Search This Blog

জারন-বিজারণ: বিশেষ ভাবে মনে রাখতে হবে *.জারণ : ১. e -এর অপসারণ ২. ধনাত্মক চার্জ ↑ ৩. ঋণাত্মক চার্জ ↓ ৪. যোজ্যতা বৃদ্ধি ↑ *. বিজারণ : ১. e -এর সংযোজন ২. ধনাত্মক চার্জ ↓ ৩. ঋণাত্মক চার্জ ↑ ৪. যোজ্যতা হ্রাস ↓ *. জারণ = ইলেক্ট্রন ত্যাগ *.জারক = ইলেক্ট্রন গ্রহণ *.বিজারণ = ইলেক্ট্রন গ্রহণ *.বিজারক = ইলেক্ট্রন ত্যাগ *.জারণে ঘটে : ১. O 2সংযোজন : 2SO2+O2­= SO2 ২. তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন : 2Fe+3Cl2= 2FeCl3 ৩. H 2অপসারণ : H2S+Cl = 2HCl+S ৪. ধনাত্মক মৌলের অপসারণ : 2Cu2O+O2= 4CuO ৫. যোজ্যতা বৃদ্ধি : 2FeCl2+Cl2= 2FeCl3(Fe এর যোজনী 2 থেকে 3 হয়) ৬. ইলেক্ট্রন দান : Fe 2+-e-→ Fe3+ *.বিজারণে ঘটে : ১. O 2অপসারণ : CuO+H2O = Cu+H2O ২. তড়িৎ ঋণাত্মক মৌল/মূলক অপসারণ : 2FeCl3+H2= 2FeCl2+2HCl ৩. ঋণাত্মক মূলক সংযোজন : HgCl2+Hg = Hg2Cl2 ৪. যোজ্যতা হ্রাস : 2FeCl3­+H2= 2FeCl2+2HCl (Fe এর যোজনী 3 থেকে 2 হয়) ৫. ইলেক্ট্রন দান : Cl+e-→ Cl- *.জারক অন্যকে জারিত করে এবং নিজে বিজারিত হয় *.বিজারক অন্যকে বিজারিত করে এবং নিজে জারিত হয় *.জারক পদার্থে সর্বদা অক্সিজেন থাকা আবশ্যক নয় *.জারক হিসেবে হ্যালোজেনসমূহকে নিম্নরূপে সাজানো যায়-F2>Cl2>Br2>I2 *.বিজারক হিসেবে হ্যালোজেনসমূহকে নিম্নরূপে সাজনো যায়-I->Br->Cl->F- *.পটাশিয়াম ফেরিসায়ানাইড (k3[Fe(CN)6একটি জারক পদার্থ *.পটাশিয়াম পারম্যাঙ্গানেট (KMnO4) একটি শক্তিশালী জারক *.পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা টাইট্রেশনে কোন নির্দেশক প্রয়োজন হয় না *.ক্লোরিনের জারণ সংখ্যা সব সময় -1 হয় *.মুক্ত অবস্থায় মৌলের যোজনী শূণ্য জারণ সংখ্যা নির্ণয়ের নিয়মাবলী : যে ক্ষেত্রে প্রযোজ্য বিবরণ ১ মৌল মৌলের পরমাণুর জারণ সংখ্যা শূণ্য। যেমন, ধাতু, H2, Cl2, Fe, Cu ইত্যাদি ২ এক পারমাণবিক আয়ন জারণ সংখ্যা আয়নের আধানের সমান। Fe3+, Fe2+, Cl-, O2-আয়নের জারণ সংখ্যা যথাক্রমে +2, +3, -1, -2 । IA এবং IIA এবং IIIA গ্রুপসমূহের ধাতুর যৌগে ধাতুর পরমাণুর জারণ সংখ্যা এই ধাতুর গ্রুপ নম্বর। ৩ হ্যালোজেন ক) সকল যৌগে F এর জারণ সংখ্যা -1 খ) হ্যালোজেন এবং O ব্যতীত অন্য যে কোন মৌলের পরমাণুর সাথে গঠিত দ্বিপারমাণবিক যৌগে হ্যালোজেন পরমাণুর জারণ সংখ্যা -1 গ) কোন হ্যালোজেন পরমাণুর