতুর নির্মাণের স্থান- মাওয়া নির্মাণ কাজ উদ্বোধন করেন- ৩০ মে ২০০১ নৌপথ নৌপরিবহন সংস্থা- BIWTC (Bangladesh Internal Water Transportation Corp.)
বাংলাদেশের শিল্প: তৈরি পোশাক শিল্প প্রধান শিল্প- তৈরি পোশাক বৈদেশিক মুদ্রার সিংহভাগ আসে- তৈরি পোশাক থেকে রপ্তানি আয়ের সিংহভাগ আসে- তৈরি পোশাক থেকে (৭৭.১৭%) সবচেয়ে বেশি রপ্তানি করা হয়- মার্কিন যুক্তরাষ্ট্রে পাটশিল্প এশিয়ার বৃহত্তম পাটকল- আদমজী পাটকল; প্রতিষ্ঠিত- ১৯৫১ সালে আদমজী পাটকল বন্ধ হয়- ২০০২ সালে সার শিল্প দেশে সার কারখানা- ৮টি সবচেয়ে বড় সার কারখানা- যমুনা (জামালপুর) (সহায়তা- জাপান) বেসরকারি খাতে সবচেয়ে বড় সার কারখানা- কাফকো (সহায়তা- জাপান) কাগজ শিল্প মোট কাগজ কল- ৭টি সবচেয়ে বড় কাগজ কল- কর্ণফুলী পেপার মিল (চন্দ্রঘোনা, রাঙামাটি) (কাঁচামাল- বাঁশ) প্রথম কাগজ কল স্থাপিত হয়- ১৯৫৩ সালে (কর্ণফুলী) উত্তরবঙ্গ কাগজ কল- পাকশী, পাবনা (কাঁচামাল- আখের ছোবড়া) অন্যান্য জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা- ৩টি একমাত্র অস্ত্র নির্মাণ কারখানা- গাজীপুর একমাত্র তেল শোধনাগার- ইস্টার্ন রিফাইনারী, চট্টগ্রাম একমাত্র রেয়ন মিল- কর্ণফুলী রেয়ন মিল, চন্দ্রঘোনা, রাঙামাটি লৌহ ও ইস্পাত কারখানা- চট্টগ্রাম রাইফেল কারখানা- গাজীপুর সেনানিবাসে বিভিন্ন কারখানার সংখ্যা পাটকল ৩৮টি বস্ত্রকল ২৪টি চিনিকল ২৪টি কাগজকল ৭টি সারকারখানা ৮টি সিমেন্ট ১৪টি জাহাজনির্মাণ ৩টি তেলশোধনাগার ১টি
সংক্ষেপে পৃথিবী (পর্ব ২ ও শেষ পর্ব): বাল্টিক রাষ্ট্রসমূহ এস্তোনিয়া লাটভিয়া লিথুয়ানিয়া (ফিনল্যান্ড) প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভকারী ৩ রাষ্ট্র এবং প্রথম বিশ্বযুদ্ধের অব্যবহিত পরে স্বাধীনতা লাভকারী ফিনল্যান্ড (১৯২০) স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ ডেনমার্ক নরওয়ে সুইডেন আইসল্যান্ড ফিনল্যান্ড ফ্যারো আইল্যান্ড গ্রিনল্যান্ড মূলত ডেনমার্ক, নরওয়ে ও সুইডেন; স্ক্যান্ডিনেভিয়ান ভাষা ও সংস্কৃতি অধ্যূষিত অঞ্চল পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ অ্যান্টিগুয়া এন্ড বারবুডা বাহামা বার্বাডোজ কিউবা ডোমিনিকা ডোমিনিক প্রজাতন্ত্র গ্রেনাডা হাইতি জ্যামাইকা সেন্ট কিটস এন্ড নেভিস সেন্ট লুসিয়া সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রেনাডিয়ান্স ত্রিনিদাদ ও টোবাগো দুই আমেরিকা মহাদেশের মধ্যবর্তী ক্যারিবিয়ান সাগরে অবস্থিত এই দ্বীপরাষ্ট্রগুলোর এই নামকরণ করেন আমেরিকার আবিষ্কারক ক্রিস্টোফার কলম্বাস । তিনি মনে করেছিলেন দ্বীপগুলো ভারতের দক্ষিণে । এই অঞ্চলে এই ১৩টি দ্বীপরাষ্ট্র ছাড়াও ১৭টি কলোনি বা পরাধীন উপনিবেশ/দেশ আছে । সাবেক সোভিয়েত ইউনিয়ন রাশিয়া ইউক্রেন কাজাখস্তান উজবেকিস্তান বেলারুশ আজারবাইজান মলদোভা জর্জিয়া লিথুয়ানিয়া কিরঘিজিস্তান তাজিকিস্তান আর্মেনিয়া লাটভিয়া তুর্কমেনিস্তান এস্তোনিয়া ১৯৯১ সালে ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ১৫ টি রাষ্ট্র গঠিত হয় সি আই এস ভুক্ত (কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস) আর্মেনিয়া আজারবাইজান বেলারুশ কাজাখস্তান কিরঘিজিস্তান মোলদোভা রাশিয়া তাজিকিস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তান (ইউক্রেন) পূর্বে জর্জিয়া সি আই এস-র সদস্য থাকলেও সম্প্রতি সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে । আর ইউক্রেন শুরু থেকেই (১৯৯১) এর সঙ্গে সংশ্লিষ্ট থাকলেও সদস্য হয়নি । সাবেক চেকোশ্লোভাকিয়া চেক প্রজাতন্ত্র শ্লোভাকিয়া ১ জানুয়ারি ১৯৯৩ সালে ভেঙ্গে চেক প্রজাতন্ত্র ও শ্লোভাকিয়া নামে দুটি রাষ্ট্রের জন্ম হয় সাবেক যুগোশ্লাভিয়া ার্বিয়া ক্রোয়েশিয়া শ্লোভেনিয়া মন্টিনিগ্রো বসনিয়া এন্ড হার্জেগোভিনা মেসিডোনিয়া কসোভো ১৯৯২ সালে ভেঙ্গে ৪টি পৃথক প্রজাতন্ত্র হয়- ক্রোয়েশিয়া, শ্লোভেনিয়া, মেসিডোনিয়া এবং বসনিয়া এন্ড হার্জেগোভিনা । পরবর্তীতে ২০০৬ সালে চূড়ান্তভাবে যুগোশ্লাভিয়া ভেঙে যায়, সার্বিয়া ও মন্টিনিগ্রো আলাদা হয়ে গেলে । ২০০৮ সালে কসোভো সার্বিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করে । ইন্দোচীন লাওস কম্বোডিয়া ভিয়েতনাম বিভিন্ন বিখ্যাত অঞ্চল (region) নাম অন্তর্ভূক্ত অঞ্চল বা দেশ বিশেষত্ব/ গুরুত্বপূর্ণ তথ্য সেভেন সিস্টারস আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের ৭ টি রাজ্যকে সেভেন সিস্টার বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গল মায়ানমার, লাওস ও থাইল্যান্ড সীমান্তে অবস্থিত আফিম মাদক উৎপাদনকারী অঞ্চল গোল্ডেন ক্রিসেন্ট আফগানিস্তান, পাকিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত আফিম মাদক উৎপাদনকারী অঞ্চল গোল্ডেন ওয়েজ বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত মাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত গোল্ডেন ভিলেজ বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬ টি গ্রাম গাঁজা উৎপাদনের জন্য বিখ্যাত বিভিন্ন বিখ্যাত অর্থনৈতিক জোট/ (দেশ) জোট দেশ 3-Tigers জাপান, জার্মানি, ইতালি 4-Tigers দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং সুপার সেভেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড + ফোর টাইগারস (দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং) ইস্ট এশিয়ান মিরাকল জাপান + সুপার সেভেন (মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং)
সংক্ষেপে পৃথিবী (পর্ব ১): পৃথিবীর বয়স- আনুমানিক ৪,৫০০ মিলিয়ন আয়তন- ৫১,০১,০০,৫০০ বর্গকিমি সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে গড়ে- ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড (প্রচলিত তথ্য) (প্রকৃতপক্ ষে- ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৯ মিনিট ১২ সেকেন্ড) পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব- ১৪,৯৫,০০,০০০ কিমি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব- ৩,৮৪,৪০০ কিমি মোট মহাসাগর- ৫টি মোট মহাদেশ- ৭টি মোট রাষ্ট্র- ২০৪টি (তথ্যসূত্র : http://en.wikipedia.or g /wiki/List_of_sovereig n_states) মোট স্বাধীন রাষ্ট্র- ১৯৩টি (জাতিসংঘ স্বীকৃত রাষ্ট্র)(তথ্যসূত্র: http://en.wikipedia.or g /wiki/List_of_sovereig n_states) সর্বশেষ স্বাধীন রাষ্ট্র- দক্ষিণ সুদান মহাদেশ রাষ্ট্র (আয়তন) রাষ্ট্র (জনসংখ্যা) মহাসাগর বৃহত্তম এশিয়া রাশিয়া চীন প্রশান্ত বা প্যাসিফিক ক্ষুদ্রতম ওশেনিয়া ভ্যাটিকান ভ্যাটিকান উত্তর বা আর্কটিক দু’টি মহাদেশে অবস্থিত রাষ্ট্র- তুরস্ক, রাশিয়া দু’টি মহাদেশে অবস্থিত শহর- ইস্তাম্বুল যে দেশের সাথে সবচেয়ে বেশি দেশের সীমান্ত আছে- চীন শীর্ষ ও নিম্নস্থানীয় দেশ রাষ্ট্র (আয়তনে) বৃহত্তম রাশিয়া ক্ষুদ্রতম ভ্যাটিকান রাষ্ট্র (জনসংখ্যা) বৃহত্তম চীন ক্ষুদ্রতম ভ্যাটিকান ঘনবসতিতে সর্বোচ্চ বাংলাদেশ সর্বনিম্ন মঙ্গোলিয়া স্বাক্ষরতার হারে সর্বোচ্চ স্লোভাকিয়া সর্বনিম্ন মাথাপিছু আয়ের ভিত্তিতে সর্বোচ্চ লুক্সেমবার্গ সর্বনিম্ন মোজাম্বিক গড় আয়ুতে সর্বোচ্চ জাপান সর্বনিম্ন সোয়াজিল্যান্ড উচ্চতম অট্টালিকা সর্বোচ্চ বুর্জ দুবাই (দুবাই, সংযুক্ত আরব আমিরাত) বিশ্বের সমুদ্র বন্দরবিহীন দেশসমূহ মহাদেশ দেশসমূহ মোট এশিয়া নেপাল ভুটান আফগানিস্তান লাওস মঙ্গোলিয়া কাজাকিস্তান কিরগিস্তান উজবেকিস্তান তাজাকিস্তান তুর্কমেনিয়া আজারবাইজান ১১ টি আফ্রিকা মালি নাইজার উগান্ডা বতসোয়ানা জিম্বাবুই রুয়ান্ডা বুরুন্ডি মালাবি জাম্বিয়া সোয়াজিল্যান্ড চাঁদ মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র বারকিনা ফাসো লেসোথো ইথিওপিয়া ১৫ টি ইউরোপ অস্ট্রিয়া সুইজারল্যান্ড মালদোভা শ্লোভাকিয়া চেক প্রজাতন্ত্র হাঙ্গেরি বেলারুশ লুক্সেমবার্গ আর্মেনিয়া সার্বিয়া ১০ টি দক্ষিণ আমেরিকা প্যারাগুয়ে বলিভিয়া ২ টি সর্বমোট ৪৪ টি একনজরে মহাদেশ পরিচিতি মহাদেশ আয়তন (বর্গ কিমি) লোকসংখ্যা দেশ সংখ্যা (স্বাধীন দেশ) জাতিসংঘ ভুক্ত দেশ সর্বোচচ স্থান (মিটার) এশিয়া ৪,৪৪,৯৩,০০০ ৪১২ কোটি ১১ লাখ ৫৪ ৪৮ মাউন্ট এভারেস্ট (৮৮৫০) আফ্রিকা ২,৯৮,০০,৪৫০ ১০০কোটি ৯৯ লাখ ৫৬ ৫৪ কিলিমাঞ্জারো (৫৯৬৩) উত্তর আমেরিকা ২,৪৩,২০,১০০ ৫৩ কোটি ৩৩ লাখ ২৩ ২৩ ম্যাককিনলে (৬১৯৪) দক্ষিন আমেরিকা ১,৭৫,৯৯,০৫০ ৩৮ কোটি ২ লাখ ১২ ১২ আকাঙ্গাগুয়া (৬৯৫৯) ইউরোপ ১,০৫,৩০,৭৫০ ৭৩ কোটি ২২ লাখ ৪৮ ৪৬ মাউন্ট এলবুর্জ (৫৬৩৩) ওশেনিয়া ৭৬,৮৭,১২০ ৩ কোটি ৫৪ লাখ ১৪ ১৪ পুঁসাক জায়া (৪৮৮৪) এন্টার্কটিকা ১,৫২,০৪,৫০০ ৪ হাজার - - ভিনসন মাসিক (৪৮৯৭) মোট ১৪,৮৯,৫০,৩২০ ৬৮২ কোটি ৯৮ লাখ ২০৪ ১৯৩ পৃথিবীর বিভিন্ন অঞ্চল পরিচিতি প্রশান্ত মহাসাগরে ওশেনিয়ায় ৩টি বিশেষ অঞ্চল রয়েছে- অঞ্চলের নাম অন্তর্গত দেশসমূহ মাইক্রোনেশিয়া ক্যারোলিন দ্বীপপুঞ্জ মার্শাল দ্বীপপুঞ্জ মারিয়ানা দ্বীপপুঞ্জ (গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জ) কিরিবাতি (বানাবা ও জিলবার্ট দ্বীপপুঞ্জ) নাউরু পালাউ মেলোনেশিয়া পাপুয়া নিউগিনি ফিজি সলোমন দ্বীপপুঞ্জ ভানুয়াতু মালুকু দ্বীপপুঞ্জ (ইন্দোনেশিয়া) নিউ ক্যালিডোনিয়া (ফ্রান্স) নিউগিনি (ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনি) বিসমার্ক (পাপুয়া নিউগিনি) সান্তা ক্রুজ দ্বীপপুঞ্জ (সলোমন দ্বীপপুঞ্জ) পলিনেশিয়া সামোয়া আমেরিকান সামোয়া (মার্কিন যুক্তরাষ্ট্র) হাওয়াই (মার্কিন যুক্তরাষ্ট্র) টুভ্যালু টোঙ্গা মারকুয়েজ আইল্যান্ড ইস্টার আই্ল্যান্ড (চিলি) নিউজিল্যান্ড কুক দ্বীপপুঞ্জ (নিউজিল্যান্ড) নিউ (নিউজিল্যান্ড) তোকেলউ (নিউজিল্যান্ড) ফ্রেঞ্চ পলিনেশিয়া (ফ্রান্স) নরফোক আইল্যান্ড (অস্ট্রেলিয়া) পিটকেয়ার্ন আইল্যান্ড (বৃটেন) রাজনৈতিক গুরুত্বপূর্ণ অঞ্চল অঞ্চলের নাম অন্তর্গত দেশসমূহ অন্যান্য তথ্য আরব উপদ্বীপের রাষ্ট্রসমূহ সৌদি আরব কুয়েত কাতার সংযুক্ত আরব আমিরাত ওমান বাহরাইন ইয়েমেন
সংক্ষেপে বাংলাদেশ: এক নজরে বাংলাদেশ সরকারি নাম- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ (Peoples Republic of Bangladesh) সরকার পদ্ধতি- সংসদীয় গণতন্ত্র/সরকার সংসদ- এককক্ষ বিশিষ্ট আয়তন- ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার জনসংখ্যা- ১৬,১০,৮৩,৮০৪ (২০১২) ১৪,২৩,১৯,০০০ (প্রাথমিক জনসংখ্যা রিপোর্ট) ১৫,৭৯,০০,০০০ (অর্থনৈতিক সমীক্ষা ২০১১) রাজধানী- ঢাকা মুদ্রা- টাকা মোট সীমা- ৫,১৩৮ কিলোমিটার গড় আয়ু- ৬০(৬০.২৫) বছর (৬৭.২ বছর; অর্থনৈতিক সমীক্ষা ২০১১) স্বাক্ষরতার হার- ৫৬.৭% (অর্থনৈতিক সমীক্ষা ২০১১) মাথাপিছু আয়- ৮১৮ মার্কিন ডলার (অর্থনৈতিক সমীক্ষা ২০১১) স্থানীয় সময়- গ্রিনিচ সময়ের চেয়ে ৬ ঘণ্টা আগে (গ্রিনিচ +৬) ধর্ম- মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য বিভাগ- ৭টি (সর্বশেষ বিভাগ- রংপুর) জেলা- ৬৪টি উপজেলা- ৪৮৩টি (সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ার মির্জাপুর, বর্তমান নাম বিজয়নগর) * ৪৮৪ তম উপজেলা কুমিল্লার ভাঙ্গুরা থানা- ৬০৩টি ইউনিয়ন- ৪৪৮৫টি গ্রাম- ৮৭৩১৯টি সিটি কর্পোরেশন- ৮টি (সর্বশেষ- নারায়ণগঞ্জ, ৭ম; কুমিল্লা, ৮ম) সর্ব উত্তরের জেলা- পঞ্চগড় (থানা- তেঁতুলিয়া) সর্ব দক্ষিণের জেলা- কক্সবাজার (থানা- টেকনাফ) সর্ব পশ্চিমের জেলা- চাঁপাই নবাবগঞ্জ (থানা- শিবগঞ্জ) সর্ব পূর্বের জেলা- বান্দরবান (থানা- থানচি) সর্ব দক্ষিণের স্থান- ছেঁড়া দ্বীপ (সেন্ট মার্টিন দ্বীপ) আয়তনে সবচেয়ে বড় জেলা- রাঙামাটি আয়তনে সবচেয়ে ছোট জেলা- মেহেরপুর জনসংখ্যায় সবচেয়ে বড় জেলা- ঢাকা জনসংখ্যায় সবচেয়ে ছোট জেলা- বান্দরবান বৃহত্তম পাহাড়- গারো পাহাড় (ময়মনসিংহ জেলায়) উচ্চতম পর্বতশৃঙ্গ- তাজিনডং বা বিজয় (বান্দরবান জেলায়) বাংলাদেশের পাহাড়গুলো গঠিত- টারশিয়ারি যুগে বাংলাদেশের উপর দিয়ে গেছে- কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer) সোয়াচ অব নো গ্রাউন্ড- বঙ্গোপসাগরে জাতীয় বিষয়াবলী জাতীয় প্রতীক- উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান শাপলা; শাপলা ফুলের মাথায় পাটগাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা; পাতার দুই পাশে দুটি করে তারকা বা তারা জাতীয় প্রতীকের ডিজাইনার- কামরুল হাসান জাতীয় পাখি- দোয়েল জাতীয় ফুল- শাপলা জাতীয় ফল- কাঁঠাল জাতীয় পশু- রয়েল বেঙ্গল টাইগার জাতীয় মাছ- ইলিশ জাতীয় বন- সুন্দরবন জাতীয়গাছ-আমগাছ জাতীয় মসজিদ- বায়তুল মোকাররম (১৯৮২ সালে ঘোষণা করা হয়) জাতীয় গ্রন্থাগার- গুলিস্তানে জাতীয় যাদুঘর- শাহবাগে জাতীয় উদ্যান- সোহরাওয়ার্দী উদ্যান জাতীয় বিমানবন্দর- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (পুরাতন নাম- জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর) জাতীয় খেলা- কাবাডি (হা-ডুডু) জাতীয় কবি- কাজী নজরুল ইসলাম জাতীয় শিশু পার্ক- শাহবাগ শিশু পার্ক জাতীয় উৎসব- বাংলা নববর্ষ/বাংলা বর্ষবরণ জাতীয় দিবস- ২৬ মার্চ (১৯৮০ সালে ঘোষণা করা হয়) রাষ্ট্রীয় মনোগ্রাম- লালবৃত্তের মাঝে হলুদ মানচিত্র; তার উপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং নিচে সরকার; উভয় পাশে ২টি করে মোট ৪টি তারা রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার- এ. এন. এ. সাহা জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত- ‘আমার সোনার বাংলা’ গানের প্রথম ১০ চরণ গীতিকার ও সুরকার- রবীন্দ্রনাথ ঠাকুর রাষ্ট্রীয় অনুষ্ঠানে গাওয়া/বাজানো হয়- প্রথম ৪ চরণ সর্বপ্রথম প্রকাশিত হয়- বঙ্গদর্শন পত্রিকায় স্বরবিতান কাব্যগ্রন্থের অন্তর্গত জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয়- ৩ মার্চ, ১৯৭১, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে রণ সঙ্গীত রণ সঙ্গীত- ‘চল চল চল’ গানের প্রথম ২১ চরণ গীতিকার ও সুরকার- কাজী নজরুল ইসলাম রাষ্ট্রীয় অনুষ্ঠানে গাওয়া/বাজানো হয়- প্রথম ২১ চরণ প্রথম প্রকাশিত হয়- শিখা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়- ‘নতুনের গান’ নামে সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত জাতীয় পতাকা ডিজাইন- গাঢ় সবুজের মাঝে লাল বৃত্ত ডিজাইনার- কামরুল হাসান মানচিত্রখচিত বাংলাদেশের প্রথম পতাকার ডিজাইনার- শিব নারায়ণ দাশ দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত- ১০:৬ বা ৫:৩ লাল বৃত্তের মাপ- পতাকার ৫ ভাগের ১ ভাগ (১/৫ অংশ) পতাকা দিবস- ২ মার্চ প্রথম উত্তোলন করেন- আ স ম আব্দুর রব (ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়) বিদেশে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন- ভারতের কলকাতায়, বাংলাদেশ মিশনে বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে মিল আছে- জাপানের পতাকার প্রথম বাংলাদেশের মানচিত্র আঁকেন- মেজর জেমস রেনেল (বাংলার তথা ভারতবর্ষের প্রথম সার্ভেয়ার)
Subscribe to:
Posts (Atom)