Search This Blog

নোবেল পুরস্কার নোবেল পুরস্কারের প্রবর্তক- আলফ্রেড নোবেল নোবেল পুরস্কার দেয়া হয়- ১৯০১ সাল প্রথমে নোবেল পুরস্কার দেয়া হত- ৫ টি ক্ষেত্রে : পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, শান্তি ও সাহিত্য) বর্তমানে নোবেল পুরস্কার প্রদান করা হয় – ৬ টি ক্ষেত্রে : পদার্থ, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, শান্তি ও সাহিত্য ও অর্থনীতিতে (পরে অর্থনীতি যোগ করা হয়) অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়- ১৯৬৯ সালে প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়- ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের অর্থমূল্য- ১ কোটি সুইডিশ ক্রোনার (১৪ লক্ষ ২০ হাজার ডলার) নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা- ৪ টি। যথা : (ক) নোবেল কমিটি অব দি নরওয়েজিয়ান পার্লামেন্ট (নরওয়ে)- শান্তি (খ) সুইডিশ একাডেমি (সুইডেন)- সাহিত্য (গ) রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স (সুইডেন)- পদার্থ, রসায়ন ও অর্থনীতি (ঘ) ক্যারোনিস্কা ইনস্টিটিউট (সুইডেন)- চিকিৎসা শাস্ত্র শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়- নরওয়েতে এ পর্যন্ত নোবেল পুরস্কার দেয়া হয়নি যেসব সালে- ১৯৪০, ১৯৪১, ১৯৪২ সাল (দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে) শান্তিতে সর্বাধিক তিনবার নোবেল পাওয়া সংস্থা- রেড ক্রস (১৯১৭, ১৯৪৪, ১৯৬৩) নোবেল পুরস্কার ২০১২ : বিষয় বিজয়ী দেশ পদার্থবিজ্ঞান সার্জ হ্যারোশ ডেভিড ওয়াইনল্যান্ড Serge Haroche David J. Wineland ফ্রান্স যুক্তরাষ্ট্র কোয়ান্টামঅপটিকসনিয়েগবেষণারজন্য(for ground-breaking experimental methods that enable measuring and manipulation of individual quantum systems) রসায়ন রবার্ট জে লেফকোইৎজ ব্রায়ান কে কোবিলকা Robert J. Lefkowitz Brian K. Kobilka যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র জি প্রোটিন কাপলড রিসেপটর-এর কাজের রাসায়নিক প্রক্রিয়া (মানব দেহের কোষ যে প্রক্রিয়ায় তথ্য আদান-প্রদান করে ও বাহিরের উদ্দীপনায় সাড়া দেয়, তার রাসায়নিক প্রক্রিয়া) (for studies of G-protein-coupled receptor) চিকিৎসা জন বি গর্ডন শিনিয়া ইয়ামানাকা John B. Gurdon Shinya Yamanaka বৃটেন জাপান স্টেমসেলনিয়েগবেষণারজন্য(for the discovery that mature cells can be reprogrammed to become pluripotent) সাহিত্য মো ইয়েন Mo Yan চীন