সাথে উপরের পর্যায়ের হ্যালোজেন পরমাণুর জারণ সংখ্যা হবে +1 যেমন, ICl-এ I এর জারণ সংখ্যা +1 এবং Cl এর জারণ সংখ্যা -1 ৪ অক্সিজেন বেশির ভাগ যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -2, তবে পারঅক্সাইডে (যেমন H2O2) -O-O- বন্ধন থাকার ফলে O পরমাণুর জারণ সংখ্যা -1। এছাড়া F এর সাথে গঠিত যৌগে O এর জারণ সংখ্যা ধনাত্মক। ৫ হাইড্রোজেন বেশির ভাগ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। তবে ধাতুর সাথে হাইড্রাইড গঠিত হলে (যেমন NaH) এর জারণ সংখ্যা হবে -1 ৬ যৌগ ও যৌগমূলক যৌগের কোন অণুতে বা সংকেত এককে সকল পরমাণুর জারণ সংখ্যার যোগফল শূণ্য হবে। তাই যৌগমূলকের ক্ষেত্রে এই যোগফল যৌগমূলকের আধানের সমান হবে। যৌগ মূলকের আধানকে তার জারণ সংখ্যা ধরা হয়। কিছু মৌলের বিক্রিয়ার পূর্বে ও পরে জারণ সংখ্যা : মৌল জারণ সংখ্যা বিক্রিয়ার পূর্বে বিক্রিয়ার পরে Cr +6 -3 Fe +2 -3 Fe +3 -2 Mn +7 -2 Cu +2 0 *.আয়োডিমিতি : প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে ট্রাইট্রেশন করার পদ্ধতি। আয়োডিমিতি প্রক্রিয়ায় বিজারক পদার্থ যেমন- সালফেট, থায়োসালফেট, সালফাইট, আয়োডিন ইত্যাদির পরিমাণ নির্ধারণ করে *.আয়োডোমিতি : রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন মুক্ত আয়োডিনের সাহায্যে ট্রাইটেশনের মাধ্যমে নির্ণয় পদ্ধতি। আয়োডোমিতি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট জারক যেমন- CuSO4, ডাইক্রোমেট, পারম্যাঙ্গানেট ইত্যাদির পরিমাণ নির্ধারণ করে *.ট্রাইটেশনে আয়োডিন ব্যবহারের অসুবিধা : ১. আয়োডিন উচ্চ বায়ুচাপের কারণে কিছু বাষ্পীভূত হয়ে যায় ২. অতিরিক্ত কিছু মুক্ত আয়োডিন সৃষ্টি *.নির্দেশক : দুর্বল জৈব এসিড বা ক্ষার যারা বর্ণ পরিবর্তন দ্বারা অম্লীয় বা ক্ষারীয় দ্রবণকে নির্দেশ করে। ব্যবহার- ১. অম্লীয় বা ক্ষারীয় দ্রবণ নির্দেশ করে ২. অম্ল ক্ষার বিক্রিয়ায় শেষ বিন্দু নির্দেশ করে ৩. PHঅম্লীয় না ক্ষারীয় তা নির্দেশ করে বৈশিষ্ট্য- ১. দ্রবণে বিভাজিত হয়ে বিভিন্ন বর্ণের আয়ন দেয় ২. যত বেশি শক্তিশালী এসিড হবে, তত কম PH-এ বিযোজিত হবে *.K2Cr2O7দ্বারা ট্রাইটেশন : ব্যবহারের সুবিধা- ১. বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং গলনাংক পর্যন্ত স্থির থাকে ২. K2Cr2O7-এর ঘনমাত্রা বহুদিন পর্যন্ত অপরিবর্তিত থাকে ৩. আলোক বা সাধারণ জৈব যৌগ দ্বারা ডাইক্রোমেট দ্রবণ সমূহ সহজে বিজারিত হয় না ৪. কক্ষ তাপমাত্রায় দ্বারা HCl বিজারিত হয় না ৫. KMnO4স্বনির্দেশক হলেও K2Cr2O7তা করে না *.