Search This Blog

Adverb: Adverbএর সবচেয়ে সহজ সংজ্ঞা হল verbকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। verb কখন, কোথায়, কিভাবে, কতটুকু হচ্ছে এটা যে word বা একাধিক wordএ বোঝা যাবে সেটাই adverb। ভর্তি পরীক্ষার প্রশ্নে Adverb এর যে বিষয় দু’টো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হল adjectiveএর আগে বসানো Adverb এবং adverbial phrase. যেমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রিয় একটা form হল too + adjective + infinitive. He istooweakto walk. এই too হল সবচেয়ে বেশি ব্যবহৃত Adverb। ভর্তি পরীক্ষায় প্রায়ই আসে এরকম adverb গুলোর ব্যবহার সম্পর্কে আপনাদের মৌলিক ধারণা দেবার চেষ্টা করব। 1.Adverbs of frequency: once/twice/thrice – সংখ্যাসূচক, একবার, দুইবার, তিনবার - seldom – মাঝে মাঝে, often – প্রায়ই -, frequently - again - আবার, always – সবসময়ই, 1. Adverbs of time: before - আগে, after - পরে, now - এখন, ago - , soon - তাড়াতাড়ি, late - দেরি, lately - , daily - , already, never, since 1.Adverbs of place: Here - এখানে there- সেখানে everywhere - সবখানে up - উপরে, out - বাইরে, within ভিতরে, in - ভিতরে, away - , backward - পেছনে 1. Adverbs of manner: 2.Adverbs of affirmation and negation:

Adjective: adjective খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নয়। এখান থেকে দু’রকমের প্রশ্ন আসে : ১. form এবং position এর প্রশ্ন। adjective দুইটা জায়গায় বসে। nounএর আগে এবং sentenceএ objectএর জায়গায়, অর্থাৎ verbএর পর। একইসাথে adjectiveএর noun অথবা adverb formটা ব্যবহার করে পরীক্ষার্থীকে ধন্দে ফেলার চেষ্টা করা হয়। যেমনঃ Positionএর উদাহরণঃ Formএর উদাহরণঃ 1.The president said that the _ situation was very serious. (D Unit 2004-05) 1.Economical 2.Economy 3.Economic 4.Economics এটা একটা জনপ্রিয় প্রশ্ন, কারণ economy - এই noun টার দুইটা adjective হয়, Economical এবং Economic। একটার অর্থ মিতব্যয়ী আর আরেকটার অর্থ অর্থনৈতিক। ইংরেজিতে adjective ব্যবহারের একটা ক্রম আছে। মোটামুটিভাবে ক্রমটা এইরকমঃ 1.Opinion or judgment -- beautiful, ugly, easy, fast, interesting 2.Dimension -- small, tall, short, big 3.Age -- young, old, new, historic, ancient 4.Shape -- round, square, rectangular 5.Colour -- red, black, green, purple 6.Origin -- French, Asian, American, Canadian, Japanese 7.Material -- wooden, metallic, plastic, glass, paper 8.Purpose or Qualifier -- foldout sofa, fishing boat, racing car উদাহরণঃ The "beautiful long curved old red Italian steel racing car" ২. আরেকটা হল vocabulary প্রশ্ন। আপনি শব্দটার অর্থ জানেন কিনা এটাই পরীক্ষা করে দেখা হয়। উদাহরণঃ 12. Find the correct antonym of 'Superficial'. (2002-03 D unit) a. artificial b. sufficient c. indifferent d. deep এই প্রশ্নটার সমস্যা হল পাঁচটা শব্দের অন্তত দু’টা আপনাকে জানতে হবে। একটা list ধরে শব্দগুলো মুখস্ত করে ফেলা ছাড়া কোন উপায় নেই। এ প্রসঙ্গে আমাদের vocubulary listএর adjective অংশটা দেখতে পারেন। তবে adjectiveএর সাথে জড়িত আরও কতগুলো বিষয় আছে। সেগুলো হল gerund, participle, determiners এবং degree। adjective এর প্রশ্নগুলো দেখার পর ওগুলো একটু দেখে নেবেন।

Pronoun: 3rd plural theirs their Pronoun বা সর্বনাম। ১. Possessive pronoun: ইংরেজি ভাষায় সর্বনামের সমস্যা হল ‘আমার ঘর’ আর ‘ঘরটা আমার’ — এখানে আমরা একটা শব্দ ব্যবহার করলেও ইংরেজিতে হয় দু’টা। একটা হয় ‘my house’ আরেকটা ‘The house is mine’। Myকে বলা হয় Possessive adjective আর Mine কে বলা হয় Possessive pronoun। ২. Possessive Pronouns and Adjectives 1. Forms of Possessive Pronouns and Adjectives Person Pronoun Adjective 1st singular mine my 2nd yours your 3rd (female) hers her 3rd (male) his his 3rd (neutral) its its 1st plural ours our 2. Using Possessive Pronouns and Adjectives Apossessive pronounis usedinstead ofa noun: Julie's car is red.Mineis blue. Apossessive adjectiveis usually used todescribea noun, and it comesbeforeit, like other adjectives: Mycar is bigger thanhercar. Remember: There areno apostrophesin possessive pronouns and adjectives. The dog waggeditstail. “It's” is not a possessive pronoun or adjective — it means “it is”: It'snot my dog.