who with hallucinatory realism merges folk tales, history and the contemporar শান্তি ইউরোপীয় ইউনিয়ন European Union for over six decades contributed to the advancement of peace and reconciliation, democracy and human rights in Europe অর্থনীতি অলভিন ই রোথ লয়েড শ্যাপলে Alvin E. Roth Lloyd S. Shapley যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র স্থিতিশীলবরাদ্দওবাজারব্যবস্থাপনারতত্ত্ব-এরজন্য(for the theory of stable allocations and the practice of market design) কতিপয়গুরুত্বপূর্ণব্যক্তিরনোবেলপুরস্কারপ্রাপ্তি: ব্যক্তিরনাম সাল দেশ সাহিত্য রবীন্দ্রনাথঠাকুর নোবেলপান-গীতাঞ্জলিকাব্যগ্রন্থেরজন্য প্রথমবাঙালিনোবেলবিজয়ী এশিয়াওউপমহাদেশেরপ্রথমনোবেলবিজয়ী ১৯১৩ ভারত বার্ট্রান্ডরাসেল দার্শনিকহয়েসাহিত্যেনোবেলপান ১৯৫০ ব্রিটেন উইন্সটনচার্চিল রাজনীতিবিদহয়েসাহিত্যেনোবেলপান ১৯৫৩ ব্রিটেন স্যামুয়েলসন ১৯৭০ শান্তি হেনরীডুনান্ট রেডক্রসেরস্বপ্নদ্রষ্টা ১৯০১ সুইজারল্যান্ড আনোয়ারসাদাত প্রথমমুসলিমনোবেলবিজয়ী ১৯৭৮ মিসর মাদারতেরেসা ১৯৭৯ ভারত দালাইলামা তিব্বতেরধর্মীয়নেতা ১৯৮৯ তিব্বত অংসানসুচি ১৯৯১ মায়ানমার ইয়াসিরআরাফাত ১৯৯৪ ফিলিস্তিন আইজ্যাকরবিন ইসরায়েল শিমনপেরেজ ইসরায়েল কফিআনান ২০০১ ঘানা শিরিনএবাদি ২০০৩ ইরান ড.মুহম্মদইউনুস প্রথমবাংলাদেশিনোবেলবিজয়ী ২০০৬ বাংলাদেশ এলেনজনসনসির্লফ লাইবেরিয়ারপ্রেসিডেন্টপদেথাকাকালীননোবেলপান ২০১১ লাইবেরিয়া লেইমাহবোয়ি ২০১১ লাইবেরিয়া তাওয়াক্কুলকারমান প্রথমআরবনারীহিসেবেনোবেলপান ২০১১ ইয়েমেন অর্থনীতি অমর্ত্যসেন ১৯৯৮ ভারত এলিনরঅসট্রম অর্থনীতিতেপ্রথমমহিলানোবেলবিজয়ী ২০০৯ যুক্তরাষ্ট্র পদার্থবিজ্ঞান মাদামকুরী ১৯০৩ পোল্যান্ড আবদুসসালাম ১৯৯৮ পাকিস্তান রসায়ন মাদামকুরী ১৯১১ পোল্যান্ড নোবেল পুরস্কারে নারী : নারীদের নোবেল বিজয়- ৪৪ বার নোবেল বিজয়ী নারী- ৪৩ জন দুইবার নোবেল জয়ী একমাত্র নারী- মাদাম কুরী (পদার্থবিজ্ঞানে- ১৯০৩; রসায়নে- ১৯১১) অর্থনীতিতে একমাত্র নোবেল বিজয়ী নারী- এলিনর অস্ট্রম (২০১০) নারীরা সর্বাধিক নোবেল জয় করেছে- শান্তিতে (১৫ জন) নারীদের নোবেল বিজয়ের সংক্ষিপ্ত খতিয়ান : বিষয় মোটবিজয়ী গুরুত্বপূর্ণতথ্য পদার্থবিজ্ঞান ২ বার মাদাম কুরী- ১৯০৩ সালে (নারীদের প্রথম নোবেল বিজয়) রসায়ন ৪ বার মাদাম কুরী- ১৯১১ সালে (নারীদের একমাত্র ২ বার নোবেল জয়ের ঘটনা) চিকিৎসাবিজ্ঞান ১০ বার সাহিত্য ১২ বার সাহিত্যে সর্বশেষ নোবেল বিজয়ী