স্টার্চ ব্যবহারের অসুবিধা : ১. স্টার্চ ঠাণ্ডা সানপেনসন অদ্রবণীয় ২. আয়োডিনের সাথে যে জটিল ধরনের যৌগ উৎপন্ন করে তা কতক্ষণ রেখে দিলে পানিতে অদ্রবণীয় হয়ে যায় ৩. অতিরিক্ত দ্রবণে লঘু স্টার্চ ব্যবহারে সমাপ্তি বিন্দু তত্ত্বীয় সমাপ্তি বিন্দু থেকে কিছুটা বিচ্যুত হয় *.জারক পদার্থ সমূহ : F2, O2, MnO2, PbO2, HNO3, CuSO4, KClO3, গাঢ় H2SO4, Cl2, Br2, I2, ইক যৌগসমূহ (FeCl3, SnCl4), (KMnO4+KOH) ও (K2Cr2O7+H2SO4)- এদের মিশ্রণ, পার অক্সাইড, পার অক্সি এসিড ও তাদের লবণ। *.বিজারক পদার্থ সমূহ : Na2C2O4, Na2S2O3, H2, C, CO, H2S, HI, HBr, আস যৌগসমূহ (FeO, FeCl2, SnCl2), (Zn+H2SO4) মিশ্রণ, নিম্নতর অক্সি এসিড ও তাদের লবণ। *.জারক ও বিজারক পদার্থ সমূহ : SO2, H2O2, O3 Note :এই অধ্যায় থেকে জারণ,বিজারণ, জারক ও বিজারক কি তা ভালো ভাবে বুঝে নিতে হবে এবং কোন বিক্রিয়ায় কোনটা জারক অথবা কোনটা বিজারক, বিক্রিয়ার পূর্বে ও পরে জারণ সংখ্যার মানের পরিবর্তন এবং জারক ও বিজারকের উদাহরণ খুব বেশি গুরুত্বপূর্ণ ।

বিভিন্ন দেশের উপজাতি/ আদিবাসী: বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ উপজাতি/ আদিবাসীদের নাম নিচে দেয়া হলো- উপজাতি/ আদিবাসী দেশ মাওরি নিউজিল্যান্ড কসাক পোল্যান্ড, ইউক্রেন ভাইকিং নরওয়ে এস্কিমো গ্রিনল্যান্ড, আলাস্কা, ল্যাব্রাডার, সাইবেরিয়া তাতার সাইবেরিয়া রেড ইন্ডিয়ান যুক্তরাষ্ট্র জুলু দক্ষিণ আফ্রিকা হটেনটট দক্ষিণ আফ্রিকা পিগমি আফ্রিকা (কঙ্গো) নিগ্রো মধ্য ও দক্ষিণ পশ্চিম আফ্রিকা মহাদেশ বুশম্যান আফ্রিকা (বতসোয়ানা ও নামিবিয়ার কালাহারি মরুভূমি সংলগ্ন অংশে) বেদুইন আরবের যাযাবর জাতি কুর্দি তুরস্ক, ইরান ও ইরাক (কুর্দিস্তান) হুন মধ্য এশিয়া পাপুয়ান পশ্চিম ইরান শেরপা নেপাল ও তিব্বত গুর্খা নেপাল নাগা ভারত (নাগাল্যান্ড) খাসিয়া* ভারত (আসাম প্রদেশ) সাঁওতাল* ভারত (উড়িষ্যা ও ছোটনাগপুর) দ্রাবিড় ভারত ও শ্রীলঙ্কা আফ্রিদি পাকিস্তান আইনু জাপান * চিহ্নিত উপজাতিরা বাংলাদেশেও বসবাস করে।