Noun: Noun (বিশেষ্য) হলো নাম। যেকোন জিনিসের নাম। এটা আমরা সবাই জানি। ব্যবহারিক প্রয়োগের জন্য মূলতঃ nounর যে বিষয়টি আপনাকে জানতে হবে তা হলো সেই জিনিসটা গোনা যায় কি যায় না (countable or uncountable) । এর উপর ভিত্তি করে দু’টো ঘটনা ঘটে। ১. Noun টা singular হবে না plural হবে সেটা ঠিক করা হয়। ২. Noun এর সামনে কোন Articleটা (a, an, the) অথবা কোন determiner বসবে এটা ঠিক করা হয়। কোন nounটা countable হবে আর কোনটা uncountable, এ সম্পর্কিত কতগুলা নিয়ম আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি। সেগুলো হলোঃ ১। যেগুলো গোনা যায় সেগুলো যেমন কোন বস্তু, ব্যক্তি বা প্রাণী countable। ২। কিছু বস্তু গোনা যায়না, যেমন পানি, চাল, আকাশ। এগুলো uncountable। মনে রাখতে হবে : *.uncountable বস্তুগুলোর কিন্তু পাত্রটা সবসময় countable, যেমন two glasses of water, four bags of rice। *.আবার uncountable গুলোর যেকোন আলাদা অবস্থা বুঝালেও countable হয়ে যেতে পারে, যেমন a cloudy sky, a strong wind। *.লক্ষ্য রাখতে হবে article কার জন্য বসছে। an economics student এর an কিন্তু student এর জন্য, economics এর জন্য নয়। Article বা determiner একটা বিস্তারিত বিষয় তাই এটা আমরা আলাদা আলোচনা করব। SINGULAR AND PLURAL NOUNS Countable noun এর দুইটি রুপ হয়, একটা singular, যা দিয়ে একটি জিনিস বোঝায়, আর plural, যা দিয়ে একের বেশি জিনিস বোঝায়। অধিকাংশ পরিচিত countable noun কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে singular থেকে plural করা যায়। সাধারণ পদ্ধতিটা হল noun-এর singular রুপটার পেছনে একটা s বসিয়ে দিলেই সেটা plural হয়ে যায়। যেমন : book-books cat-cats pen-pens chair-chairs girl-girls ball-balls তবে কিছু ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে singular থেকে plural করা হয় : ১। শুধু s যোগ হয়ঃ Noun -এর শেষে y এবং তার আগের অক্ষরটি vowel হলে। Boy-boys day-days monkey-monkeys Noun-এর শেষে o থাকলে এবং তার আগে তার আগের অক্ষরটি vowel হলে। Radio-radios bamboo-bamboos ২। es যোগ হয়ঃ noun-এর শেষে s, sh, ch, x ও z থাকলে। glass-glasses bush-bushes branch-branches fox-foxes noun -এর শেষে o এবং তার আগের অক্ষরটি consonant হলে। mango-mangoes buffalo-buffaloes hero-heroes noun -এর শেষে y এবং তার আগের অক্ষরটি consonant হলে y বের করে দিয়ে es যোগ হয়। Lady-ladies story-stories family-families ৩। noun-এর শেষে f অথবা fe থাকলে সেগুলো ফেলে দিয়ে ves যোগ হয়। Leaf-leaves knife-knives ৪। কিছু nounএর singular আর plural একই। এদের একটা তালিকা নিচে রয়েছে, পড়ে দেখুন অপরিচিত কোন nounআছে কিনা। sheep, deer, salmon, aircraft, pair, dozen, gross, series, species, hundred, thousand ৫। কিছু শুধু plural হয়, যেমন: scissors, glasses, spectacles, trousers, drawers, jeans, pajamas, thanks, proceeds, assets, tidings, earnings, dues ৬। কিছু noun দেখে plural মনে হলেও আসলে তারা singular। যেমন: mathematics, physics, electronics, measles, mumps, innings, news ৭। গ্রীক ভাষা থেকে ইংরেজিতে আসা কিছু noun গ্রীক ভাষার নিয়মেই singular থেকে plural হয়: axis – axes, crisis – crises, basis – bases, analysis – analyses, parenthesis – parentheses, hypothesis – hypotheses, basis – bases, phenomenon – phenomena, analysis – analyses, criterion – criteria ৭। আবার লাটিন ভাষা থেকে ইংরেজিতে আসা কিছু nounও লাটিন ভাষার নিয়মেই singular থেকে plural হয়: index – indices, radius – radii, formula – formulae, memorandum – memoranda তারপরও কিছু noun আছে যেগুলো আমরা দৈনন্দিন ইংরেজিতে ব্যবহার করি এবং সেগুলো singular থেকে plural হতে এসব নিয়মের কোনটাই মানে না। যেমন : Singular Plural alga Algae Alumnus Alumni Analysis Analyses Antenna antennas, antennae Appendix appendices, appendixes Axis Axes Bacterium Bacteria Basis Bases Bus Buses Cactus Cactuses Child Children Crisis Crises Criterion Criteria Curriculum Curricula Datum Data Deer Deer Die Die Diagnosis Diagnoses Foot Feet Formula Formulas Fungus Fungi Genus Genera Hippopotamus Hippopotami hippopotamuses Hypothesis Hypotheses Index Indices Indexes Louse Lice Nucleus Nuclei Potato Potatoes Zero Zeros Zeroes Sheep Sheep Mouse Mice Ox Oxen

Vocabulary-শব্দার্থ (part 2 of 2): (O- P) Word Meaning Synonyms Antonyms Obstacle বাধা Impediment Aid, Help Opposition বিরোধিতা করা Antagonism Support Optimistic আশাবাদী Sanguine Pessimistic Obligatory বাধ্যতামূলক করা Compulsory Voluntary Obliterate নিশ্চিহ্ন করা Eradicate, Annihilate Construct Obsolete সেকেলে Antique Modern Obstinate জেদী Stubborn Compliant, Docile Ominous ভীতিকর Threatening Propitious Out-Of-Date সেকেলে Outmoded Modern Peculiar অদ্ভুত Odd, Strange Usual, Expected Perishable পচনশীল Subject To Decay Durable Permanent চিরস্থায়ী Perpetual Momentary Precise স্পষ্টভাবে নির্দিষ্ট Exact, Definite Vague Prosperity উন্নতি Success, Progress Misfortune Purify বিশুদ্ধ Authentic Contaminate Pacific শান্ত Placid Agitated Painstaking কাজে যত্নশীল Meticulous Negligent Palatable সুস্বাদু Delicious Disgusting Paltry নগণ্য Trivial, Petty Significant Parsimonious মিতব্যয়ী Frugal, Thrifty Extravagant Perilous বিপদজনক Hazardous Safe Philanthropy পরোপকার Charity Miserly Pinnacle শীর্ষবিন্দু Acme, Zenith Nadir Placid শান্ত Calm, Serene Turbulent Potent শক্তিশালী, Formidable, Efficacious Impotent Pragmatic বাস্তবসম্মত Realistic Idealistic Precarious নিরাপত্তাহীন Uncertain Safe, Certain Prodigal অপব্যয়ী Spendthrift Temperate Proficient দক্ষ Adroit, Deft Clumsy Profound গভীর জ্ঞান পূর্ণ Wise, Sage Stupid, Inane Profuse প্রচুর, অপব্যয়ী Abundant Inadequate Prolific প্রচুর উৎপাদনশীল Proliferative Sterile Prompt চটপটে Alert Sluggish Propagate বংশবিস্তার করা Multiply Reduce, Diminish Prominent প্রসিদ্ধ Illustrious Unimportant Prosaic গতানুগতিক Humdrum, Trite Captivating Parochial আঞ্চলিক Local Worldwide Partisan সমর্থক Biased Impartial, Adversary Pedestrian নীরস Prosaic Exciting (R-U) Word Meaning Synonyms Antonyms Rage প্রচন্ড ক্ষিপ্তবস্থা Wrath Calmness, Joy Random এলোমেলো Haphazard Deliberate Rebellious অবাধ্য Mutinous, Disobedient Patriotic, Loyal Relevant প্রাসঙ্গিক Pertinent Unrelated Retreat পিছিয়ে আসা Withdraw Advance Reckless বেপরোয়া Rash Wary, Careful Reconcile আপোষ করা Conciliate Alienate Refreshing