নারী- হের্টা মুয়েলার, ২০০৯ শান্তি ১৫ বার ২০১১ সালে নারীদের হাতে নোবেল গেছে- শান্তিতে ২০১১ সালে নোবেল বিজয়ী নারী/শান্তিতে নোবেল বিজয়ী- ৩ জন এলেন জনসন সির্লফ (লাইবেরিয়া) লেইমাহ বোয়ি (লাইবেরিয়া) তাওয়াক্কুল কারমান (ইয়েমেন) এলেন জনসন সির্লফ লাইবেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট (২৪তম) নোবেল বিজয়ী প্রথম আরব নারী- তাওয়াক্কুল কারমান নোবেল বিজয়ী প্রথম ইয়েমেনি- তাওয়াক্কুল কারমান তাওয়াক্কুল কারমানকে ইয়েমেনে বলে- লৌহমানবী (Irom women & Mother of Revolution) অর্থনীতি ১ বার একমাত্র নোবেল বিজয়ী নারী- এলিনর অস্ট্রম, ২০০৯ সালে নোবেল প্রাইজের অফিশিয়াল ওয়েবসাইট : www.nobelprize.org

পৃথিবীর পারমাণবিক তথ্য: পারমাণবিক শক্তিধর দেশ (অনুক্রমে)- ৮টি এনপিটি চুক্তির আওতাধীন- ৫টি : মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও চীন এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেনি- ৩টি : ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া এছাড়াও- সম্ভাব্য পারমাণবিক শক্তিধর দেশ- ইসরায়েল ন্যাটোর অধীনে পারমাণবিক শক্তির অংশীদার- বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড ও তুরস্ক (ন্যাটোর অন্তর্ভুক্ত পারমাণবিক শক্তিধর দেশ ৩টি হলেও - মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স – পারমাণবিক শক্তি/অস্ত্র অন্যদের ব্যবহার করতে দেয়ার অধিকার আছে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের; পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে এটি মূলত ন্যাটোর একটি চুক্তি) ন্যাটোর অধীনে পারমাণবিক শক্তির সাবেক অংশীদার- কানাডা, দক্ষিণ কোরিয়া ও গ্রিস সাবেক পরমাণু শক্তিধর দেশ- দক্ষিণ আফ্রিকা, বেলারুশ, কাজাখস্তান, ইউক্রেন (বেলারুশ, কাজাখস্তান ও ইউক্রেন পরমাণু অস্ত্র তৈরি করেনি; সোভিয়েত ইউনিয়ন থেকে পৃথক হওয়ার পর রাশিয়ার পারমাণবিক অস্ত্রগুলোই এসব দেশে থেকে গিয়েছিল; পরবর্তীতে অস্ত্রগুলো রাশিয়ার কাছে হস্তান্তর করা হয়) পরমাণু শক্তিধর হিসেবে অভিযুক্ত/সন্দেহ করা হয়- ইরান ও সিরিয়া বিখ্যাত পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ অঞ্চল অঞ্চল পরীক্ষাকারীদেশ অবস্থান বিবরণ কেপকেনেডি যুক্তরাষ্ট্র ফ্লোরিডা ক্ষেপণাস্ত্র নিক্ষেপণ কেন্দ্র বিকিনি যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগর; বর্তমানে স্বাধীন মার্শাল দ্বীপপুঞ্জের অন্তর্গত ১৯৫৪ সালে যুক্তরাষ্ট্র এখানে প্রথম