বিভিন্ন দেশের গেরিলা ও অন্যান্য সংগঠন: গেরিলাসংগঠন লক্ষ/বিবরণ দেশ নেতা প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাকাল LTTE (Liberation Tigers of Tamil Elam) তামিলদেরস্বাধীনতাকামীসংগঠন শ্রীলঙ্কা সেলভারাসাপাথমানথানওরফেকুমারাপাথমানথান ভিলুপিল্লাইপ্রভাকরণ ১৯৭৬ JKLF (Jammu Kashmir Liberation Front) জম্মুওকাশ্মিররাজ্যেরস্বাধীনতাকামীসংগঠন ভারত IRA (Irish Repablican Army) উত্তরআয়ারল্যান্ডেরস্বাধীনতাকামীসংগঠন আয়ারল্যান্ড জেরিএ্যাডামস ULFA (United liberation Front of Asham) আসামরাজ্যেরস্বাধীনতারদাবীতেআন্দোলনকারীসংগঠন ভারত প্রধান-পরেশবড়ুয়া মহাসচিব-অনুপচেটিয়া ১৯৭৯ UNITA (National Union for the Total Independent of Angola) এঙ্গোলা KLA (Kossovao Liberation Army) কসোভো LRA (Lords Resistance Army) উগান্ডা RUF (Revolutionary United Front) সিয়েরালিওন ফোদেচানকোহ MRTA (Tupac Amaru Revolutionary Movement) পেরু KNU (Karen National Union) মায়ানমারেরস্বাধীনতাকামীসংগঠন মায়ানমার ১৯৪৮ NSCN (National Socialist Council of Nagaland) নাগাল্যান্ডেরবিদ্রোহীগেরিলাগ্রুপ ভারত হামাস ফিলিস্তিন শেখইয়াসিন হিজবুল্লাহ ইসরায়েলেরবিরুদ্ধেসশস্ত্রযুদ্ধচালিয়েযাচ্ছে লেবানন শেখহাসাননাসরুল্লাহ ১৯৮২ ব্ল্যাকক্যাট ভারত রেডআর্মি জাপান আবুসায়াফ ফিলিপাইন মাওবাদী নেপাল লস্কর-ই-তৈয়বা কাশ্মিরেরএকটিআত্মঘাতীস্কোয়ার্ড পাকিস্তান সাইনিংপাথ পেরু ফার্ক কলম্বিয়া JEM (Justice & Equality Movement) সুদানেরদারফুরেরবিদ্রোহীবাগেরিলাসংস্থা সুদান FUL (Forces for National Liberation) ফোর্সেসফরন্যাশনাললিবারেশন গুর্খা নেপালিসৈন্য নেপাল ভাইকিং স্ক্যান্ডিনেভিয়ানঅঞ্চলেরজলদস্যু গেস্টাপো হিটলারেরগোপনপুলিশবাহিনী জার্মানি ইনোসিস সাইপ্রাসেআন্দোলন্রতজাতিজারাসাইপ্রাসকেগ্রিসেরসাথেসংযুক্তকরতেচায় সাইপ্রাস আলফাতাহ প্যালেস্তাইনগেরিলাসংস্থা ফিলিস্তিন মাহমুদআব্বাস প্রতিষ্ঠাতা-ইয়াসিরআরাফাত,সালাহখালাফ,খলিলআলওয়াজির ব্ল্যাকপ্যান্থার যুক্তরাষ্ট্রেরনিগ্রোদেরএকটিসংস্থা যুক্তরাষ্ট্র শিবসেনা ভারতেরচরমহিন্দুমৌলবাদীদল ভারত ব্যালথ্যাকার আলকায়েদা ওসামাবিনলাদেনেরসন্ত্রাসবাদীগ্রুপে গডসআর্মি মায়ানমারেরসৈন্য মায়ানমার নাসাকা মায়ানমারেরসীমান্তবাহিনী মায়ানমার তালেবান আফগানিস্তান

