Search This Blog
Conditional: Conditional sentence এর ক্ষেত্রে verb formএর কিছু ব্যতিক্রম ঘটে। এই বাক্যগুলো চিনতে ভুল করলে ঐ verb formটাও সঠিকভাবে ধরা যায় না। মূলতঃ Conditional sentence হল দুটো ঘটনা যাদের মধ্যে একটা আরেকটার শর্ত। যেমনঃ I will go if I have the time. এখানে সময় থাকাটা শর্ত, আর যাওয়াটা হল মূল ঘটনা। Conditional sentence দু’রকম, real আর unreal। Real condition বক্তা যদি বোঝাতে চায় যে শর্তটি বাস্তব, অর্থাৎ ঘটনাটি ঘটতেও পারে তাহলে সেটি real condition. তিনরকম real condition হতে পারেঃ Future: If+ subject+ present indefinite+ {will can may must} + verb base form If he takes the bribe the police will arrest him. Habitual: If+ subject+ present indefinite+ ( ) + present indefinite If the child finds candy he keeps quiet. Optative: If+ subject+ present indefinite+ ( ) + present indefinite If you find him sleeping, wake him up. Unreal condition বক্তার কথাতেই যদি বোঝা যায় যে শর্তটি ঘটবার কোন সম্ভাবনা নেই তাহলে বাক্যটি একটি unreal condition। unreal condition দু’রকমঃ Present/Future: If + subject + simple past + {would could might} + verb base form If he took the bribe the police would arrest him. উপরের real future conditionএর সাথে তুলনা করে দেখুন, verbদুটো আলাদা। এর অর্থ হল বক্তার বিশ্বাস এই লোকটি ঘুষ নেবে না । Past: If + subject + past perfect + ( ) + {would could might} + have + past participle of verb If he had taken the bribe the police would have arrested him. অথবা আরেকটি উদাহরণ হতে পারেঃ If he had not taken the bribe the police would not have arrested him. যার অর্থ হল লোকটি ইতোমধ্যে ঘুষ নিয়েছে । তাই if দিয়ে যে শর্তটি দেয়া হয়েছে সেটি অবাস্তব।
Subjunctive: Subjunctive verb-এর একটি special form. এর structure টা খুব সহজ। present tense-এর ক্ষেত্রে infinitive থেকে to বাদ দিলে যেই verb টা থাকে সেটা হল subjunctive. Subjunctive- এর ক্ষেত্রে parson-এর কোন প্রভাব থাকে না। অর্থাৎ parson যাই থাকুক না কেন verb-এর কোন পরিবর্তন হবে না। এর কারণ হল subjunctive এর verb-টি এখানে main verb নয়। এখন কথা হল কখন subjunctive ব্যবহার করতে হবে? Subjunctive কিছু নির্দিষ্ট verb-এর পরে ব্যবহার করা হয়। এবং এই verb গুলো সাধারণত “একজন চাচ্ছে যে আর একজন একটি কাজ করুক (one person wants another person to do something)” এমন অর্থ বোঝায়। verb-গুলো হল: Advice Order Prefer Urge Ask Move Propose Suggest Command Insist Recommend Stipulate Decree Demand Request Require Structure of subjunctive: Subject + main verb (any tense) + that + subject +verb in simple form (subjunctive) ** Subjunctive sentence-এ সবসময় that ব্যবহার করতে হবে। that না বসালে infinitive (to + verb) ব্যবহার করতে হবে। We urge that he leave now We urge him to leave now. Example of subjunctive: The university requires that all its students take this course. এখানে “The university” subject, “Require” main verb. এটা subject অনুযায়ী পরিবর্তন হতে পারে। আর “Take” subjunctive এটা সবসময় অপরিবর্তিত থাকবে।
Tag Question: প্রায় প্রতিবছরই Tag question থেকে ভর্তিপরীক্ষায় প্রশ্ন আসে।বিষয়টি বেশ সহজ।সামান্য চর্চা করলেই আয়ত্তে আনা সম্ভব। Tag question ব্যবহার করা হয়, যখন বক্তা কোন একটা বিষয় নিয়ে সম্পুর্ণ নিশ্চিত নয় এবং তাই সে তার statement এর সাথে শ্রোতাকে একটি প্রশ্ন জুড়ে দেয়। যেমনঃ I think Sunil will not come, will he? speaker এখানে sure নন Sunil আসবে কি আসবে না তা নিয়ে, তাই সে শ্রোতার মতামত জানতে চাইছে। এবার কয়েকটি সাধারণ নিয়ম দেখা যাক tag question এর; 1. প্রধান বাক্যের Auxiliary Verb ই Tag Question এ ব্যবহার করতে হবে।