হাইড্রোজেন বোমা ‘ক্যাসল ব্রাভো’র পরীক্ষা করে; অনুমিত পরিমাণের অনেক বেশি ক্ষতি সাধিত হয়; এটি যুক্তরাষ্ট্রের পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা; ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট (১৯৪৬-১৯৫৮) লপনুর চীন সিংকিয়াং পারমাণবিক বিস্ফোরণ কেন্দ্র; চীন এখানে প্রথম পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটায় (১৯৬৪-১৯৯৬) পোখরান ভারত রাজস্থান পারমাণবিক গবেষণা ও পরীক্ষামূলক বিস্ফোরণ কেন্দ্র (১৯৭৪ ও ১৯৯৮ সালে) চাগাই পাকিস্তান বেলুচিস্তান পারমাণবিক বিস্ফোরণ কেন্দ্র (১৯৯৮ সালে ২ বার) কিলজু উত্তর কোরিয়া হামজিয়ং প্রদেশ পারমাণবিক বিস্ফোরণ কেন্দ্র (২০০৬ ও ২০০৯ সালে) মরুরয়া ফ্রান্স দক্ষিণ প্রশান্ত মহাসাগর; ফ্রেঞ্চ পলিনেশিয়ায় পারমাণবিক বিস্ফোরণ কেন্দ্র (১৯৭৪-১৯৯৬) পারমাণবিক ক্ষেপণাস্ত্র ভারত অগ্নি- ১, ২, পৃথ্বী, নাগ, আকাশ, ত্রিশূল, সাগরিকা, পিনাক, হ্যাফট পিএসএলভি, পোখরান- ১, ২ পাকিস্তান ঘোরী, শাহীন, আবদালি, গজনবী, চাগাই- ১, ২ যুক্তরাষ্ট্র টোমাহক, প্যাট্রিয়ট, ক্যাসেল ব্রাভো রাশিয়া জেনিথ ইসরায়েল জেরিকো পারমাণবিক অস্ত্র সংক্রান্ত চুক্তি NPT- Nuclear Non-proliberation Treaty স্বাক্ষর- ১৯৬৮ কার্যকর- ১৯৭০ স্বাক্ষরকারী দেশ- ১৮৯ উদ্দেশ্য- পারমাণবিক অস্ত্রের উৎপাদন বন্ধ, ব্যবহার সীমিতকরণ ও পর্যায়ক্রমে পারমাণবিক অস্ত্রের বিলোপসাধন স্বাক্ষর করেনি- ভারত, পাকিস্তান, ইসরায়েল চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে- উত্তর কোরিয়া (২০০৩ সালে) স্বাক্ষরকারী পরমাণু শক্তিধর দেশ- মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন CTBT- Comprehensive Nuclear Test Ban Treaty স্বাক্ষর- ১৯৯৬ স্বাক্ষরকারী দেশ- ১৮২ উদ্দেশ্য- সকল প্রকার পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করা স্বাক্ষর করেনি- মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, ইসরায়েল, ইরান, ইন্দোনেশিয়া, মিশরি জাতিসংঘের উপরোক্ত সদস্যরা স্বাক্ষর না করায় CTBT কার্যকর হয়নি পারমাণবিক হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে (শেষ দিকে) যুক্তরাষ্ট্র জাপানে উপর্যুপরি ২টি পারমাণবিক হামলা চালায় তারিখ শহর পারমাণবিকবোমারনাম ৬আগস্ট ১৯৪৫ হিরোশিমা লিটল বয় ৯আগস্ট ১৯৪৫ নাগাসাকি ফ্যাটম্যান