বিভিন্ন দেশের জাতীয় প্রতীক: বাংলাদেশ শাপলা ভারত অশোক স্তম্ভ পাকিস্তান অর্ধচন্দ্র আফগানিস্তান মসজিদ অস্ট্রেলিয়া ক্যাঙ্গারু ডেনমার্ক সিংহ প্যালেস্টাইন ঈগল জার্মানি ইরাক লিবিয়া মিশর পোল্যান্ড সাদা ঈগল রাশিয়া দুই মাথাযুক্ত ঈগল জাপান ক্রিসেন্ট থিমাম ইরান চারটি অর্ধচন্দ্র এবং একটি তলোয়ার নিয়ে আল্লাহ লেখা কসোভো ছয়টি তারকা এবং দেশের মানচিত্র কুয়েত শিল্ডের মধ্যে ধাবমান জাহাজ যুক্তরাষ্ট্র স্বর্ণ দণ্ড নেপাল এভারেস্ট নরওয়ে কুড়ালসমেত মুকুটযুক্ত আয়ারল্যান্ড গোল্ডেন হার্প সৌদি আরব খেজুর বৃক্ষ ও তার নিচে তরবারি সুইজারল্যান্ড হোয়াইট ক্রস চীন তিয়েনআনমেন স্কয়ারের গেট আর তার উপরে ৫টি তারা

বিভিন্ন দেশের মুদ্রা: দেশ মুদ্রা দেশ মুদ্রা মার্কিন যুক্তরাষ্ট্র ডলার যুক্তরাজ্য পাউন্ড কানাডা সাইপ্রাস অস্ট্রেলিয়া মিশর নিউজিল্যান্ড লেবানন পূর্ব তিমুর সিরিয়া সিঙ্গাপুর হংকং আয়ারল্যান্ড ইউরো ব্রুনাই লুক্সেমবার্গ জিম্বাবুয়ে ফ্রান্স গ্রানাডা বেলজিয়াম গায়ানা ইতালি বেলিজ অস্ট্রিয়া জ্যামাইকা জার্মানি অ্যান্টিগুয়া ও বারমুডা স্পেন নেদারল্যান্ড সুইজারল্যান্ড ফ্রাংক ফিনল্যান্ড মোনাকো পর্তুগাল বুরুন্ডি গ্রিস বেনিন্ মাল্টা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সাইপ্রাস ক্যামেরুন স্লোভেনিয়া চাঁদ স্লোভাকিয়া কঙ্গো আইভরি কোস্ট ভ্যাটিকান লিরা গ্যাবন তুরস্ক মালাগাছি নাইজার ইয়েমেন রিয়াল রুয়ান্ডা সৌদি আরব সেনেগাল ওমান কাতার কেনিয়া শিলিং ইরান তাঞ্জানিয়া সোমালিয়া আলজেরিয়া দিনার উগান্ডা বাহরাইন কুয়েত সংযুক্ত আরব আমিরাত (UAE) দিরহাম তিউনিশিয়া মরক্কো ইন্দোনেশিয়া রুপাইয়া ভারত রুপি মালদ্বীপ পাকিস্তান শ্রীলঙ্কা ফিলিপাইন পেসো নেপাল মেক্সিকো কলম্বিয়া চেক প্রজাতন্ত্র কোরনা উরুগুয়ে স্লোভাক নিউকোরনা কিউবা আর্জেন্টিনা কোস্টারিকা কোলন চিলি এল সালভাদর বুলগেরিয়া লেড ডেনমার্ক ক্রোনার রুমানিয়া আইসল্যান্ড নরওয়ে দক্ষিণ কোরিয়া ওন সুইডেন উত্তর কোরিয়া ওয়ান ইরিত্রিয়া চির প্যারাগুয়ে ওয়ারানি ইথিওপিয়া মালয়েশিয়া রিংগিট থাইল্যান্ড বাথ চীন ইউয়ান রাশিয়া রুবল গুয়েতেমালা কুয়েত জাল হাঙ্গেরি ফোরিন্ট মায়ানমার কিয়াট দক্ষিণ আফ্রিকা র‌্যান্ড ব্রাজিল রিয়েল জাপান ইয়েন কঙ্গো প্রজাতন্ত্র জায়ারে ইসরাইল সেকেল পেরু ইনতি ভেনিজুয়েলা বলিভার নিরাকাগুয়া করডোবা ভিয়েতনাম ডং পোল্যান্ড জোটি জাম্বিয়া কওয়াচা ভুটান গুলট্রাম কাজাকিস্তান টেনজে বাংলাদেশ টাকা