সজীবকারক Invigorating Tiring Refute যুক্তি খন্ডন করা Confute Prove, Confirm Relinquish দাবী/পদত্যাগ করা Give Up Retain Renovate মেরামত করা Revamp Damage Repent অনুশচনা করা Be Penitent Remorseless Repudiate অস্বীকার করা Disclaim Confidence Reservation দ্বিধা দ্বন্দ্ব Hesitancy Confidence Resolution দৃঢ় সংকল্প Determination Vacillation Revoke বাতিল Repeal Validate Risk ঝুঁকি Jeopardy Safety Ruthless নির্মম Callous, Merciless Kind Scandal কলঙ্ক Dishonor Honor Scarcity ঘাটতি Insufficiency Abundance Scorn অবজ্ঞা করা Despise, Disdain Admire, Esteem Sincere অকৃত্রিম Unfeigned Feigned Spacious প্রশস্ত Capacious Crowded Stamina পরিশ্রম সহ্য করার শক্তি Endurance Weakness Static স্থির Stagnant Mobile Stationary নিশ্চল,স্থির Motionless Varying, Moving Swift দ্রুত Rapid, Prompt Sluggish Salutary স্বাস্থ্যকর Wholesome Harmful Scanty স্বল্প Meager Copious Sanguine আশাবাদী Hopeful Pessimistic Shabby জীর্ণ শীর্ণ Threadbare New, Neat Slander কুৎসা রচনা করা Defame Extol, Laud Slump কমে যাওয়া Decline Increase Sophisticated অপচয় করা Complicated, Complex Simple Squander অপচয় করা Waste Save Steadfast দৃঢ় Unwavering Wavering Superficial ভাসা ভাসা Cursory Thorough Sycophant চাটুকার Flatterer Dignified Person Tolerate সহ্য করা Endure Prohibit Tentative নিশ্চিত নয় Unconfirmed Conclusive Thrifty মিতব্যয়ী Frugal Extravagant Timorous ভীরু Timid Fearless Torpid নিস্তেজ Lethargic Vigorous Tortuous আকাঁবাকাঁ Meandering Straight Tranquil শান্ত Unperturbed Restless Unwary অসাবধান Rash Circumspect Unconscious অজ্ঞান Senseless Conscious Unanimous সর্বসম্মত Showing Full Agreement Dissent Unkempt অপরিপাটি Tousled Tidy Unavoidable অবশ্যম্ভাবী Inevitable Doubtful (V-Z) WORD MEANING SYNONYMS ANTONYMS Vacillate ইতস্তত করা Waver, Hesitate Determined, Steadfast Valiant সাহসী Dauntless, Courageous Craven, Fearful Virtuous নৈতিক সদগুন্সম্পন্ন Moral Wicked, Evil Voluntary স্বেচ্ছা প্রদত্ত Free Will, Forced Vulgar অভদ্র Impolite, Refined Vigor জীবনীশক্তি Verve, Vim Lethargy Vital গুরুত্বপূর্ণ Lively, Crucial Trivial Wilt শুকিয়ে যাওয়া Droop Bloom Wither শুকিয়ে যাওয়া Dry Up, Wilt Flower Wrinkle ভাঁজ পড়া Crease, Pucker Smooth Whimsical খেয়ালী Capricious Steady Zenith শীর্ষবিন্দু Acme, Pinnacle Nadir Zeal প্রবল আগ্রহ Enthusiasm Apathy D Unit 2008 – 09 8. An antonym of 'severity' is A. security B. celebrity C. mildness D. separation 21. 'Obvious' means A. clear B. obscure C. unclear D. evidence A Unit 2001-02 11. Employers often require job applicants to have ____ experience in the field. A. premier B. prior C. plush D. present 12. X-rays cannot ­­­____ head A. provoke B. penetrate C. purse D. perforate. 13. Sherlock Holmes, a fictional detective, solved many ____ crimes. A. prevalent B. puzzling C. prompt D. pure 14. Motorists can be fined for driving ____. A. recklessly B. reliably C. ruthlessly D. restlessly A Unit 2002-03 11. The earth ____ round the sun. a. moves b. spans c. shoots d. skids.