পৃথিবীর বিভিন্ন পার্লামেন্ট: এককক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বাংলাদেশ জাতীয় সংসদ/ হাউস অফ দ্য নেশন বুলগেরিয়া ন্যাশনাল অ্যাসেম্বলি মালদ্বীপ মজলিস/ পার্লামেন্ট বুরকিনা ফাসো ইসরাইল নেসেট/ অ্যাসেম্বলি আর্মেনিয়া ইরান মজলিস/ অ্যাসেম্বলি আজারবাইজান ইরাক মজলিস আল-নওয়াব আল-ইরাকি বেনিন লেবানন মজলিস-উন-নওয়াব/ অ্যাসেম্বলি অফ ডেপুটিস ক্যামেরুন সৌদি আরব মজলিস-এ-শূরা কেপ ভার্দে হাঙ্গেরি ফিনল্যান্ড এসডুস্কুন্টা/ রিখসড্যাগ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র গ্রিস হেলেনিক পার্লামেন্ট চাঁদ আইল্যান্ড আলথিং/ অ্যাসেম্বলি অফ অল আইভরি কোস্ট আলবেনিয়া কুভেনডি ইকুয়েডর ক্রোয়েশিয়া সাবোর/ অ্যাসেম্বলি হাঙ্গেরি ডেনমার্ক ফোকেটিং/ পার্লামেন্ট কেনিয়া সুইডেন রিকসড্যাগ মরিশাস ইউক্রেন ভারখোরনা রাডা কুয়েত নরওয়ে স্টরটিনগেট/ গ্রেট অ্যাসেম্বলি লাওস ডোমিনিকা হাউজ অব অ্যাসেম্বলি মালাওয়ি লিচেনস্টাইন ডায়েট মরিশাস লাটভিয়া সাইমা নিকারাগুয়া নাইজার সার্বিয়া পানামা মঙ্গোলিয়া স্টেট গ্রেট খুরাল ভিয়েতনাম মাল্টা হাউজ অব রিপ্রেজেন্টেটিভ কুয়েত ন্যাশনাল অ্যাসেম্বলি অব কুয়েত সাইপ্রাস হাউজ অব রিপ্রেজেন্টেটিভ তুরস্ক গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি লুক্সেমবার্গ চেম্বার অব ডেপুটিস পর্তুগাল অ্যাসেম্বলি অব দি রিপাবলিক লেবানন অ্যাসেম্বলি অব ডেপুটিস কিউবা ন্যাশনাল অ্যাসেম্বলি অফ পিপলস পাওয়ার উত্তর কোরিয়া সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি কোস্টারিকা লেজিসলেটিভ অ্যাসেম্বলি দক্ষিণ কোরিয়া ন্যাশনাল অ্যাসেম্বলি চীন ন্যাশনাল পিপলস কংগ্রেস নিউজিল্যান্ড পার্লামেন্ট নেপাল লেজিসলেচার পার্লামেন্ট/ কংগ্রেস মন্টিনিগ্রো চিলি ন্যাশনাল কংগ্রেস ফিলিস্তিন গুয়েতেমালা কংগ্রেস অফ দ্য রিপাবলিক লাটভিয়া লিবিয়া জেনারেল পিপলস কংগ্রেস লিথুয়ানিয়া স্লোভাকিয়া ন্যাশনাল কাউন্সিল মলদোভা সিয়েরা লিওন সিঙ্গাপুর শ্রীলংকা ফিনল্যান্ড পার্লামেন্ট/ এডুসকুন্টা পাপুয়া নিউগিনি ন্যাশনাল পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট দেশ পার্লামেন্ট উচ্চকক্ষ নিম্ন কক্ষ অস্ট্রিয়া ফেডারেল অ্যাসেম্বলি ফেডারেল কাউন্সিল ন্যাশনাল অ্যাসেম্বলি অস্ট্রেলিয়া ফেডারেল পার্লামেন্ট সিনেট হাউজ অব রিপ্রেজেনটেটিভ অন্টিগুয়া-বারবুডা পার্লামেন্ট সিনেট হাউজ অব রিপ্রেজেনটেটিভ আফগানিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি হাউস অফ এল্ডার্স হাউস অফ দ্য পিপল আর্জেন্টিনা আর্জেন্টাইন ন্যাশনাল কংগ্রেস সিনেট অফ দ্য নেশন চেম্বার অফ ডেপুটিস অফ দ্য নেশন বাহামা পার্লামেন্ট