যদি না থাকে তবে do,does,did ব্যবহার করতে হবে। He plays cricket, doesn’t he? এ বাক্যে কোন Auxiliary verb (is,am,are,will) নেই, তাই does not’ ব্যবহার করা হয়েছে। 2.যদি বাক্য positive থাকে তবে tag question এ negative, এবং যদি বাক্য negative থাকে তবে tag question এ positive রাখতে হবে। This little boy is not guilty, is he? এখানে বাক্যটি negative হওয়াতে tag question positive হল। 3.খুবই সাধারণ নিয়ম,tense বদলানো যাবেনা। 4.subject এর pronoun ব্যবহার করতে হবে,ব্যক্তি হলে he/she/I/you, বস্তু হলে this/that/it. This is a very comfortable pillow, isn’t it? এ কয়টি নিয়ম মেনে চললে অনেক tag question উত্তর করা সম্ভব। যেমনঃ Q.Sohrab was a brave man, ________ ? (A unit; 2005-06) অবশ্যই এখানে উত্তর হবে wasn’t he, আরেকটি দেখা যাক, Q.It’s summer in Australia, ________ ? (A unit; 2001-03) আর এটার উত্তর isn’t it হবে সেটা 2ndনিয়ম থেকেই বলা যায়।এবার আরও একটা, Q.He always lags behind, _________ ? (B unit; 2002-03) এবার কিছুটা সমস্যা হওয়ারই কথা!কারণ বাক্যটিতে কোন Auxiliary verb নেই যেটা দিয়ে tag question বানানো যাবে।তাই এখানে কিছুটা common sense এবং english sense ব্যবহার করতে হবে, option গুলো খেয়াল করুন, a. won’t he? b. can’t he? c.didn’t he? d.doesn’t he? প্রথমে বাক্যটির tense খেয়াল করুন, তাহলেই কাজ অনেক সহজ হয়ে যাবে।বাক্যটি রয়েছে present indefinite tense এ, কেননা ‘lag’ verb টির সাথে s’ যুক্ত হয়েছে যা কেবল present indefinite tense এই হয়।এখন 3rdনিয়ম মনে করুন, যেটা বলছে tag question এর tense ,প্রধান বাক্যের tesne একই থাকবে।তাই আমরা বলতে পারি a. won’t he হবেনা কারন এটা future tense . একই ভাবে c.didn’t he? আমরা incorrect বলতে পারি যেহেতু এটা past tense. b. can’t he? এটা কি শুদ্ধ হবে?এখানে আপনাকে common sense এর পরিচয় দিতে হবে!প্রধান বাক্যের কোথাও কোন কিছু “পারা” এমন কথা বলা হয়নি, তাই can’t he সম্পুর্ণ অপ্রাসংগিক। অতএব correct answer হবে, d. doesn’t he? tense এর নিয়ম অনুযায়ী বলুনতো এই প্রশ্নের উত্তরটা, Q. You forgot my birthday, _________ ? (DU,B unit; 2002-03) a. haven’t you b.didn’t you? c. aren’t you? d. wouldn’t you? আমাদের past tense খুজতে হবে,সেটা আছে option b আর option d তে। wouldn’t you, কখনও উত্তর হবেনা কারন তাতে কোনো অর্থবহ বাক্য তৈরী করবেনা।তাই সঠিক option b. কয়েকটি উদাহরণ দেখে নিনঃ 1. You and I talked with that girl, didn’t we? 2. You won’t be leaving for another hour , will you? 3. You have two children, don’t you? (American English) 4. You have two children, haven’t you? (British English) দুটোই ঠিক, তবে উভয় option থাকলে British টি preferable. Special Examples 1.Let us go for a walk, shall we? Imperative বাক্য বুঝালে tag question এর এই বিশেষ নিয়ম হয়, উভয় বাক্যই এখানে positive. 1.Let us help them, shall we? 2.Let me have a book, will you? 3.Stop the noise, will you? 4.Open the door, can you? তাই যখনই বাক্যটি অনুরোধ বা প্রস্তাবমূলক হবে তখন এই বিশেষ উদাহরণগুলো মনে রাখতে হবে। আরেকটি সমস্যা হয় যখন subject একটু different হয়,যেমনঃ 6. None can make it, can they? 7. Nobody went there, did they? 8. Anyone is qualified, are they? 9. Neither of them has gone, have they? তাহলে যখন subject none,nobody,neither,anyone হবে তখন tag question এ they ব্যবহার করতে হবে,statement positive থাকলে positive ই রাখতে হবে tag question এ। আর বাক্যে seldom,barely,hardly,scarcely থাকলে বুঝতে হবে এটা negative statement,তাই tag question এ not বসানো যাবেনা।এটা আরেকটা বিশেষ নিয়ম। 10.He barely wins here, does he?
