Search This Blog

Right form of verb (part 3 of 4): ● (Rule-5.1) Be as a main verb: Sentence এ যদি কোন main verb না থাকে তবে be verb কে main verb হিসাবে ব্যবহার করতে হবে। Sentence এ be verb এর ব্যবহার করার পূবে Tense এবং Subject এর Number, Person ইত্যাদি দেখে be verb এর form টি ব্যবহার করতে হবে। -They (be) no longer confined within the four walls of their parents’ and husbands’ home. (are) -Exercise (be ) beneficial to health. (is) -There (be ) even a single person on the street. (was not) ❻ Have Verb ● (Rule-6.1) Have as a main verb: আছে অর্থ বুঝাতে Have verb কে main verb হিসাবে ব্যবহার করা হয়। এরকম ক্ষেত্রে Tense এবং person অনুসারে have/ has/had বসে। -Obviously, mobile telecommunication (have) become a part of modern life. (has) ❼ Do Verb ● (Rule-7.1) Do/does/did + not : (negative) Sentence টি তে যদি কোন Auxiliary verb ও Model verb না থাকে, এরকম ক্ষেত্রে Sentence টিকে negative করার প্রয়োজন হলে Tense এবং person অনুসারে do/does/did বসিয়ে not বসাতে হয়। এ রকম ক্ষেত্রে main verb টির Present/base form বসাতে হয়। -Time (wait) for anybody. (does not wait) -I did (get ) any transport. (not get) ● Do Verb as a main verb: ● Do/does/did (Interrogative) ● -Would: passage টি যদি অতীত কালের বর্ণনা প্রদান করে অথবা principal clouse past tense এর হয় তবে সে ক্ষত্রে Surbordinate clouse, টি unreal future বুঝাতে verb এর সাথে would বসে। would এর পর verb এর basic form বা present form বসে। -The Egyptian believed that after death people would go another world.