সিনেট হাউজ অব রিপ্রেজেনটেটিভ বারবাডোস হাউজ অব অ্যাসেম্বলি সিনেট হাউজ অব অ্যাসেম্বলি বেলিজ ন্যাশনাল অ্যাসেম্বলি সিনেট হাউজ অব রিপ্রেজেনটেটিভ বেলজিয়াম ফেডারেল পার্লামেন্ট সিনেট চেম্বার অব পিপলস রিপ্রেজেনটেটিভ ভুটান পার্লামেন্ট ন্যাশনাল কাউন্সিল ন্যাশনাল অ্যাসেম্বলি বসনিয়া এন্ড হার্জগোভিনা পার্লামেন্টারি অ্যাসেম্বলি হাউস অফ পিপলস হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বলিভিয়া ন্যাশনাল কংগ্রেস চেম্বার সিনেটর্স চেম্বার অফ ডেপুটিস ব্রাজিল ন্যাশনাল কংগ্রেস ফেডারেল সিনেট চেম্বার অফ ডেপুটিস কানাডা পার্লামেন্ট সিনেট হাউজ অব কমনস চেক রিপাবলিক পার্লামেন্ট সিনেট চেম্বার অব ডেপুটিস মিশর পার্লামেন্ট কনসাল্টেটিভ কাউন্সিল/ মজলিস-এ-শূরা পিপলস কাউন্সিল/ মজলিস-এ-সা’ব ইথিওপিয়া পার্লামেন্ট হাউস অফ ফেডারেশন হাউস অফ পিপলস রিপ্রেজেন্টেটিভ ফ্রান্স পার্লামেন্ট সিনেট ন্যাশনাল অ্যাসেম্বলি জার্মানী রিকস্টেগ ফেডারেল কাউন্সিল/ বুন্দেসট্যাগ ফেডারেল ডায়েট/ বুন্দেসর‌্যাগ ভারত পার্লামেন্ট/ সংসদ কাউন্সিল অফ স্টেটস/ রাজ্যসভা হাউস অফ দ্য পিপল/ লোকসভা গ্রেনাডা পার্লামেন্ট সিনেট হাউজ অব রিপ্রেজেন্টেটিভ হাইতি ন্যাশনাল অ্যাসেম্বলি সিনেট চেম্বার অফ ডেপুটিস আয়ারল্যান্ড পার্লামেন্ট সিনেট অফ আয়ারল্যান্ড হাউস অব রিপ্রেজেন্টেটিভস অফ আয়ারল্যান্ড ইতালি পার্লামেন্ট সিনেট অফ দ্য রিপাবলিক চেম্বার অফ ডেপুটিস জ্যামাইকা পার্লামেন্ট সিনেট হাউস অফ রিপ্রেজেন্টেটিভস জাপান ডায়েট হাউস অফ কাউন্সিলর্স হাউস অফ রিপ্রেজেন্টেটিভস মালয়েশিয়া পার্লামেন্ট সিনেট হাউস অফ রিপ্রেজেন্টেটিভস জর্ডান মজলিস-এ-উম্মা মজলিস-এ-আয়ান মজলিস-এ-নওয়াব কাজাখস্তান পার্লামেন্ট সিনেট অ্যাসেম্বলি/ পার্লামেন্ট নেদারল্যান্ড স্ট্রোটস জেনারেল সিনেট হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ওমান মজলিস-এ-শূরা মজলিস-এ-দৌলা পাকিস্তান অ্যাসেম্বলি অফ কাউন্সিলর্স / মজলিস-এ- শূরা সিনেট ন্যাশনাল অ্যাসেম্বলি পোল্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি সিনেট ডায়েট/ সেম স্লোভেনিয়া পার্লামেন্ট ন্যাশনাল কাউন্সিল ন্যাশনাল অ্যাসেম্বলি দক্ষিণ আফ্রিকা পার্লামেন্ট ন্যাশনাল কাউন্সিল অফ প্রভিন্স ন্যাশনাল অ্যাসেম্বলি দক্ষিণ সুদান ন্যাশনাল লেজিসলেচার ন্যাশনাল লেজিসলেচার অ্যাসেম্বলি কাউন্সিল অফ স্টেটস স্পেন কোর্ট জেনারালে/ জেনারেল কোর্টস সিনেট কংগ্রেস অফ ডেপুটিস সুদান ন্যাশনাল লেজিসলেচার অ্যাসেম্বলি অফ স্টেটস ন্যাশনাল অ্যাসেম্বলি সুইজারল্যান্ড ফেডারেল অ্যাসেম্বলি কাউন্সিল অফ স্টেটস ন্যাশনাল কাউন্সিল থাইল্যান্ড ন্যাশন্যাল অ্যাসেম্বলি সিনেট হাউস অফ রিপ্রেজেন্টেটিভস যুক্তরাজ্য/ ইংল্যান্ড/ বৃটেন পার্লামেন্ট হাউস অফ লর্ডস হাউস অফ কমন্স যুক্তরাষ্ট্র কংগ্রেস সিনেট হাউস অফ রিপ্রেজেন্টেটিভস রাশিয়া পার্লামেন্ট উরুগুয়ে জেনারেল অ্যাসেম্বলি চেম্বার অফ সিনেটর্স চেম্বার অফ রিপ্রেজেন্টেটিভস উজবেকিস্তান সুপ্রিম অ্যাসেম্বলি/ ওলি মজলিস সিনেট লেজিসলেটিভ চেম্বার জিম্বাবুয়ে পার্লামেন্ট সিনেট হাউস অফ অ্যাসেম্বলি মায়ানমার ইউনিয়ন অ্যাসেম্বলি ন্যাশনাল অ্যাসেম্বলি পিপলস অ্যাসেম্বলি বুরুন্ডি পার্লামেন্ট সিনেট ন্যাশনাল অ্যাসেম্বলি ক্যাম্বোডিয়া পার্লামেন্ট সিনেট ন্যাশনাল অ্যাসেম্বলি

বাংলাদেশের পাহাড়-পর্বত-পর্বতমালা: [মাটির উঁচু স্তর বা স্তুপকে বলে পর্বত । অপেক্ষাকৃত কম উঁচু মাটির স্তুপকে বলে পাহাড় । আর তারচেয়েও ছোট যেগুলো, সেগুলোকে বলা হয় টিলা । আর অনেকগুলো পর্বতকে একসঙ্গে বলা হয় পর্বতমালা ।] [তবে পরীক্ষায় সাধারণত পাহাড় বলতেও পর্বতই বুঝিয়ে থাকে; পাহাড় বলতে আলাদা করে পাহাড় নির্দেশ করে না । এ সকল ক্ষেত্রে উত্তর দেয়ার সময় অপশনগুলো ভালোমতো খেয়াল করে উত্তর দিতে হবে । উচ্চতম পাহাড় কোনটি- এই প্রশ্নের উত্তরের অপশনে যদি গারো পাহাড় থাকে, তবে অবশ্যই গারো পাহাড় উত্তর করতে হবে ।] বাংলাদেশের পাহাড়সমূহ গঠিত- টারশিয়ারী যুগে বাংলাদেশের পাহাড়গুলো- ভাঁজ পর্বত দেশের বৃহত্তম/উচ্চতম পাহাড়- গারো পাহাড় গারো পাহাড়- ময়মনসিংহ জেলায় অবস্থিত বাংলাদেশের পাহাড়ের গড় উচ্চতা- ৬১০ মিটার বা ২০০০ ফুট ইউরেনিয়াম পাওয়া গেছে- কুলাউড়া পাহাড়ে (মৌলভীবাজার) চন্দ্রনাথের পাহাড় অবস্থিত- চট্টগ্রামের সীতাকুণ্ডে (হিন্দুদের তীর্থস্থান) লালমাই পাহাড়- কুমিল্লা চিম্বুক পাহাড়- বান্দরবান চিম্বুক পাহাড়ে বাস করে- মারমা উপজাতিরা সর্বোচ্চ পর্বতশৃঙ্গ- তাজিনডং তাজিনডংয়ের অপর নাম- বিজয় তাজিনডং মারমা শব্দ; মানে- গভীর অরণ্যে পাহাড় তাজিনডং- বান্দরবান জেলায় অবস্থিত তাজিনডংয়ের উচ্চতা- ৩১৮৫ ফুট দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ- কেওকারাডং (উচ্চতা- ২৯২৮ ফুট) কেওকারাডং- বান্দরবান জেলায় অবস্থিত তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ- চিম্বুক পর্বতশৃ্ঙ্গ (বান্দরবান জেলায় অবস্থিত)

পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক তথ্যাবলী: বিশ্বেরপ্রধানখালসমূহ: খাল সংযুক্তকরেছে অন্যান্য গ্র্যান্ডখাল(চীন) বিশ্বের দীর্ঘতম খাল (২২৫০ বর্গকিমি) পানামাখাল(পানামা) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর খনন করা হয়- ১৯১৩ সালে বিশ্বের গভীরতম খাল (১৪ মিটার) আমেরিকা পানামার কাছে হস্তান্তর করে- ১৯৯৯ সুয়েজখাল(মিশর) লোহিত সাগর ও ভূ-মধ্যসাগর খালের দৈর্ঘ্য- ১৬২ কি.মি. খনন করা হয়- ১৮৬৯ জাতীয়করণ করা হয়- ১৯৫৬ বিশ্বেরবিখ্যাতদ্বীপসমূহ: বিখ্যাতদ্বীপ অবস্থান মালিকানা গুরুত্বপূর্ণতথ্য গ্রিনল্যান্ড ডেনমার্ক পৃথিবীর বৃহত্তম দ্বীপ সুমাত্রা ভারত মহাসাগরে ইন্দোনেশিয়া জাভা ভারত মহাসাগর ইন্দোনেশিয়া হোক্কাইডো জাপান মহাসাগরে জাপান গ্রেট ব্রিটেনের পশ্চিমে হনসু জাপান মহাসাগরে জাপান কিনশু জাপান মহাসাগরে জাপান শাখালিন জাপানের দক্ষিণে রাশিয়া রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধ রয়েছে কুরিল প্রশান্ত মহাসাগর রাশিয়া রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধ রয়েছে মিন্দানাও পশ্চিম ও মধ্য প্রশান্ত মহাসাগরে ফিলিপাইন আবমুসা পারস্য উপসাগর ইরান ইরান ও আরব আমিরাতের মধ্যে বিরোধ রয়েছে ফকল্যান্ড আটলান্টিক মহাসাগর বৃটেন বৃটেন ও আর্জেন্টিনার মধ্যে বিরোধ রয়েছে প্রধান জলপ্রপাতসমূহ : জলপ্রপাত দেশ আয়তনেসবচেয়েবড় নায়াগ্রা যুক্তরাষ্ট্র-কানাডা উচ্চতম/সর্বোচ্চ অ্যাঞ্জেল ভেনিজুয়েলা পানিপ্রবাহেরদিকদিয়েবৃহত্তম গুয়ারিয়া ব্রাজিল ভিক্টোরিয়া জিম্বাবুয়ে প্রধান পর্বত ও পর্বতশৃঙ্গ : পর্বত/পর্বতশৃঙ্গ অবস্থান উচ্চতা পর্বতশৃঙ্গ মাউন্টএভারেস্ট হিমালয় (নেপাল ও তিব্বত) ৮৮৫০ মিটার কাঞ্চনজংঘা হিমালয় (ভারত ও নেপাল) কিলিমানজারো আফ্রিকা (তাঞ্জানিয়া) পর্বত/পর্বতমালা হিমালয় দক্ষিণ এশিয়া (নেপাল ও ভারত) ককেশাস ইউরোপ আল্পস ইউরোপ আন্দিজ দক্ষিণ আমেরিকা রকি উত্তর আমেরিকা (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) প্রধান মরুভূমি : মরুভূমি অবস্থান সাহারা(বৃহত্তমমরুভূমি) আফ্রিকা থর ভারত ও পাকিস্তান কালাহারি দক্ষিণ আফ্রিকা গোবি এশিয়া বিখ্যাত গিরিপথ : গিরিপথ অবস্থান বোলান পাকিস্তান খাইবার পাকিস্তান-আফগানিস্তান বিখ্যাত অন্তরীপ : অন্তরীপ অবস্থান উত্তমাশাঅন্তরীপ (Cape of Good Hope) দক্ষিণ আফ্রিকা; আটলান্টিক মহাসাগর কামাউঅন্তরীপ ভিয়েতনাম বিখ্যাত হ্রদ : বিশ্বের গভীরতম হ্রদ- বৈকাল হ্রদ (রাশিয়া) বিখ্যাত মালভূমি : গোলান মালভূমি- এটি নিয়ে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে বিরোধ চলছে