Voice: Voice থেকে একটাই প্রশ্ন আসে। একটা active sentence দিয়ে বলা হয় কোনটা সঠিক passive form? উল্টোটাও হয়, কিন্তু কম। Passive voiceএ sentenceএর একটা মৌলিক গঠন আছে। গঠনটা হলঃ [Object] + [be verb] + past participle of main verb + by + [objective form of subject] এই ফর্মূলা মুখস্ত করে ফেলতে হবে। এবং এই একটা করলেই হবে। কারণ এই গঠনটা দিয়ে সমস্ত passive sentenceকেই ব্যাখ্যা করা যায়। উদাহরণঃ Active: The rich hate the poor. Passive: The poor [object] are [be verb] hated [past participle of main verb] by the rich [objective form of subject]. এই গঠনের মধ্যে যে অন্যান্য extensionগুলো হতে পারে তা হলঃ ১. Main verb যদি group verb হয়, group verb এর prepositionটা একই জায়গায় থাকবে। ২. By এর জায়গায়ঃ To — যখন verbটা হলঃ know. উদাহরণঃ I know him. Passive: He is known to me. At— যখন verbটা হলঃ astonish, annoy, agitate, amaze, alarm, disappoint, displease, surprise, rejoice উদাহরণঃ His behaviour surprised me. Passive: I was surprised at his behaviour. With— যখন verbটা হলঃ disgust, bother, line, cover, crowd, satisfy, overgrow. উদাহরণঃ He disgusts me. Passive: I am disgusted with him. In— যখন verbটা হলঃ contain, embody, interest উদাহরণঃ The bowl contains rice. Passive: Rice is contained in the bowl. About— যখন verbটা হলঃ worry উদাহরণঃ He worries me. Passive: I am worried about him. Of— যখন verbটা হলঃ frighten উদাহরণঃ He frightens me. Passive: I am frightened of him. ৩. Auxiliary verb থাকলে সেটা be verbএর আগে বসিয়ে দিতে হবে। Active: I must eat rice. Passive: Rice must be eaten by me. ৪. Double object থাকলে ব্যক্তিবাচক object কে সামনে দিয়ে অন্যটাকে main verb এর পেছনে বসিয়ে passive করতে হবে। Active: He gave me rice. Passive: I was given rice by him. ৫. মাঝে মাঝে interrogative sentence এর passive প্রশ্নে আসে। লক্ষ্য করলে দেখা যাবেঃ Active sentence এর [subject] + [verb] + [object] গঠনটা interrogativeএ গিয়ে [question word] + [aux.] + [subject] + [verb] + [object]? তাহলে আমাদের ঐ ফর্মূলা অনুযায়ী passive voice কি হবে? [Question word] + [be verb] + [Object] + past participle of main verb + by + [objective form of subject]? Active: Why do you eat rice? Passive: Why is rice eaten by you? A Unit 2001-02 21. The passive of 'who taught you French?' is A. By whom you were taught French? B. By whom French was taught you? C. French was taught you by who? D. By whom were you taught French?
Basic verb form: verb form নির্ধারণ করতে তিনটা জিনিস লাগে। sentenceএর tense এবং subjectএর number ও person । tense এর মৌলিক নিয়মগুলো আমরা এখানে দেখবো। তারপর দেখবো number, তারপর person। 1.Present tense: 1.present indefinite: এটা দিয়ে সাধারণ বক্তব্য বা দৈনন্দিন ঘটনা বোঝায়। জিনিসটাকে indefinite বলা হচ্ছে কারণ আপনি বলতে পারবেননা ঘটনাটা এই মূহুর্তে ঘটছে কিনা। Apon walks to school everyday. He is a good boy. 1.Present continuous: এটা দিয়ে বোঝানো যায়: ১। ঘটমান কিছু: I am having lunch. ২। ভবিষ্যৎ ঘটনা: I am going to New York. 1.Present perfect: প্রথমত, ঘটনা ঘটে গেছে বলতে হলে present perfect ব্যবহার করতে হবে। I have come from Dubai. আরেকটা প্রয়োগ হল একটা কাজ শুরু হয়েছে শেষ হয়নি এরকম কিছু বোঝাতে। সাধারণত এক্ষেত্রে সময়ের একটা উল্লেখ থাকে এবং তার সাথে দু’টো conjunction ব্যবহার করা হয়, for এবং since। যেমনঃ I have lived in this house for five years. প্রশ্নটা হল, তাহলে simple pastএর সাথে এর তফাতটা কোথায়? 1.Past tense: 1.simple past: সুনির্দিষ্ট অতীতে কিছু একটা ঘটে গেছে বোঝাতে simple past ব্যবহার করা হয়। I came home yesterday from Dubai. তাহলে present perfect এর সাথে simple pastএর পার্থক্য হল সময়ের উল্লেখ থাকা। 1.Past continuous: সুনির্দিষ্ট অতীতে কিছু একটা ঘটছিল বোঝাতে Past continuous ব্যবহার করা হয়। এক্ষেত্রে সাধারণত যা দেখা যায় তা হল অতীতের দুটো ঘটনাকে পাশাপাশি রেখে তুলনা করা হয়। I was walking home last night when I saw the robbery take place. এই তুলনা করতে দু’টো conjunction ব্যবহার করা হয়, when এবং while। দু’টো conjunctionএর ব্যবহার দু’রকম। 1.Past perfect: NUMBER OF A SUBJECT subjectএর সংখ্যা বা numberএর সাথে সাথে verbএরও চেহারা বদলে যায়। verbগুলো কিভাবে singularথেকে pluralহয় সেটা এখানে (link to: Regular and Irregular Verbs) দেখে নিতে পারেন। subjectএর সাথে verbকিভাবে পরিবর্তন হয় তার নিয়মগুলো নিচে দেয়া হল: ১। uncountable noun এর পরে singular verbবসে। Milkisa healthy food. ২। Subject 1 rule: একাধিক subject যখন নিচের শব্দগুলো দিয়ে যুক্ত হয় তখন প্রথম subject এর সাথে মিল রেখে verb এর formঠিক হয়। together with along with and not accompanied by as well as among with accompanied with in addition to John, along with his friends,is goingto the movies. ৩। Subject 2 rule: যখন'either...or'এবং'neither...nor'দিয়ে দুটি subject সংযুক্ত হলে দ্বিতীয় subjectটির সাথে মিলিয়ে verbএর formঠিক হয়। Either me or theywill haveto leave this building. Neither they nor Iam leavingthe building. ৪। And rule: and দিয়ে একাধিক subject যুক্ত হলে সবসময় verb টি plural হবে। Luna, Nishi and Iarechatting. ৫। each, every, either, neither, many a – এগুলো subjectএর আগে থাকলে singular verb হয়। ৬। both, few, many, others, severalএগুলো subjectএর আগে থাকলে কিংবা নিজেরাই subject হলে সবসময় plural verb হয়। ৭। Infinitive (link to: Infinitive) এবং Gerund (link to: Gerund) এর পরে সবসময় singular verb হয়। Swimmingismy favourite exercise. To errisman. ৮। Here এবং there এদুটি শব্দের পর যদি be verb এবং তারপর noun থাকে তাহলে ঐ noun অনুযায়ী be verb এবং পরবর্তী verb টির form ঠিক হয়। Thereisa man in our village whomakesploughs. Herearesome fruits for you to eat. ৯। সময়, দূরত্ব, ওজন আর টাকার যেকোন পরিমাণ subject এ থাকলে সবসময় singular verbহবে। Three hoursisa long time to wait. Don't you think sixty dollars for a small cakeistoo expensive? ১০। কিছু noun সবসময় plural, তাদের সাথে অবশ্যই সবসময় plural verb হবে। (এদের একটা তালিকার জন্য দেখুন: Noun অধ্যায়ের SINGULAR AND PLURAL NOUNS অংশে)। (Insert Important symbol) আবার কিছু noun এর singular এবং plural form একইরকম দেখতে (একই জায়গায় এদেরও একটা তালিকা পাবেন)। তাহলে verb singular না plural হবে তা বুঝবেন কি করে? ব্যাপারটা আসলে বেশ সহজ। noun গুলো যেহেতু countable অতএব অবশ্যই তারা singular হলে তাদের আগে article (a, an, the) বসবে। কখনো কখনো অন্য determiners (link to: Determiners) ও বসতে পারে। ভর্তি পরীক্ষায় আসা কিছু প্রশ্ন: A Unit 2001-02 1.Rahim ____ for a new roommate before he finally succeeded. A. has been looking B. will be looking 1.had been looking D. has looked 16. They ____ to a concert tomorrow. A. have been going B. are going 1.had been going D. are gone. A Unit 2002-03 17. You may ____ down for a nap as soon as you do your homework. a. lay b. lie c. lain d, laid. 18. We talked for a long time after we ____ home. a. return b. have returned 1.has been returned d. returned. 19. Forty yards ____ a good distance. a. is b. are c. were d. had. 20. Our friends ____ the day before. a. having left b. had left 1.have been left d. had been left. 21. The bus _____ left before all the passengers arrived. a. were b. had 1.have d. would have. 22. It____ raining since morning. a. is b. was c. has been d. had been. D Unit 2010-11 9. She reassured me that she ______ the card. a. had posted b. has posted c. had been posting d. has posting
Subscribe to:
Posts (Atom)